Ind W vs Eng W: রিচা -ঝুলনের ব্যাটে ১০০ পার ভারতের, ফ্লপ শো ভারতীয় টপ ও মিডল অর্ডারের
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
এদিন ভারত বনাম ইংল্যান্ড (Ind vs Eng) ম্যাচে ভারত অলআউট হয়ে যায় ৩৬.২ ওভারে ১৩৪ রানে৷
#মাউন্ট মাউনগুনাই : মহিলাদের ক্রিকেট বিশ্বকাপে (Women's world cup 2022) ভারত বনাম ইংল্যান্ড (Ind W vs Eng W) ম্যাচ দুর্বল নড়বড়ে ব্যাটিং ভারতীয় মেয়েদের৷ গত ম্যাচেই ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে দুরন্ত জয়ের পর এদিন একেবারে বড় হোঁচট খেল ভারতীয় মেয়েরা৷ এদিন টসে জিতে ইংল্যান্ড ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়৷ এদিন ভারত বনাম ইংল্যান্ড (Ind vs Eng) ম্যাচে ভারত অলআউট হয়ে যায় ৩৬.২ ওভারে ১৩৪ রানে৷
বিশ্বকাপে (Women's world cup 2022) ভারত বনাম ইংল্যান্ড (Ind vs Eng) ম্যাচ ভারতীয় দলের টপ ও মিডল অর্ডার ইংল্যান্ড বোলিংয়ের সামনে তাসের ঘরের মতোই ভেঙে পড়ে৷ বিশ্বকাপে প্রায় প্রতি ম্যাচেই রান পেয়েছেন ভারতীয় ওপেনার স্মৃতি মন্ধানা৷ এদিনও তিনি রান পান৷ তিনি ৩৫ রান করেন৷
ফের ফ্লপ যস্তিকা ভাটিয়া, অধিনায়ক মিতালি রাজ এবং দীপ্তি শর্মা৷ এঁরা যথাক্রমে ৮,১ এবং ০ করে প্যাভিলিয়নে ফিরে যান৷ ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে শতরান করা হরমনপ্রীত কউর এদিন কিছু বিশেষ করতে পারেননি৷ তিনি আউট হয়ে যান ১৪ রানে৷ ব্যর্থ স্নেহ রানাও৷
advertisement
advertisement
এদিকে রিচা ঘোষ ও এবারের মহিলা বিশ্বকাপের প্রথম ম্যাচের সুপার পারফরমার পূজা বস্ত্রকার হয়ত কিছু মিরাকেল করতে পারেন এমন আশায় যখন বুক বাঁধছিলেন ভারতীয় মহিলা দলের ফ্যানরা তখন পূজাও আউট হয়ে যান৷
advertisement
ইংল্যান্ডের হয়ে চার্লি ডিন ৪, আন্যা স্রাবসোল ২ উইকেটের আগুনে বোলিং করেন৷ তাঁদের বোলিং দাপটেই কুঁকড়ে যায় ভারতের টপ ও মিডল অর্ডার৷
India's troubles deepen. A 37-run stand – India's biggest of the day – is broken when Richa Ghosh is run-out for 33.#TeamIndia 123/8.#CWC22 pic.twitter.com/kRHTvPWyTC
— ICC Cricket World Cup (@cricketworldcup) March 16, 2022
advertisement
এদিন অবশ্য বাংলার রিচা ঘোষ এবং ঝুলন গোস্বামী জুটি বেঁধে ভারতীয় দলকে শতরানের গণ্ডি পেরোয় ভারতীয় দল৷ ৭১ রানে ৬ উইকেট হারানোর পর ৮৬ রানে ৭উইকেট হয়ে গিয়েছিল ভারতের৷ ভারত বনাম ইংল্যান্ড (Ind vs Eng) ম্যাচে এরপর তাদের পরের উইকেট হারায় ৷ ভারত অলআউট হয়ে যায় ৩৬.২ ওভারে ১৩৪ রানে৷ এদিন রিচা ঘোষ ৩৩ রান করে রানআউট হন৷ ঝুলন গোস্বামী ২০ রান করে আউট হন৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 16, 2022 9:11 AM IST