#কলকাতা: পাকিস্তান ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর ২০১৯ বিশ্বকাপে একেবারে ফ্লপ শো করেছিল৷ এরপর তাদের সামনে ফের আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের (ICC T20 World Cup 2021) মঞ্চ৷ সেখানে ভারত বনাম পাকিস্তান (Ind vs Pak) ম্যাচ দিয়ে শুরু হবে তাদের অভিযান৷ তার আগেই চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের ফ্যানরা উত্তাপ বাড়াচ্ছেন৷ এই অবস্থায় ইতিমধ্যেই এক পাকিস্তানি ফ্যানের মজার ভিডিও দুরন্ত গতিতে ভাইরাল (Viral Video) হয়ে গেছে৷
বিশ্বকাপে সরফরাজ আহমেদের নেতৃত্বাধীন দলের নিরাশ পারফরম্যান্সের পর তাঁদের সমর্থক গ্রিন আর্মি নিরাশ হয়ে গেছে৷ সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানি ফ্যানদের ভিডিও ভাইরাল (Viral Video) হচ্ছে৷ টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচ রবিবার৷ তার আগে ব্রিটিশ পাকিস্তানি ফ্যান মোমিন সাকিব ২০১৯ বিশ্বকাপ থেকে নিজের মজার আন্দাজে ভিডিও করেন৷
আরও পড়ুন - Hollywood Gossip: Bold ছবি বিক্রিতে কোটি কোটি আয়, Adult Model পছন্দের পুরুষ নিয়ে সব বললেন খুল্লমখুল্লা
ম্যানচেস্টারে ২০১৯ বিশ্বকাপে বিরাট কোহলি নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া ১৯৯২ সালে বিশ্বকাপে পাকিস্তানকে ৮৯ রানে (ডার্কওয়ার্থ লুইস নিয়ম)হারিয়ে দেয়৷ সাকিব সরফরাজের নেতৃত্বাধীনের দলকে তীক্ষ্ন সমালোচনা করেছেন৷ সাকিবের বিখ্যাত ডায়লগ মারো মুঝে মারো নিয়ে ইন্টারনেটে ধামাল মাচিয়ে দিয়েছে৷ টি টোয়েন্টি বিশ্বকাপে (ICC T20 World Cup 2021) ফের লম্বা সময় বাদে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ভারত ও পাকিস্তান (Ind vs Pak) মুখোমুখি হচ্ছে৷
View this post on Instagram
View this post on Instagram
পাকিস্তানের বিশ্বকাপ অভিযানের আগে মোমিন সাকিব ইনস্টাগ্রামে নানা ভিডিও শেয়ার করেন৷ এই ভিডিওতে সাকিব, বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান দলকে মনে করে দিয়েছেন ২০১৯ বিশ্বকাপের হারের বিষয়ে৷ এই ভিডিও এখন ভাইরাল হয়ে গেছে৷ ফ্যানরা জমিয়ে সেখানেই কমেন্ট করেছেন৷
Nailed it @mominsaqib and @Bilalbinsaqib .@azharjavaiduk very good interview. pic.twitter.com/VCVlUMdFpB
— Ibrahim Tariq Shafi (@IbrahimTShafi) June 16, 2019
সাকিবের মনে করিয়েছেন কীভাবে ভারত বনাম পাকিস্তানের ম্যাচের আগের সন্ধ্যাতে তারা কিভাবে বার্গার ও পিৎজা খেতে ব্যস্ত ছিলেন৷ পাকিস্তান ২০১৯ এ মেগা ইভেন্টে অর্থাৎ বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিল৷ ভারত ২০১৯ বিশ্বকাপে রাউন্ড রবিনে নিজের প্রভাব বজায় রেখেছিল৷ কিন্তু সেমিফাইনালে ভারত ইংল্যান্ডের কাছে হেরে গিয়েছিল৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: ICC T20 World Cup, IND vs PAK, T20 World Cup