Ind W vs Eng W: ছোট টার্গেট বাঁচানোর ভারতীয় বোলারদের মরিয়া চেষ্টা জলে, জিতে গেল ইংল্যান্ড

Last Updated:

Ind W vs Eng W: ৩১.২ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড৷ অধিনায়ক হেথার নাইট ৫৩ রানে অপরাজিত থাকেন৷

 Indian women team losses to England women team in ICC Women's World Cup 2022- Photo Courtesy- ICC World Cup/ Twitter
Indian women team losses to England women team in ICC Women's World Cup 2022- Photo Courtesy- ICC World Cup/ Twitter
#মাউন্ট মাউনগুনাই : মহিলাদের ক্রিকেট বিশ্বকাপে (Women's world cup 2022) ভারত বনাম ইংল্যান্ড (Ind W vs Eng W) ম্যাচে কোনও মিরাকেল হল না৷ জয়ের জন্য প্রয়োজন ১৩৫ রান তাড়া করতে নেমে ৪ উইকেটে ম্যাচ জিতে নিলেন ইংল্যান্ডের মেয়েরা৷ ৩১.২ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড৷ অধিনায়ক হেথার নাইট ৫৩ রানে অপরাজিত থাকেন৷
দুর্বল নড়বড়ে ব্যাটিং ভারতীয় মেয়েদের৷ গত ম্যাচেই ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে দুরন্ত জয়ের পর এদিন একেবারে বড় হোঁচট খেল ভারতীয় মেয়েরা৷ এদিন টসে জিতে ইংল্যান্ড ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়৷ এদিন ভারত বনাম ইংল্যান্ড  (Ind vs Eng) ম্যাচে ভারত অলআউট হয়ে যায় ৩৬.২ ওভারে ১৩৪ রানে৷
এদিন ১৩৫ রানের টার্গেট তাড়া করতে নেমে অবশ্য শুরুতেই ধাক্কা খায় ইংল্যান্ড৷ ঝুলন গোস্বামী এবং মেঘনা সিং দুই ওপেনারকেই তাড়াতাড়ি বাড়ি পাঠিয়ে দেন৷ মাত্র ৪ রানের মধ্যে ২ উইকেট হারিয়েছিল ইংল্যান্ড৷ তখন মনে হচ্ছিল যে হয়ত ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডের জয়টা সহজ হবে না৷ কিন্ত এরপর আর কোনও ভুল করেনি ইংলিশ ব্যাটসম্যানরা৷
advertisement
advertisement
ট্যামি বেমাউন্ট এবং ড্যানি ওয়েটের ১ রান করে দুজনেই আউট হয়ে যান৷ অধিনায়ক হেথার নাইট এবং ন্যাট সিভার জুটি বেঁধে ছোট্ট জয়ের টার্গেটের দিকে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন৷  অধিনায়ক হেথার অর্ধশতরান করেন৷ সিভার অবশ্য একটুর জন্য অর্ধশতরান মিস করেন৷ তিনি ৪৫ রানে আউট হয়ে যান৷
advertisement
অ্যামি জোন্স , সোফিয়া ডাঙ্কলে, ক্যাথরিন ব্রান্ট পরপর আউট হয়ে যান৷ ডাঙ্কলে ও ব্রান্টকে পরপর ফিরিয়ে দেন মেঘনা সিং৷ দুবারই আউট করতে সাহায্য করেন উইকেটরক্ষক রিচা ঘোষ৷
advertisement
বিশ্বকাপে (Women's world cup 2022) ভারত বনাম ইংল্যান্ড (Ind vs Eng) ম্যাচ  ভারতীয় দলের টপ ও মিডল অর্ডার ইংল্যান্ড বোলিংয়ের সামনে তাসের ঘরের মতোই ভেঙে পড়ে৷ বিশ্বকাপে প্রায় প্রতি ম্যাচেই রান পেয়েছেন ভারতীয় ওপেনার স্মৃতি মন্ধানা৷ এদিনও তিনি রান পান৷ তিনি  ৩৫ রান করেন৷
advertisement
ফের ফ্লপ যস্তিকা ভাটিয়া, অধিনায়ক মিতালি রাজ এবং দীপ্তি শর্মা৷ এঁরা যথাক্রমে ৮,১ এবং ০ করে প্যাভিলিয়নে ফিরে যান৷ ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে শতরান করা হরমনপ্রীত কউর এদিন কিছু বিশেষ করতে পারেননি৷ তিনি আউট হয়ে যান ১৪ রানে৷ ব্যর্থ স্নেহ রানাও৷
advertisement
এদিকে রিচা ঘোষ ও এবারের মহিলা বিশ্বকাপের প্রথম ম্যাচের সুপার পারফরমার পূজা বস্ত্রকার হয়ত কিছু মিরাকেল করতে পারেন এমন আশায় যখন বুক বাঁধছিলেন ভারতীয় মহিলা দলের ফ্যানরা তখন পূজাও আউট হয়ে যান৷
advertisement
ইংল্যান্ডের হয়ে চার্লি ডিন ৪, আন্যা স্রাবসোল ২ উইকেটের আগুনে বোলিং করেন৷ তাঁদের বোলিং দাপটেই কুঁকড়ে যায় ভারতের টপ ও মিডল অর্ডার৷
এদিন অবশ্য বাংলার রিচা ঘোষ এবং ঝুলন গোস্বামী জুটি বেঁধে ভারতীয় দলকে শতরানের গণ্ডি পেরোয় ভারতীয় দল৷ ৭১ রানে ৬ উইকেট হারানোর পর ৮৬ রানে ৭উইকেট হয়ে গিয়েছিল ভারতের৷ ভারত বনাম ইংল্যান্ড (Ind vs Eng) ম্যাচে এরপর তাদের পরের উইকেট হারায় ৷ ভারত অলআউট হয়ে যায় ৩৬.২ ওভারে ১৩৪ রানে৷  এদিন রিচা ঘোষ ৩৩ রান করে রানআউট হন৷ ঝুলন গোস্বামী ২০ রান করে আউট হন৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Ind W vs Eng W: ছোট টার্গেট বাঁচানোর ভারতীয় বোলারদের মরিয়া চেষ্টা জলে, জিতে গেল ইংল্যান্ড
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement