হোম /খবর /খেলা /
রিচা, স্মৃতির লড়াই জলে, বিশ্বকাপে ইংল্যান্ডকে হারাতে পারে না ভারতের মেয়েরা!

রিচা, স্মৃতির লড়াই জলে, বিশ্বকাপে ইংল্যান্ডকে হারাতে পারে না ভারতের মেয়েরা!

Ind W vs Eng W: ইংল্যান্ড মানেই ভারতের সামনে পাঁচিল, ফের প্রমাণিত। আটকে গেল সেমিফাইনালের রাস্তা।

  • Share this:

সেন্ট জর্জ পার্ক: ভারতীয় মহিলা দল টি-টোয়েন্টি বিশ্বকাপে পর পর দুটি ম্যাচ জিতেছিল। তাও আবার পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে। ফলে স্বাভাবিকভাবেই এই দলটার উপর সমর্থকদের প্রত্যাশা বেড়ে গিয়েছিল। তবে তৃতীয় ম্যাচে নেমেই ধাক্কা খেল হরমনপ্রিৎ কউরের দল।

এর আগে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়েছে টিম ইন্ডিয়া। তার পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয়। আজ ইংল্যান্ডকে হারাতে পারলেই বিশ্বকাপের শেষ চারে জায়গা পাকা করে ফেলতে পারত টিম ইন্ডিয়া। কিন্তু সেটা আপাতত হল না।

আরও পড়ুন- আজ জিতলেই বিশ্বকাপ সেমিফাইনাল! বড় ম্যাচে শুরুতেই এগিয়ে গেল ভারত!

ভারতের সামনে দেওয়াল হয়ে দাঁড়াল ইংল্যান্ড। এবার সেমিফাইনালে ওঠার জন্য ভারতের পথ কঠিন হয়ে পড়েছে। একইসঙ্গে টানা দুটি জয়ে সেমিফাইনালে জায়গা প্রায় পাকা করে ফেলেছে ইংল্যান্ড।

টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিল ভারত। টিম ইন্ডিয়ার হয়ে রেণুকা সিং ঠাকুর ভাল বোলিং করেন। পাঁচটি উইকেট নেন তিনি। ন্যাট সিভার এবং অ্যামি ব্রান্টের ঝোড়ো ইনিংসের সুবাদে ইংল্যান্ড ১৫১ রান করে। সিভার ৫০ রানের ইনিংস খেলেন আর অ্যামি ৩টি চার ও ২ ছক্কায় ৪০ রান করেন।

স্মৃতি মান্ধানার সৌজন্যে টিম ইন্ডিয়ার শুরুটা ভাল হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ১১ রানে ম্যাচ জিতেছে ইংল্যান্ড। স্মৃতি মান্ধানা এবং রিচা ঘোষ দলকে জেতাতে চেষ্টার ত্রুটি রাখেননি।

আরও পড়ুন- দ্বিতীয় ইনিংসে ব্যাট ঝড় অস্ট্রেলিয়ার, অশ্বিনদের কড়া চ্যালেঞ্জ হেডদের

৫২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন স্মৃতি মান্ধানা। যার মধ্যে ছিল ৭টি চার ও ১টি ছক্কা। একই সঙ্গে ৩৪ বলে ২ ছক্কা ও ৪ চারের সাহায্যে ৪৭ রান করেন রিচা। টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ড ও ভারত ৬ বার মুখোমুখি হয়েছে। সব ম্যাচেই জয় পেয়েছে ইংল্যান্ড।

Published by:Suman Majumder
First published:

Tags: Icc women t20 world cup 2023, Indian Women Cricket Team