Weather Update: বঙ্গোপসাগরে ঘণীভূত নিম্নচাপ, জানুন পশ্চিমবঙ্গের ওয়েদার আপডেট
- Published by:Debalina Datta
Last Updated:
Weather Update: দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত টি নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়িয়ে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হবে। এর অভিমুখ থাকবে মায়ানমার-বাংলাদেশ সীমান্ত।
#কলকাতা: গরম বাড়ছে। দেশের বেশ কিছু এলাকায় তাপপ্রবাহ (Weather Update)। শুষ্ক ও পরিষ্কার আকাশেই দোল উৎসব। বৃষ্টির সম্ভাবনা নেই রাজ্যে। নিম্নচাপের (Low Presssure) প্রভাবে আন্দামান-নিকোবরের ঝড়-বৃষ্টির সর্তকতা। কলকাতায় একদিনে তিন ডিগ্রি বাড়ল তাপমাত্রা। গতকাল দিনের তাপমাত্রা ৩° বেড়েছে আজ সকালে রাতের তাপমাত্রা ও ৩° বাড়ল। আপাতত শুষ্ক আবহাওয়া পরিষ্কার আকাশ। বৃষ্টির সম্ভাবনা নেই। বসন্তের পরিবেশে (West Bengal Weather Update) গরম আরও বাড়বে।
advertisement
advertisement
উত্তর ও দক্ষিণ বঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। জেলায় জেলায় সকাল-সন্ধ্যা হালকা শীতের আমেজ থাকলেও ক্রমশ তা কমবে। শহর ও শহরতলির শীতের আমেজ উধাও হবে। আগামী তিন-চার দিনের তাপমাত্রা বাড়তে পারে। দিনের বেলায় গরম আবহাওয়া থাকলেও আর্দ্রতাজনিত অস্বস্তির সম্ভাবনা নেই। কারণ বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ অনেকটাই কম। শুষ্ক বসন্তের আবহাওয়া আগামী কয়েক টা দিন এমনই থাকবে ওয়েদার আপডেটে জানাল (Weather Update) আলিপুর আবহাওয়া দফতর।
advertisement
advertisement
advertisement
নিম্নচাপের প্রভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। মৎস্যজীবীদের ওই এলাকায় সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। শনিবার থেকে পরিস্থিতি অবনতি হবে। ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। এর কিছুটা প্রভাব পড়বে দক্ষিণ ভারতে। দক্ষিণ ভারতের রাজ্যগুলি তে বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েকদিন। কেরল, কর্ণাটক, মাহে, তামিলনাডু, পন্ডিচেরি ও করাইকাল এলাকায় আগামী তিন-চার দিন বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। শনি ওরবিবার নাগাদ বৃষ্টি হতে পারে উত্তর-পশ্চিম ভারতের হিমালয়ের সংলগ্ন এলাকায়। কাশ্মীর, লাদাখ, মুজাফফরাবাদ হিমাচল প্রদেশ এবং হালকা বৃষ্টির সম্ভাবনা। বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।
advertisement