Ind vs SA: সঞ্জুর সুপার ইনিংস, ছক্কার ফুলঝুরি পুড়িয়ে ধামাকা শতরান, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের লড়াকু স্কোর

Last Updated:

Ind vs SA: ২০ ওভারে ভারত করল ৮ উইকেট খুইয়ে ২০২ রান৷ 

সঞ্জু স্যামসনের শতরান Photo- AP
সঞ্জু স্যামসনের শতরান Photo- AP
ডারবান: Ind vs SA: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচ ডারবানে৷ সঞ্জু স্যামসনের ধামাকা শতরানের ইনিংসে ভর দিয়ে ভারত পৌঁছল একটা ভদ্রস্থ স্কোরে পৌঁছে গেল৷ এদিন ২০ ওভারে ভারত করল ৮ উইকেট খুইয়ে ২০২ রান৷ এদিনের টি টোয়েন্টি সেঞ্চুরি করে তিনি প্রথম ভারতীয় হিসেবে ব্যাক টু ব্যাক শতরানের নজির গড়লেন৷ এর আগে বাংলাদেশের বিরুদ্ধেও শতরান করেছিলেন সঞ্জু স্যামসন৷
তবে সঞ্জু ও সূর্যকুমার জুটি এবং সঞ্জু ও তিলক ভর্মার জুটি যখন ব্যাট করছিল তখন মনে হচ্ছিল স্কোরটা ২৫০ -র কাছাকাছিও পৌঁছে যেতে পারে, ঠিক সেই সময়েই প্রোটিয়া বোলিং প্রথমে সূর্যের উইকেট তোলার পর তিলক ভর্মা ও সঞ্জু স্যামসনকে পরপর তুলে নেন৷
advertisement
advertisement
এদিন সঞ্জু স্যামসন মাত্র ৫০ বলে ১০৭ রানের ম্যামথ ব্যাটিং করেন৷ এদিন তাঁর ইনিংস সাজানো ৭ টি চার ও ১০ টি ছক্কা দিয়ে৷ তবে মিডল অর্ডার সেভাবে সঙ্গত দিতে পারল না৷ ফ্লপ তারকা হার্দিক পান্ডিয়া, ব্যাটে কোনও ঝিঙ্কু পারফরম্যান্স দিতে পারলেন না কেকেআরের রিঙ্কু সিংও৷
এদিন হার্দিক পান্ডিয়া ২ এবং রিঙ্কু সিং ১১ রান করে প্যাভিলিয়নে ফিরে যান৷ বল হাত দক্ষিণ আফ্রিকার হয়ে সফলতম বোলার জেরাল্ড কোয়েৎজি তিনি ৩ উইকেট নেন৷
advertisement
সূর্য কুমার যাদবের নেতৃত্বে ভারতীয় দল খেলবে টি টোয়েন্টি সিরিজ৷ প্রথম ম্যাচে টসে জিতেছে দক্ষিণ আফ্রিকা৷ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন প্রোটিয়া অধিনায়ক অ্যাডিয়ান মার্করম৷
ভারতের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ার পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলতে প্রস্তুত ভারতীয় দল।  ৮ নভেম্বর ডারবানে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে ভারতীয় দল। এই টি-টোয়েন্টি ম্যাচে, ভারতীয় দলকে একেবারে অন্য রূপে দেখা যাবে৷ এই ম্যাচে ফের নিজেদের ফর্মে ফিরে নিউজিল্যান্ডের কাছে হারের যন্ত্রণা কমানোর চেষ্টা করবে সূর্যকুমার যাদবের দল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে ভারতীয় দুই খেলোয়াড় তাঁদের টি-টোয়েন্টি আন্তর্জাতিক কেরিয়ার শুরু করতে পারেন।
advertisement
ভারতীয় প্লেয়িং ইলেভেন
সঞ্জু স্যামসন (Sanju Samson (wk)),  অভিষেক শর্মা (Abhishek Sharma), সূর্যকুমার যাদব (Suryakumar Yadav (capt)), তিলক ভর্মা (Tilak Varma), হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)  রিঙ্কু সিং (Rinku Singh), অক্ষর প্যাটেল (Axar Patel), অর্শদীপ সিং (Arshdeep Singh), রবি বিষ্ণোই (Ravi Bishnoi),  আভেশ খান (Avesh Khan) , বরুণ চক্রবর্তী  (Varun Chakravarthy)
advertisement
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Ind vs SA: সঞ্জুর সুপার ইনিংস, ছক্কার ফুলঝুরি পুড়িয়ে ধামাকা শতরান, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের লড়াকু স্কোর
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement