IND vs NZ: ভারতীয় দলে বড় ধাক্কা, ওপেনারের কব্জিতে চোট, সিরিজ থেকে ছিটকে গেলেন নাকি

Last Updated:

৩-০ ক্লিন স্যুইপ করার পর ভারত এখন টি টোয়েন্টি সিরিজ খেলবে৷ এই সিরিজের ঠিক আগে ভারতের জন্য একটি খারাপ খবর এসেছে৷

 Ind vs NZ :  ruturaj gaikwad wrist injury
Ind vs NZ : ruturaj gaikwad wrist injury
#মুম্বই: ভারতীয় ক্রিকেট দল নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে দারুণ পারফরম্যান্স করেছে। সিরিজ একেবারে ক্লিন সুইপ করেছে টিম ইন্ডিয়া। ৩-০ ক্লিন স্যুইপ করার পর ভারত এখন টি টোয়েন্টি সিরিজ খেলবে৷ এই সিরিজের ঠিক আগে ভারতের জন্য একটি খারাপ খবর এসেছে৷ ভারতের ওপেনার কব্জির চোটের কারণে সিরিজ থেকে ছিটকে যেতে পারেন৷
মঙ্গলবার ভারত বনাম নিউজিল্যান্ডের শেষ একদিনের ম্যাচে ভারত দারুণ জয় পেয়েছে৷ কিন্তু এই জয়ের খবরের কিছুক্ষণ বাদেই ওপেনার রতুরাজ গায়কোয়াড়ের চোটের খবর সামনে এসেছে৷ গত বছর শ্রীলঙ্কার বিরুদ্ধে হওয়া সিরিজের আগে তিনি চোটের কারণে ছিটকে গিয়েছিলেন৷ বিজয় হাজারে ট্রফিতে ভাল পারফরম্যান্সের সুবাদে নির্বাচকরা তাঁকে দলে বেছেছিলেন৷ কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে তাঁর খেলা নিয়ে প্রশ্ন রয়েছে৷ এই সিরিজের দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া এবং সহ অধিনায়ক সূর্যকুমার যাদব৷ ওপেনার হিসেবে শুভমান গিল, ইশান কিষাণ. পৃথ্বী শ৷
advertisement
advertisement
InsideSport -র সঙ্গে সাক্ষাৎকারে বিবিসিআই আধিকারিক জানিয়েছেন, ‘‘হ্যাঁ ঋতুরাজ কব্জিতে চোটের কারণে এনসিএ তে আছেন৷ এখনও আমরা জানি না চোটটা কতটা গভীর৷ কিন্তু এখন সিরিজে খুব বেশি নেই৷ ফলে সিরিজে ফিরে আসা মুশকিল৷ তাঁকে স্ক্যান করা হবে, একবার রিপোর্ট এলে তখনই এই বিষয়ে কোনও কথা বলতে পারব৷ আমাদের হাতে এখন দলের ৪-৫ ওপেনার রয়েছে৷ এখন নির্বাচকদের ওপর ওঁর জায়গায় কার নাম দেবেন৷’’
advertisement
ভারতীয় দল নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের খেলা ২৭ জানুয়ারি রাঁচিতে খেলা হবে৷ দ্বিতীয় ম্যাচ ২৯ জানুয়ারি লখনউতে খেলা হবে৷ শেষ টি টোয়েন্টি ম্যাচ ১ ফেব্রুয়ারি আহমেদাবাদে খেলা হবে৷
advertisement
হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), সূর্যকুমার যাদব (সহ অধিনায়ক), ইশান কিষাণ (উইকেটকিপার), শুভমান গিল, রতুরাজ গায়কোয়াড় (এনসিএতে গেছেন), দীপক হুডা, রাহুল ত্রিপাঠী, জিতেশ শর্মা (উইকেট কিপার), ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, অর্শদীপ সিং, উমরান মালিক, শিভম মাভি, পৃথ্বী শ, মুকেশ কুমার৷
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs NZ: ভারতীয় দলে বড় ধাক্কা, ওপেনারের কব্জিতে চোট, সিরিজ থেকে ছিটকে গেলেন নাকি
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement