IND vs PAK: কবে শুধরাবে? ভারতকে লাগাতার আক্রমণ পাকিস্তানের, এশিয়া ও বিশ্বকাপ নিয়ে একের পর এক তোপ
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs PAK: এশিয়া কাপের আয়োজনেক দায়িত্ব হাতছাড়া হওয়ার সম্ভাবনা থেকে ভারতের মাটিতে একদিনের বিশ্বকাপ খেলতে আসা, এই দুই বিষয়ে ভারতের বিরুদ্ধে একের পর এক তোপ দাগছে পাকিস্তান। পিসিবি চেয়ারম্যান নাজম শেঠি থেকে শুরু করে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, সকলেই ক্ষোভ উগরে দিচ্ছে ভারতের বিরুদ্ধে।
এশিয়া কাপের আয়োজনেক দায়িত্ব হাতছাড়া হওয়ার সম্ভাবনা থেকে ভারতের মাটিতে একদিনের বিশ্বকাপ খেলতে আসা, এই দুই বিষয়ে ভারতের বিরুদ্ধে একের পর এক তোপ দাগছে পাকিস্তান। পিসিবি চেয়ারম্যান নাজম শেঠি থেকে শুরু করে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, সকলেই ক্ষোভ উগরে দিচ্ছে ভারতের বিরুদ্ধে। এশিয়া কাপ পাকিস্তানের মাটিতে যে ভারতীয় দল খেলতে যাবে না তা আগেই সাফ জানিয়ে দিয়েছিল পাকিস্তান। যা নিয়ে ঠান্ডা লড়াই চলছিল। তারউপর চলতি বছরে ভারতের মাটিতে আয়োজিত হতে চলা একদিনের বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচ আহমেদাবাদে হওয়ার সম্ভাবনার কথা জানতে পেরেই ‘তেলে-বেগুনে জ্বলে উঠেছে’ পাকিস্তান।
এশিয়া কাপের আয়োজনের দায়িত্ব কোনওভাবেই হাতছাড়া করতে রাজি নয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। প্রয়োজনে তারা ভারতের ম্যাচগুলি নিরেপক্ষ ভেন্যুতে করাতে রাজি। তবে এশিয়া কাপ শ্রীলঙ্কা বা সংযুক্ত আমিরশাহিতে পুরোপুরি সরিয়ে নিয়ে যাওয়া নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি বলেই জানিয়েছেন পিসিবি চেয়ারম্যান নাজম শেঠি। এছাড়া ভারতকে আক্রমণ করে তিনি বলেছেন, “ভারতের ব্রিজ, ভলিবল, কবাডি দল পাকিস্তানে এসে খেলে গিয়েছে। তা হলে ক্রিকেট দলের পাকিস্তানে এসে খেলতে কী সমস্যা? আমার মনে হয় ভারতের মাটিতে বা পাকিস্তানের মাটিতে আমাদের কাছে হেরে যাওয়ার ভয় রয়েছে ওদের মনে। তাই জন্যেই আসতে চাইছে না।”
advertisement
এছাড়া ভারত এশিয়া কাপের ম্যাচ নিরেপক্ষ ভেন্যুতে খেলতে রাজি হলে পাকিস্তানও একদিনের বিশ্বকাপের ম্যাচ নিরেক্ষ ভেন্যুতে খেলার দাবির স্বপক্ষে কথা বলেছেন নাজম শেঠি। তবে আহমেদাবাদে যে পাকিস্তান কোনওভাবেই খেলতে রাজি নয়, সেই কথা সাফ জানিয়ে দিয়েছেন পিসিবি চেয়ারম্যান। বলেছেন, ‘‘বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচ আমদাবাদে হবে শুনে মনে মনে হেসেছি। একতরফা ভাবে দাবি করছে কী করে! আমরা তো ভারতের মাটিতে খেলব না। চেন্নাই বা কলকাতা বলা হলেও একটা কথা ছিল। ভারতে কোনও শহরে যদি আমাদের নিরাপত্তা নিয়ে সমস্যা হতে পারে, তা হলে সেটা আমদাবাদ। তাই এ নিয়ে যত কম কথা বলা যায় ততই ভাল।’’
advertisement
advertisement
পাকিস্তানের প্রাক্তন পেসার জুনেইদ খানও ভারতীয় দল পাকিস্তানের মাটিতে খেলতে না যাওয়া নিয়ে আক্রমণ শানিয়েছেন। “ওরা কি ভিন্গ্রহের দেশ যে এলে অসুবিধা হবে?” সেই প্রশ্নও তুলেছেন প্রাক্তন পাক পেসার। বিষয়টি আইসিসির হস্তক্ষেপ করা উচিৎ বলেও দাবি জানিয়েছেন জুনেইদ খান। বলেছেন, “পাকিস্তানের অবস্থা এখন যথেষ্ট ভাল। অন্য দল আসছে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউ জ়িল্যান্ড এসে খেলেছে। কোনও সুরক্ষার বিঘ্ন ঘটেনি। ভারতের তাহলে কিসের অসুবিধা। এটার কারণ কী? ওরা কি ভিন্গ্রহের দেশ যে এলে অসুবিধা হবে?”
advertisement
পাকিস্তানের তরফ থেকে যতই আক্রমণ আসুক না কেন ভারতীয় ক্রিকেট বোর্ড বা টিম ইন্ডিয়ার কোনও প্লেয়ারই এই বিষয়ে কোনওরকম মুখ খুলতে নারাজ। বিষয়টি সম্পূর্ণ বিসিসিআই দেখভাল করছে ও পাকিস্তানে খেলতে না যাওয়াটা রাজনৈতিক বিষয়। তাই বিতর্কিত বিষয় নিয়ে কোনও প্রতিক্রিয়া নেই ভারতীয় দলের। তবে পাকিস্তানের মাটিতে খেলতে না যাওয়া নিয়ে নিজেদের অবস্থান থেকে এক চুলও সরতে নারাজ বিসিসিআই। আর তাতেই লম্ফঝম্প করছে পাকিস্তান।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 13, 2023 7:36 PM IST