Viral Ind Vs SA: মাত্র ১১ সেকেন্ডে পাঁচ পাঁচটি শিকার চাহার-আর্শদীপদের, আগুনে ভারতীয় বোলিং-এর সামনে তাসের ঘরের মত ভেঙে পড়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Viral Ind Vs SA: প্রথম ম্যাচেই দুরন্ত জয় রোহিতদের
#তিরুবনন্তপূরম: ভারত ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের টি ২০ সিরিজের প্রথম ম্যাচ তিরুবনন্তপূরমে ৷ টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা ৷ রোহিতের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেছেন বোলাররা ৷ মাত্র ১১ সেকেন্ডের মধ্যে পাঁচ ব্যাটসম্যানকে প্যাভেলিয়ন মুখো করে ছেড়েছেন ভারতীয় বোলাররা ৷ বিসিসিআইয়ের পক্ষ থেকে একটি ভিডিও শেয়ার করা হয়েছে ৷
5 wickets summed up in 11 seconds. Watch it here Don’t miss the LIVE coverage of the #INDvSA match on @StarSportsIndia pic.twitter.com/jYeogZoqfD
— BCCI (@BCCI) September 28, 2022
advertisement
যা এই মুহূর্তে ভাইরাল ৷ শুরুতে দীপক চাহারের দুর্দান্ত বোলিং-এ দক্ষিণ আফ্রিকার অধিনায়ককে ইনস্যুইঙ্গারে বোল্ড করেন ৷ এরপরেই ইনিংসের দ্বিতীয় ওভারে বাঁহাতি পেসার আর্শদীপ সিং এক ওভারে দক্ষিণ আফ্রিকার পাঁচ উইকেট নিয়ে হাড়ে কাঁপুনি ধরিয়েছিলেন দক্ষিণ আফ্রিকানদের ৷ তিনি ডেভিড মালির, ডিকক, রাইলি রুসোর উইকেট তুলে নেন ৷ ডেভিট মিলারের মত ব্যাটম্যানকে বোল্ড করে দক্ষিণ আফ্রিকাকে রীতিমত চাপে ফেলে দিয়েছেন ৷
advertisement
আরও পড়ুন: সূর্য - রাহুল জুটিতে খালাস দক্ষিণ আফ্রিকা! সহজ জয় দিয়ে সিরিজ শুরু ভারতের
তবে এখানেই থেমে নেই ভারতীয় বোলিং অ্যাটাক ৷ দীপক চাহার তৃতীয় ওভারে ক্রমেই ভয়ঙ্কর হয়ে ওঠা অ্যাডন মারক্রমকে আউট করেন ৷ এই ভাবেই মাত্র ১১ সেকেন্ডে দক্ষিণ আফ্রিকার ৫ উইকেট আউট করেন ভারতীয় বোলাররা ৷ মাত্র ৩৫ রানে দক্ষিণ আফ্রিকার আর্ধেক টিম আউট হয়ে যায় ৷ ভারতের সামনে জয়ের জন্য লক্ষ্যমাত্রা রেখেছে ১০৭ রান ৷ রোহিত শর্মা আর্শদীপের হাতে দ্বিতীয় ওভারে বলল তুলে দেন ৷
advertisement
আরও পড়ুন: বড় বিপদ কাটিয়ে উঠলেন মহম্মদ শামি, ছবি পোস্ট করে দিলেন নির্বাচকদের বার্তা!
সেটাই ম্যাচের অন্যতম বড় সিদ্ধান্ত বলে মনে করেন বিশেষজ্ঞরা কেননা এক ওভারে তিন উইকেট নিয়ে রীতিমত দক্ষিণ আফ্রিকাকে ব্যাকফুটে ফেলে দেন ৷ ইন স্যুংইঙ্গারে ক্লিন বোল্ড হন মিলার, সেটাই আর্শদীপের হ্যাট্রিক উইকেট ছিল ৷ ফলে সিরিজের প্রথম ম্যাচে অতি সহজেই জয় পায় ভারত ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 28, 2022 11:18 PM IST