Ind vs WI 2nd Test : সৌরভের ভবিষ্যদ্বাণী মিলে গেল! ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ নিয়ে বড় আপডেট, দীপাবলির আগে সুখবর

Last Updated:

Ind vs WI 2nd Test Update : ওয়েস্ট ইন্ডিজ তাদের দ্বিতীয় ইনিংসে ৩৯০ রান করে ভারতকে ১২১ রানের লক্ষ্য দেয়। ভারত সোমবার চতুর্থ দিনের খেলা শেষ করে ১ উইকেটে ৬৩ রান তুলেছে। আহমেদাবাদে খেলা প্রথম টেস্টে ভারত এক ইনিংস ও ১৪০ রানে জয়লাভ করেছিল।

News18
News18
নয়াদিল্লি : দীপাবলির সময় সকলেই চায় পরিবারে সঙ্গে যতটা সম্ভব সময় কাটাতে। টিম ইন্ডিয়ার খেলোয়াড়দের ইচ্ছেও ছিল, আজ অর্থাৎ ম্যাচের চতুর্থ দিনেই ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বাড়ি ফিরে যাওয়ার। তাতে অস্ট্রেলিয়া সফরের আগে এক–দু’দিন বাড়িতে অতিরিক্ত সময় পরিবারের সঙ্গে কাটাতে পারতেন ক্রিকেটাররা।
যদিও সেটা হল না। শুভমান গিল ও তাঁর দলের পার্টি নষ্ট করে দিলেন উইন্ডিজের ব্যাটাররা। ভারতের এখনওএ ম্যাচ জিততে হলে ৫৮ রান দরকার। মঙ্গলবারই দিল্লি টেস্ট জিতে ভারতীয় দল ঘরে ফিরতে পারবে।
ওয়েস্ট ইন্ডিজ তাদের দ্বিতীয় ইনিংসে ৩৯০ রান করে ভারতকে ১২১ রানের লক্ষ্য দেয়। ভারত সোমবার চতুর্থ দিনের খেলা শেষ করে ১ উইকেটে ৬৩ রান তুলেছে। আহমেদাবাদে খেলা প্রথম টেস্টে ভারত এক ইনিংস ও ১৪০ রানে জয়লাভ করেছিল। সেই ম্যাচে ভারত প্রথম ইনিংসে ৫ উইকেটে ৫১৮ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে। উত্তরে ওয়েস্ট ইন্ডিজ ২৪৮ রানে অলআউট হয়ে ফলো-অন করে।
advertisement
advertisement
জোন ক্যাম্পবেল (১৯৯ বলে ১১৫ রান) ও শাই হোপ (২১৪ বলে ১০৩ রান) তৃতীয় উইকেটে ১৭৭ রানের জুটি গড়ে দুর্দান্ত লড়াই করেন।
তবে ম্যাচ পঞ্চম দিনে পৌঁছনোর জন্য বড় কৃতিত্ব জাস্টিন গ্রীভস (অপরাজিত ৫০) এবং জেডন সিলস (৩২)-এর। তাঁরা দশম উইকেটে ৭৯ রানের জুটি গড়েন।
ভারত ৮০ ওভারের পর নতুন বল নেয় এবং এরপর থেকেই উইন্ডিজ ব্যাটসম্যানদের দুর্বলতা প্রকাশ্যে আসে। ভারতের হয়ে জসপ্রিত বুমরাহ ও কুলদীপ যাদব নেন ৩টি করে উইকেট, মহ ম্মদ সিরাজ নেন ২টি, আর রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর নেন ১টি করে উইকেট।
advertisement
ছোট লক্ষ্য তাড়া করতে গিয়ে ভারতের শুরু ভাল হয়নি। প্রথম ইনিংসে ১৭৫ রান করা যশস্বী জয়সওয়াল মাত্র ৮ রানেই আউট হন।
তিনি জোমেল ওয়ারিকানের একটি বল-এ লং অনে সহজ ক্যাচ তুলে দেন। এর পর কেএল রাহুল (অপরাজিত ২৫) ও আর সাই সুদর্শন (অপরাজিত ৩০) কোনও বিপদ হতে দেননি।
advertisement
আরও পড়ুন- প্রাক্তন স্বামী বান্ধবীর সঙ্গে অন্তরঙ্গ! হার্দিকের ‘খোলামেলা’ ছবি দেখে নাতাশা যা বললেন…
এর আগে ওয়েস্ট ইন্ডিজ তাদের দ্বিতীয় ইনিংস ২ উইকেটে ১৭৩ রান থেকে এগিয়ে নিয়ে যায়। এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে একমাত্র সান্ত্বনার বিষয় ছিল, তাদের দুই ব্যাটার শতরান করেন, তারা ভারতকে দ্বিতীয়বার ব্যাট করতে বাধ্য করে। ফলে ম্যাচ পঞ্চম দিন পর্যন্ত টেনে নিয়ে যায় তারা।
advertisement
ভারত-ওয়েস্ট ইন্ডিজ় ম্যাচ নিয়ে এ দিন সকালে কথা বলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ফলো-অনে ওয়েস্ট ইন্ডিজ়কে ব্যাট করতে পাঠানোর পরে তাঁরা পাল্টা লড়াই করেছে। শতরান করেছেন জন ক্যাম্পবেল। ফলে ফলো-অনে বিপক্ষকে ব্যাট করানোর সিদ্ধান্ত কি সঠিক হল? সৌরভের উত্তর ছিল, ‘‘একদম ঠিক আছে। টেস্টের এখনও একটা দিন বাকি। ভারত অবশ্যই জিতবে।’’
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Ind vs WI 2nd Test : সৌরভের ভবিষ্যদ্বাণী মিলে গেল! ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ নিয়ে বড় আপডেট, দীপাবলির আগে সুখবর
Next Article
advertisement
সংরক্ষিত আসনে শূন্যপদ বৃদ্ধির দাবি করলেন ‘যোগ্য’ শিক্ষাকর্মীরা! পরিসংখ্যান কী বলছে দেখুন
সংরক্ষিত আসনে শূন্যপদ বৃদ্ধির দাবি করলেন ‘যোগ্য’ শিক্ষাকর্মীরা! পরিসংখ্যান কী বলছে দেখুন
  • এসএসসি গ্রুপ সি-তে শূন্যপদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন

  • যোগ্য চাকরিহারা শিক্ষাকর্মীরা তফসিলি জাতির শূন্যপদ বৃদ্ধির দাবি জানিয়েছেন

  • নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছেন

VIEW MORE
advertisement
advertisement