চোটের কারণে বাইরে সঞ্জু, ফিট অর্শদীপ, দ্বিতীয় ম্যাচে কেমন হতে পারে ভারতের সম্ভাব্য একাদশ

Last Updated:

বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাছে মুখোমুখি হতে চলেছে দাসুন শানাকা ও হার্দিক পান্ডিয়ার দল। এই ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিৎ করাই লক্ষ্য মেন ইন ব্লুদের। অপরদিকে, শ্রীলঙ্কার কাছে এই ম্যাচ ডু অর ডাই।

#পুণে: বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে নামতে চলেছে টিম ইন্ডিয়া। রুদ্ধশ্বাস প্রথম ম্যাচ ২ রানে জিতে সিরিজে ১-০ ব্যবধান এগিয়ে রয়েছে হার্দিক পান্ডিয়ার দল। অপরদিকে, পুণেতে দ্বিতীয় ম্যাচ দাসুন শানাকার দলের কাছে ডু অর ডাই। তবে দ্বিতীয় ম্যাচে নামার আগে ভারতীয় দল থেকে চোটের কারণে ছিটকে গিয়েছেন সঞ্জু স্যামসন। তার জায়গায় প্রথম একাদশে কে আসবে তা নিয়েও রয়েছে জল্পনা। রাহুল ত্রিপাঠীর প্রথম একাদশে ঢোকার সম্ভাবনা প্রবল।
অপরদিকে, প্রথম ম্যাচে চোটের কারণে তরুণ বাঁ হাতি পেসার অর্শদীপ সিং খেলতে না পারেননি। তবে দ্বিতীয় ম্যাচের জন্য তিনি ফিট। সমস্যা হল প্রথম ম্যাচে অর্শদীপের পরিবর্ত হিসেবে সুযোগ পেয়ে অভিষেকেই ৪ উইকেট নিয়েছেন শিবম মাভি। ফলে তার জায়গায় অর্শদীপকে খেলানোটা কঠিন হবে। ভালো বোলিং করেছিলেন উমরান মালিকও। ফলে একমাত্র হার্শল প্যাটেলকে বসিয়ে খেলানো যেতে পারে অর্শদীপ সিংকে।
advertisement
এক নজরে দেখে নিন দ্বিতীয় টি-২০ ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ: ইশান কিষাণ (উইকেটকিপার), শুভমন গিল, সূর্যকুমার যাদব, রাহুল ত্রিপাঠী, হার্দিক পান্ডিয়া (ক্যাপ্টেন), দীপক হুডা, অক্ষর প্যাটেল, হার্ষাল প্যাটেল/অর্শদীপ সিং, শিবম মাভি, উমরান মালিক ও যুজবেন্দ্র চাহাল।
advertisement
অপরদিকে, সিরিজে টিকে থাকার লড়াই শ্রীলঙ্কার কাছে। প্রথম ম্যাচ হারলেও দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারঙ্গা এবং মহেশ থিকশানাদের লড়াকু পারফরম্যান্স কিছুটা হলেও আত্মবিশ্বাস বাড়িয়েছে লঙ্কান লায়ন্সদের। ভারতের মাটিতে টানা ১১ টি-২০ হার, ২০১৬ সালে শেষ টি-২০ জয় ভারতের মাটিতে, এই লজ্জার পরিসংখ্যানে সমাপ্তি দ্বিতীয় ম্যাচে ঘটাতে চাইছে দাসুন শানাকার দল।
advertisement
দ্বিতীয় টি-২০ ম্যাচে শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ: পাথুম নিশঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটকিপার), ধনঞ্জয়া ডি'সিলভা, চরিথ আসালঙ্কা, ভানুকা রাজাপক্ষে, দাসুন শানাকা (ক্যাপ্টেন), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুণারত্নে, মাহিশ থিকসানা, কাসুন রজিথা/লাহিরু কুমারা ও দিলশান মদুশঙ্কা।
বাংলা খবর/ খবর/খেলা/
চোটের কারণে বাইরে সঞ্জু, ফিট অর্শদীপ, দ্বিতীয় ম্যাচে কেমন হতে পারে ভারতের সম্ভাব্য একাদশ
Next Article
advertisement
October Horoscope 2025: রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল অক্টোবর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement