Ind vs Sl: ভারতীয় বোলিংয়ের সামনে সাদামাটা শ্রীলঙ্কা, ওয়েল্লালাগে ও নিশঙ্কার ব্যাট ভর দিয়ে ২০০-র গন্ডি পার

Last Updated:

Ind vs Sl: দলের স্কোরকে দায়িত্ব নিয়ে ২০০ পার করানোর দায়িত্ব নেন তরুণ বোলার ওয়েল্লালাগে৷ তিনি ৬৫ বলে ৬৭ রান করেন৷

ভারত বনাম শ্রীলঙ্কা প্রথম ওডিআই Photo- AP
ভারত বনাম শ্রীলঙ্কা প্রথম ওডিআই Photo- AP
কলম্বো: ভারত বনাম শ্রীলঙ্কায় একদিনের ম্যাচের সিরিজে ধামাকা কোনও শুরু করতে পারল না শ্রীলঙ্কা৷ শনিবার কলম্বোতে আয়োজিত প্রথম একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা করল ৮ উইকেটে ২৩০ রান৷ অর্থাৎ ভারতকে জয়ের জন্য করতে হবে ২৩১ রান৷ এদিন দুই শ্রীলঙ্কান ব্যাটসম্যান ছাড়া ভারতীয় বোলারদের বিরুদ্ধে সেভাবে দাগ কাটতে পারেননি কেউই৷
ওপেনার পাথুম নিশঙ্কা ৫৬ রান করেন অন্যদিকে স্পিনার দুনিথ ওয়েল্লালাগে দলের হয়ে সর্বাধিক ৬৭ রান করেন৷ এদিনের ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা৷ নিশঙ্কা রান পেলেও মাত্র ১ রানেই প্যাভিলিয়নে ফিরে যান অন্য ওপেনার আভিষ্কা ফার্নান্দো৷ এরপর কেউই সেভাবে ব্যাট হাতে দাগ কাটতে পারেননি৷ ১০১ রানের মধ্যে ৫ উইকেট হারায় শ্রীলঙ্কা৷
advertisement
কিন্তু দলের স্কোরকে দায়িত্ব নিয়ে ২০০ পার করানোর দায়িত্ব নেন তরুণ বোলার ওয়েল্লালাগে৷ তিনি ৬৫ বলে ৬৭ রান করেন৷ তাঁর ইনিংস সাজানো ৭ টি চার ও ২ টি ছয় দিয়ে৷
advertisement
advertisement
এদিকে অক্ষর প্যাটেল ও অর্শদীপ সিং ২ টি করে উইকেট নেন৷  এছাড়াও মহম্মদ সিরাজ, শিভম দুবে, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর একটি করে উইকেট পান৷
বাংলা খবর/ খবর/খেলা/
Ind vs Sl: ভারতীয় বোলিংয়ের সামনে সাদামাটা শ্রীলঙ্কা, ওয়েল্লালাগে ও নিশঙ্কার ব্যাট ভর দিয়ে ২০০-র গন্ডি পার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement