Ind vs Pak: এ কী করলেন কামরান আকমল, গোটা ক্রিকেট দুনিয়ায় ছিঃ ছিঃ, অর্শদীপকে নিয়ে এরকম নক্কারজনক মন্তব্য
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Ind vs Pak: এত কদর্য কথা বলতে পারলেন, পাকিস্তানি ক্রিকেটাররা এতটাই ঘৃণা ছড়িয়ে দেন আজও!
কলকাতা: দু’দিন আগে T20 বিশ্বকাপে যখন ভারত দল পাকিস্তানকে হারিয়েছিল, তখন পাক ফ্যানদের মন ভেঙে যায়। পাকিস্তানি ভক্তদের পাশাপাশি প্রাক্তন ক্রিকেটাররাও ফের নামেন কুকথার লড়াইতে। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার কামরান আকমলও দলের হার নিয়ে মেজাজ হারিয়েছেন। এর পাশাপাশি তিনি ভারতীয় পেসার অর্শদীপ সিংকে নিয়ে জাতি বিদ্বেষমূলক মন্তব্য করেছেন।
আকমল শুধু অর্শদীপকে নিয়ে মজাই করেননি, শিখ ধর্ম নিয়েও আপত্তিকর মন্তব্য করেছেন। আকমলের এই মন্তব্য তিরস্কার করেন হরভজন সিং। এরপর প্রকাশ্যে ক্ষমা চাইতে হয় আকমলকে।
I deeply regret my recent comments and sincerely apologize to @harbhajan_singh and the Sikh community. My words were inappropriate and disrespectful. I have the utmost respect for Sikhs all over the world and never intended to hurt anyone. I am truly sorry. #Respect #Apology
— Kamran Akmal (@KamiAkmal23) June 10, 2024
advertisement
advertisement
কামরান আকমল ভারত-পাক ম্যাচ চলাকালীন এআরওয়াই নিউজে আরশদীপ সিংকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন। ভারত-পাকিস্তান ম্যাচে শেষ ওভার বল করেছিলেন আরশদীপ। এই ওভারে পাকিস্তানকে ১৮ রান করতে হয়েছিল, কিন্তু আরশদীপ সিং তাদের মাত্র ১১ রান করতে দেন। এভাবে ৮ রানে জিতল ভারত।
advertisement
ভারত বনাম পাকিস্তান ম্যাচ চলাকালীন আকমলকে এআরওয়াই নিউজে সাক্ষাৎকারে বলতে দেখা যায়, ‘দেখুন, অর্শদীপ সিংকে শেষ ওভার করতে হবে। তাঁর ছন্দ দেখা যায় না। কিন্তু যে কোনও কিছু হতে পারে… রাত ১২টা বাজে।’ একথা বলার পর আকমল হাসতে থাকে। এরপর অনুষ্ঠানের উপস্থাপক বলেছেন যে শেষ ওভারে ১৬-১৭ রান যথেষ্ট হতে পারে। এতে আকমল হেসে বলেন, ‘১২টার পর কোনো শিখকে ওভার দেওয়া উচিত নয়…’ দেখে নিন সেই ভিডিও
advertisement
Lakh di laanat tere Kamraan Akhmal.. You should know the history of sikhs before u open ur filthy mouth. We Sikhs saved ur mothers and sisters when they were abducted by invaders, the time invariably was 12 o’clock . Shame on you guys.. Have some Gratitude @KamiAkmal23 😡😡🤬 https://t.co/5gim7hOb6f
— Harbhajan Turbanator (@harbhajan_singh) June 10, 2024
advertisement
হরভজন সিং আকমলের সমালোচনা করেছেন এবং সোশ্যাল মিডিয়াতেও প্রতিক্রিয়া জানিয়েছেন। হরভজনের জবাবের পর কামরানা আকমলও ক্ষমা চেয়েছেন।
X.com-এ হরভজন সিং লিখেছেন, ‘ধিক্কার দাও কামরান আকমল.. তোমার নোংরা জিভ খোলার আগে শিখদের ইতিহাস জানা উচিত। আমরা শিখেরা তোমাদের মা-বোনদের যখন হানাদারদের হাতে অপহরণ করেছিল, তখন সময় ছিল রাত ১২টা। একটু লজ্জা কর।’
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 11, 2024 1:21 PM IST