সুপারস্টার রজনীকান্তের বাড়িতে স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণের ছবি! অবাক কেকেআর তারকা!

Last Updated:
Varun chakravarty meets Rajinikanth: স্বামীজি, রামকৃষ্ণের দেখানো পথে রজনীকান্ত! একটা ছবি চমকে দিল গোটা দেশকে।
1/6
২০১২ সালের পর ফের চেন্নাইয়ের ঘরের মাঠে সিএসকে-কে হারিয়েছে কেকেআর। এত বড় রেকর্ড করার পর কেকেআরের দুই তারকা ভেঙ্কটেশ আইয়ার ও বরুণ চক্রবর্তী গেলেন থালাইভার সঙ্গে দেখা করতে।
২০১২ সালের পর ফের চেন্নাইয়ের ঘরের মাঠে সিএসকে-কে হারিয়েছে কেকেআর। এত বড় রেকর্ড করার পর কেকেআরের দুই তারকা ভেঙ্কটেশ আইয়ার ও বরুণ চক্রবর্তী গেলেন থালাইভার সঙ্গে দেখা করতে।
advertisement
2/6
যে কোনও পরিস্থিতিতে মনের উপর নিয়ন্ত্রণ রাখাটা জরুরি। এদিন এমনই পরামর্শ ভেঙ্কটেশ ও বরুণকে দিয়েছেন থালাইভা।
যে কোনও পরিস্থিতিতে মনের উপর নিয়ন্ত্রণ রাখাটা জরুরি। এদিন এমনই পরামর্শ ভেঙ্কটেশ ও বরুণকে দিয়েছেন থালাইভা।
advertisement
3/6
কেকেআরের স্পিনার বরুণ চক্রবর্তী নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে লিখেছেন, অনেক তারার দেখা পাওয়া যায়। তবে থালাইভার মতো তারকার দেখা রোজ রোজ পাওয়া যায় না।
কেকেআরের স্পিনার বরুণ চক্রবর্তী নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে লিখেছেন, অনেক তারার দেখা পাওয়া যায়। তবে থালাইভার মতো তারকার দেখা রোজ রোজ পাওয়া যায় না।
advertisement
4/6
ভেঙ্কটেশ আইয়ার জানান, জীবনে ফোকাস কীভাবে ধরে রাখা যায় সেই ব্যাপারেও থালাইভার থেকে পরামর্শ পেয়েছেন তাঁরা।
ভেঙ্কটেশ আইয়ার জানান, জীবনে ফোকাস কীভাবে ধরে রাখা যায় সেই ব্যাপারেও থালাইভার থেকে পরামর্শ পেয়েছেন তাঁরা।
advertisement
5/6
কেকেআরের দুই তারকার সঙ্গে ছবি তুললেন সুপারস্টার রজনীকান্ত। তবে সব থেকে বেশি চোখ টানল তাঁর বাড়িতে থাকা দুটি ছবি।
কেকেআরের দুই তারকার সঙ্গে ছবি তুললেন সুপারস্টার রজনীকান্ত। তবে সব থেকে বেশি চোখ টানল তাঁর বাড়িতে থাকা দুটি ছবি।
advertisement
6/6
রজনীকান্তের বসার ঘরে বহু দেব-দেবতার ছবি। সেখানে দুটি দেওয়ালে শোভা পেয়েছে স্বামী বিবেকানন্দ ও রামকৃষ্ণের ছবি। সেই ছবি দুটিই চোখ টেনেছে নেটিজেনদের।
রজনীকান্তের বসার ঘরে বহু দেব-দেবতার ছবি। সেখানে দুটি দেওয়ালে শোভা পেয়েছে স্বামী বিবেকানন্দ ও রামকৃষ্ণের ছবি। সেই ছবি দুটিই চোখ টেনেছে নেটিজেনদের।
advertisement
advertisement
advertisement