পাঁচ বছর পর আবার ভারত-পাকিস্তান! কবে, কোথায় ম্যাচ, জেনে নিন এখনই

Last Updated:

Ind vs pak in saaf cup: পাঁচ বছর পর আবার ভারত-পাকিস্তান মহাম্যাচ। কবে? জেনে নিন।

এবার বিশ্বকাপে ভারতে না আসার হুমকি পাকিস্তান ক্রিকেট বোর্ডের
এবার বিশ্বকাপে ভারতে না আসার হুমকি পাকিস্তান ক্রিকেট বোর্ডের
কলকাতা: SAFF Championship  2023-এর আনুষ্ঠানিক ড্র ঘোষণা করা হয়েছে। ‘এ’ গ্রুপে ভারত, পাকিস্তান, নেপাল ও কুয়েত রয়েছে। টুর্নামেন্টে খেলতে ভারতে আসবে পাকিস্তানের ফুটবল দল। বি গ্রুপে রয়েছে লেবানন, মালদ্বীপ, ভুটান ও বাংলাদেশ।
এই টুর্নামেন্ট বেঙ্গালুরুতে ২১ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত হবে। সাফ চ্যাম্পিয়নশিপে পাঁচ বছরের মধ্যে প্রথমবার পাকিস্তানের মুখোমুখি হবে ভারত।
আরও পড়ুন- সুপারস্টার রজনীকান্তের বাড়িতে স্বামীজি, শ্রীরামকৃষ্ণের ছবি! অবাক কেকেআর তারকা
দুটি দলের শেষবার ২০১৮ সালে চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে দেখা হয়েছিল। সেবার ভারতীয় ফুটবল দল ৩-১ গোলে জিতেছিল। তবে সেবার ভারতীয় দল ফাইনালে মালদ্বীপের কাছে হেরে গিয়েছিল।
advertisement
advertisement
গ্রুপ পর্বের ম্যাচগুলি রাউন্ড রবিন ফরম্যাটে হবে। প্রতিটি দল পরস্পরের বিরুদ্ধে একবার করে খেলবে। এখনও পর্যন্ত আটবার ভারতীয় দল সাফ কাপ জিতেছে। চারবার রানার্স। ফলে টুর্নামেন্টে ভারতীয় দলকে অন্যতম সফল দল হিসেবে বলাই যায়।
আরও পড়ুন- শেষ ম্যাচে লখনউকে হারালে প্লে অফে কেকেআর! জানুন কীভাবে হবে নাইটদের স্বপ্নপূরণ
২১ জুন সন্ধে ৭.৩০ থেকে সাফ কাপে ভারত-পাকিস্তান ম্যাচ হবে। এর পর ভারতীয় দল খেলবে নেপাল (২৪ জুন) এবং কুয়েতের (২৭ জুন) বিরুদ্ধে। প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধে সাড়ে সাতটা থেকে।
বাংলা খবর/ খবর/খেলা/
পাঁচ বছর পর আবার ভারত-পাকিস্তান! কবে, কোথায় ম্যাচ, জেনে নিন এখনই
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement