IND vs SL 2nd T20: দলে রয়েছে চোট সমস্যা, পুণেতেই সিরিজ জেতার লক্ষ্যে টিম ইন্ডিয়া

Last Updated:

বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাছে মুখোমুখি হতে চলেছে দাসুন শানাকা ও হার্দিক পান্ডিয়ার দল। এই ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিৎ করাই লক্ষ্য মেন ইন ব্লুদের। অপরদিকে, শ্রীলঙ্কার কাছে এই ম্যাচ ডু অর ডাই।

#পুণে: শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে রুদ্ধশ্বাস জয় দিয়ে বছর শুরু করেছে ভারতীয় ক্রিকেট দল। মুম্বইতে হাড্ডাহাড্ডি ম্যাচে লঙ্কান লায়ন্সদের ২ রানে হারায় টিম ইন্ডিয়া। ৩ ম্যাচের সিরিজে ১-০ লিড রয়েছে ভারতের। বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচে পুণেতে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে মুখোমুখি হতে চলেছে দাসুন শানাকা ও হার্দিক পান্ডিয়ার দল। এই ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিৎ করাই লক্ষ্য মেন ইন ব্লুদের। অপরদিকে, শ্রীলঙ্কার কাছে এই ম্যাচ ডু অর ডাই।
বছরের প্রথম ম্যাচেই জয় দলের আত্মবিশ্বাস বাড়ালেও ম্যাচে একাধিক বিষয় কিছুটা হলেও চিন্তায় রেখেছে কোচ রাহুল দ্রাবিড়কে। প্রথমত ব্যাটিংয়ে টপ অর্ডারের ব্যর্থতা। যদিও ইশান কিশান ভালো শুরু করেও বড় স্কোর করতে ব্যর্থ হয়েছিলেন। একটু স্লো ব্যাটিং করেছিলেন হার্দিক। শেষের দিকে দীপক হুডা ও অক্ষর প্যাটেল ঝড়ো ইনিংস না খেললে লড়াই করার মত স্কোরেই পৌছতে পারত না ভারত। সিরিজের শেষ দুই ম্যাচে চোটের কারণে পাওয়া যাবে না সঞ্জু স্যামসনকে। দ্বিতীয় ম্যাচে নামার আগে ভুল-ত্রুটি শুধরে রানে ফিরতে মরিয়া শুবমান গিল, সূর্যকুমার যাদবরা।
advertisement
অপরদিকে, বোলিং লাইনে সেই একই ধারা অব্যাহত। ভালো জায়গা থেকেও শেষের দিকে রাশ হালকা করা ও ম্যাচ হাড্ডাহাড্ডি পরিস্থিতিতে নিয়ে যাওয়া। প্রথম ম্যাচে ১৬২ রান তাড়া করতে নেমে এক সময় শ্রীলঙ্কার স্কোর ছিল ১৩২ রানে ৮ উইকেট। সেখান থেকে বড় রানে যেতা উচিৎ ছিল ম্যাচটা। যদিও প্রথম ম্যাচে শিবম মাভি, উমরান মালিকদের দুরন্ত বোলিং আত্মবিশ্বাস বাড়িয়েছে দলের।
advertisement
advertisement
অপরদিকে, সিরিজে টিকে থাকার লড়াই শ্রীলঙ্কার কাছে। প্রথম ম্যাচ হারলেও দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারঙ্গা এবং মহেশ থিকশানাদের লড়াকু পারফরম্যান্স কিছুটা হলেও আত্মবিশ্বাস বাড়িয়েছে লঙ্কান লায়ন্সদের। ভারতের মাটিতে টানা ১১ টি-২০ হার, ২০১৬ সালে শেষ টি-২০ জয় ভারতের মাটিতে, এই লজ্জার পরিসংখ্যানে সমাপ্তি দ্বিতীয় ম্যাচে ঘটাতে চাইছে দাসুন শানাকার দল। তবে দ্বিতীয় ম্যাচেও ভারতীয় দলকেই অ্যাডভান্টেত দিচ্ছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs SL 2nd T20: দলে রয়েছে চোট সমস্যা, পুণেতেই সিরিজ জেতার লক্ষ্যে টিম ইন্ডিয়া
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement