Bollywood Gossip: একটা ভুল বলিউডে সম্মান একেবার ধুলোয় সুন্দরী বঙ্গললনার, রাজ পরিবারের মেয়ে হয়েও বিয়ের আগে প্রেগন্যান্ট
- Published by:Debalina Datta
Last Updated:
দিদা সুচিত্রা সেন, মা মুনমুন সেনের অপূর্ব সৌন্দর্য্যের অধিকারী রিয়া সেনকে নিয়ে অবশ্য বলিউড মহলে গসিপ প্রচুর৷
#: রিয়া সেন পশ্চিমবঙ্গের কলকাতার অভিনেত্রী৷ তিনি একদিকে সুচিত্রা সেনের নাতনি তেমনিই আবার বাবার দিক থেকে ত্রিপুরা রাজ পরিবারের মেয়ে৷ দিদা সুচিত্রা সেন, মা মুনমুন সেনের অপূর্ব সৌন্দর্য্যের অধিকারী রিয়া সেনকে নিয়ে অবশ্য বলিউড মহলে গসিপ প্রচুর৷ তিনি অভিনেত্রী যেমন দারুণ তেমনিই তাঁর হট অবতার নিয়ে ফ্যানরা একেবারে আপ্লুত হয়ে থাকেন৷
advertisement
advertisement
advertisement
কিন্তু, তার ব্যক্তিগত জীবনের বিভিন্ন বিতর্কিত গসিপ তাঁর উজ্জ্বল কেরিয়ারকে বড় ক্ষতি করেছিল৷ রিয়া সেন তাঁর কেরিয়ারের প্রথম দিকে অক্ষয় খান্নার সঙ্গে ডেটিং করছিলেন। তাদের সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি এবং এর পরে জন আব্রাহাম প্রথম দর্শনেই তার প্রেমে পড়ে যান। এমন কথাও ছড়িয়েছিল তাঁদের বিয়ে পর্যন্ত হবে, কিন্তু শেষ পর্যন্ত সেখান থেকেও খালি হাতেই ফিরতে হয় তাঁকে৷
advertisement
রিপোর্ট অনুসারে, জনের সাথে ব্রেকআপের কিছু সময় পরে, আমিশা প্যাটেলের ভাই অস্মিত প্যাটেল রিয়ার জীবনে প্রবেশ করেন এবং পরে তাদের দুজনের একটি এমএমএসও ফাঁস হয়। এরপর অভিনেত্রীর কেরিয়ারে বড় ধাক্কা লাগে। সেই ৯০-সেকেন্ডের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় তীব্র আলোড়ন তৈরি করে। তবে এই ভিডিওটিকে ভুয়ো বলে দাবি করেন রিয়া।
advertisement
advertisement
advertisement