শেষবার কলকাতায় এসেছিলেন ওয়ান্টেড ছবির প্রচারে। মাঝে কেটে গিয়েছে ১৩ বছর। ফের শহরে সকলের প্রিয় ভাইজান সলমান খান। প্রিয় সুপার স্টারকে দেখার উত্তেজনা ও উন্মাদনায় ফুটছে ফ্যানেরা।
2/ 6
ইস্টবেঙ্গল মাঠে বিশেষ কনসার্টে যোগ দেবেন সলমন খান। শুধু সলমন নয় অনুষ্ঠানে থাকছেন সোনাক্ষী সিন্হা, জ্যাকলিন ফার্নান্ডেজ়, প্রভু দেবার মত তারকারা। গান গাইবেন গুরু রণধওয়া।
3/ 6
ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকেও বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে সলমন খানকে স্বাগত জানানো ও সম্নান জানানোর জন্য। ভাইজানের আতিথিয়তায় কোন খামতি রাখছে না শতাব্দী প্রাচীন ক্লাব।
4/ 6
অনুষ্ঠানে সলমনকে চিরাচরিত প্রথা মেনে লাল-হলুদ উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হবে ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে। বিশেষ স্মারক হিসেবে তুলে দেওয়া হবে শতবর্ষ উপলক্ষ্যে তৈরি বিশেষ মুদ্রা।
5/ 6
সলমন খানকে সম্মান জানাতে ও একেবারে আপন করে নিতে ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে ভাইজানকে দেওয়া হচ্ছে আজীবন সদস্য পদ। এছাড়া সলমনের প্রিয় ২৭ নম্বর লাল-হলুদ জার্সি দেওয়া হবে।
6/ 6
ক্লাবের তরফ থেকে সলমন খানকে এমনভাবে সম্মান ও ভালোবাসা জানানোর উদ্যোগে খুশি লাল-হলুদ ফ্যানেরা। ইস্টবেঙ্গলের ক্লাবের সদস্য পদ পাওয়ার পর ফ্যানেরা বলতেু পারেন,'আমাগো ভাইজান'।
ইস্টবেঙ্গল মাঠে বিশেষ কনসার্টে যোগ দেবেন সলমন খান। শুধু সলমন নয় অনুষ্ঠানে থাকছেন সোনাক্ষী সিন্হা, জ্যাকলিন ফার্নান্ডেজ়, প্রভু দেবার মত তারকারা। গান গাইবেন গুরু রণধওয়া।
ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকেও বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে সলমন খানকে স্বাগত জানানো ও সম্নান জানানোর জন্য। ভাইজানের আতিথিয়তায় কোন খামতি রাখছে না শতাব্দী প্রাচীন ক্লাব।
অনুষ্ঠানে সলমনকে চিরাচরিত প্রথা মেনে লাল-হলুদ উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হবে ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে। বিশেষ স্মারক হিসেবে তুলে দেওয়া হবে শতবর্ষ উপলক্ষ্যে তৈরি বিশেষ মুদ্রা।
সলমন খানকে সম্মান জানাতে ও একেবারে আপন করে নিতে ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে ভাইজানকে দেওয়া হচ্ছে আজীবন সদস্য পদ। এছাড়া সলমনের প্রিয় ২৭ নম্বর লাল-হলুদ জার্সি দেওয়া হবে।
ক্লাবের তরফ থেকে সলমন খানকে এমনভাবে সম্মান ও ভালোবাসা জানানোর উদ্যোগে খুশি লাল-হলুদ ফ্যানেরা। ইস্টবেঙ্গলের ক্লাবের সদস্য পদ পাওয়ার পর ফ্যানেরা বলতেু পারেন,'আমাগো ভাইজান'।