অভিষেকে উইকেট নিয়ে নজর কাড়লেন বাংলার শাহবাজ, ভারতের টার্গেট ২৭৯

Last Updated:

ভারত বনাম দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় একদিনের ম্য়াচ। টস জিতে প্রথমে ব্য়াট করে ২৭৮ রান করল প্রোটিয়ারা। অভিষেক ম্য়াচে উইকেট নিলেন শাহবাজ আহমেদ।

অভিষেক ম্য়াচেই উইকেট নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে শুরুটা স্মরণীয় করে রাখলেন বাংলার স্পিনার-অলরাউন্ডার শাহবাজ আহমেদ। ১০ ওভারে ৫৪ রান দিয়ে এক উইকেট নিলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে শাহবাজ আহমেদের প্রথম শিকার হলেন দক্ষিণ আফ্রিকার ওপেনার জানেমাল মালান। সঙ্গে ফিল্ডিং করার সময় প্রোটিয়াদের সেট ব্য়াটসম্য়ান রেজা হেন্ডরিকসের ক্য়াচও ধরলেন শাহবাজ আহমেদ।
দ্বিতীয় একদিনের ম্য়াচে টস জিতে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৭৮ রান করে। দলের হয়ে সর্বোচ্চ ৭৯ রান করেন আইডেন মার্করাম। এছাড়া ৭৪ রানের ইনিংস খেলেন রেজা হেন্ডরিকস। নিজের মেয়ে বিয়োগের খবর পেয়েও মাঠে ৩৫ রানের ঝকঝকে অপরাজিত ইনিংস খেললেন ডেভিড মিলার। এছাড়া ৩০ রান করেন হেনরিক ক্লাসেন ও ২৫ রান করেন জানেমান মালান।
advertisement
বল হাতে শুরুটা ভালোই করেছিল ভারতীয় বোলাররা। ৪০ রানের মধ্য়ে ২ উইকেট খুইয়ে ফেলেছিল প্রোটিয়ারা। এরপর রেজা হেন্ডরিকস ও আইডেন মার্করাম মিলে দুরন্ত শতরানের পার্টনারশিপ করে দলকে শক্ত ভিতের উপর দাঁড় করায়। এরপর আর বড় কোনও পার্টনারশিপ না হলেও মার্করাম ও ক্লাসেন, মিলার ও পার্নেল মিলে ছোট ছোট পার্টনারশিপ করে। ডেথ ওভারে ভালো বোলিং করে প্রোটিয়াদের ২৭৮ রানে বেধে রাখে ভারত।
advertisement
advertisement
ভারতের হয়ে এদিন অনবদ্য় বোলিং করেন মহম্মদ সিরাজ। সর্বোচ্চ ৩টি উইকেট নেন তিনি। সবথেকে কন রানও খরচ করেন সিরাজ। ১০ ওভারে ৩৮ রান দেন তিনি। এছাড়া একটি করে উইকেট নেন ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
অভিষেকে উইকেট নিয়ে নজর কাড়লেন বাংলার শাহবাজ, ভারতের টার্গেট ২৭৯
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement