Ind vs Sl: ভারতীয় বোলিংয়ের সামনে সাদামাটা শ্রীলঙ্কা, ওয়েল্লালাগে ও নিশঙ্কার ব্যাট ভর দিয়ে ২০০-র গন্ডি পার
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Ind vs Sl: দলের স্কোরকে দায়িত্ব নিয়ে ২০০ পার করানোর দায়িত্ব নেন তরুণ বোলার ওয়েল্লালাগে৷ তিনি ৬৫ বলে ৬৭ রান করেন৷
কলম্বো: ভারত বনাম শ্রীলঙ্কায় একদিনের ম্যাচের সিরিজে ধামাকা কোনও শুরু করতে পারল না শ্রীলঙ্কা৷ শনিবার কলম্বোতে আয়োজিত প্রথম একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা করল ৮ উইকেটে ২৩০ রান৷ অর্থাৎ ভারতকে জয়ের জন্য করতে হবে ২৩১ রান৷ এদিন দুই শ্রীলঙ্কান ব্যাটসম্যান ছাড়া ভারতীয় বোলারদের বিরুদ্ধে সেভাবে দাগ কাটতে পারেননি কেউই৷
ওপেনার পাথুম নিশঙ্কা ৫৬ রান করেন অন্যদিকে স্পিনার দুনিথ ওয়েল্লালাগে দলের হয়ে সর্বাধিক ৬৭ রান করেন৷ এদিনের ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা৷ নিশঙ্কা রান পেলেও মাত্র ১ রানেই প্যাভিলিয়নে ফিরে যান অন্য ওপেনার আভিষ্কা ফার্নান্দো৷ এরপর কেউই সেভাবে ব্যাট হাতে দাগ কাটতে পারেননি৷ ১০১ রানের মধ্যে ৫ উইকেট হারায় শ্রীলঙ্কা৷
advertisement
কিন্তু দলের স্কোরকে দায়িত্ব নিয়ে ২০০ পার করানোর দায়িত্ব নেন তরুণ বোলার ওয়েল্লালাগে৷ তিনি ৬৫ বলে ৬৭ রান করেন৷ তাঁর ইনিংস সাজানো ৭ টি চার ও ২ টি ছয় দিয়ে৷
advertisement
Innings Break!
A fine bowling effort from #TeamIndia restricts Sri Lanka to 230/8.
Stay tuned for the chase! ⏳
Scorecard ▶️ https://t.co/4fYsNEzO5N#SLvIND pic.twitter.com/gpbB53j2NE
— BCCI (@BCCI) August 2, 2024
advertisement
এদিকে অক্ষর প্যাটেল ও অর্শদীপ সিং ২ টি করে উইকেট নেন৷ এছাড়াও মহম্মদ সিরাজ, শিভম দুবে, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর একটি করে উইকেট পান৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 02, 2024 6:49 PM IST