দ্বিতীয় টি-২০ ম্যাচে নামার আগে বড় ধাক্কা, চোটের কারণে ছিটকে গেলেন তারকা ব্যাটার

Last Updated:

বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাছে মুখোমুখি হতে চলেছে দাসুন শানাকা ও হার্দিক পান্ডিয়ার দল। এই ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিৎ করাই লক্ষ্য মেন ইন ব্লুদের। অপরদিকে, শ্রীলঙ্কার কাছে এই ম্যাচ ডু অর ডাই।

#পুণে: ঋষভ পন্থ, ইশান কিশান, কেএল রাহুলদের ভিড়ে সঞ্জু স্যামসনকে যথার্থ সুযোগ দেওয়া হয়নি বলে নানা সময়ে কথা উঠেছে। আইপিএলে দাপটের সঙ্গে পারফর্ম করলেও নিয়মিতভাবে ভারতীয় দলের দরজা তারজন্য কোনও দিনই খোলেনি। তারকা ক্রিকেটাররা বিশ্রামে গেলে তখনই জাতীয় দলের জার্সি গায়ে তোলার সুযোগ পান সঞ্জু। নতুন বছরে শ্রীলঙ্কার বিরুদ্ধে দলের একাধিক তারকা ক্রিকেটার বাইরে থাকায় নিয়মিত সুযোগ পাওয়া নিশ্চিৎ ছিল উইকেট রক্ষক-ব্যাটারের। কিন্তু চোট সেই আশাতেই জল ঢেলে দিল সঞ্জু স্যামসনের।
শ্রীলঙ্কারপ বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে সুযোগ পেয়েছিলেন সঞ্জু স্যামসন। কিন্তু বড় স্কোর করতে ব্যর্থ হয়েছিলেন। ভেবেছিলেন পরের দুই ম্যাচে বড় রান করবেন। কিন্তু প্রথম ম্যাচে ফিল্ডিংয়ের সময় চোট পেয়েছিলেন সঞ্জু। সেই চোটই গোটা সিরিজ থেকে ছিটকে দিলেনতাকে। বিসিসিআইয়ের তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে ফিল্ডিং করার সময় হাঁটুতে চোট পেয়েছিলেন সঞ্জু স্যামসন। স্ক্যান করার পর বিসিসিআইয়ের মেডিক্যাল তাঁকে বিশ্রাম করার পরামর্শ দিয়েছে।
advertisement
advertisement
advertisement
সিরিজের পরবর্তী দুটি ম্যাচের জন্য সঞ্জু স্যামসনের পরিবর্তে দলে নেওয়া হয়েছে তরুণ উইকেট রক্ষক ব্যাটার জিতেশ শর্মাকে। আইপিএল ২০২২- গত আইপিএলে পঞ্জাব কিংসের হয়ে ভালো পারফর্ম করেছিলেন জিতেশ। ১২ টি ম্যাচ খেলে ২৩৪ রান করেছিলেন তিনি। সর্বোচ্চ ৪৪ রান করেছিলেন। গড় প্রায় ৩০-র কাছে ছিল। স্ট্রাইক রেট ছিল ১৬৪। ভারতীয় দলে সুযোগ পেলেও ইশান কিশান, রাহুল ত্রিপাঠীদের উপস্থিতিতে প্রথম একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা নেই বলা চলে জিতেশের।
বাংলা খবর/ খবর/খেলা/
দ্বিতীয় টি-২০ ম্যাচে নামার আগে বড় ধাক্কা, চোটের কারণে ছিটকে গেলেন তারকা ব্যাটার
Next Article
advertisement
October Horoscope 2025: রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল অক্টোবর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement