Rohit Sharma Century: ফিরলেন হিটম্যান, ৩ বছরের অপেক্ষার অবসান, ঝকঝকে শতরান রোহিতের

Last Updated:

রোহিত শর্মার এদিনের শতরানে দীর্ঘদিনের শতরান খরা কাটল ৷ রোহিতের সঙ্গে এদিন যোগ্য সঙ্গত দেন শুভমান গিল৷

IND vs NZ: Rohit Sharma is back- Photo Courtesy- BCCI/Twitter
IND vs NZ: Rohit Sharma is back- Photo Courtesy- BCCI/Twitter
#ইনদওর: রোহিত শর্মা  যাঁর নামের পাশে  ২৯টি  সেঞ্চুরি ছিল একদিনের ক্রিকেটে, তিনি এদিন নিজের ৩০ তম শতরান লিখে ফেললেন ৷ হিটম্যান ফর্মে ফিরছেন এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছিল ভারত বনাম নিউজিল্যান্ড সিরিজেই আর সেই তথ্যেই সিল করে দিলেন হিটম্যান৷ তিন বছরের সেঞ্চুরি খরা কাটিয়ে শতরান লিখে ফেললেন নিজের নামের পাশে৷ ১৯ জানুয়ারি ২০২০-র পর ২০২৩ -র ২৪ জানুয়ারি ফের শতরান করলেন রোহিত শর্মা৷
ভারত বনাম নিউজিল্যান্ডের তৃতীয় ম্যাচে মঙ্গলবার ৮৫ বলে ১০১ রান করেন রোহিত শর্মা৷ এদিনের হিটম্যানের ইনিংস সাজানো ৯ টি চার ও ৬ টি ছয় দিয়ে৷ ইনদওরে এই কৃতিত্ব করে দেখালেন রোহিত৷ এদিন প্রথম উইকেট পার্টনারশিপে ২০০ রান ওঠে৷ ওপেনার রোহিতের পাশাপাশি ভারত বনাম নিউজিল্যান্ডের তৃতীয় একদিনের ম্যাচে অন্য ওপেনার শুভমান গিলও সেঞ্চুরি করে নেন৷
advertisement
advertisement
ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে তিন ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে সেঞ্চুরি করলেন রোহিত শর্মা। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় দলের ওপেনিং জুটি দারুণ ব্যাটিং করে। রোহিত তাঁর আক্রমণাত্মকভাবে ফিরে আসার ইঙ্গিত আগেই দিয়েছিলেন দ্বিতীয় একদিনের ম্যাচে৷ সেই ম্যাচে সাতটি চার ও দুটি ছক্কার সাহায্যে ৫০ বলে ৫১ রান করেছিলেন৷
advertisement
ভারতীয় অধিনায়কের দ্রুত ফায়ার ইনিংসটি ভক্ত এবং অনুগামীদের একেবারে দারুণ প্রশংসিত হয়েছিল৷ দ্বিতীয় একদিনের ম্যাচে রোহিত শর্মার প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন৷
রোহিত যখন এভাবে খেলে, তখন আকাশ চোপড়া বলেছিলেন মনে হয় রো সুপারহিট শর্মা, মুম্বাই চা রাজা, বাজা রাহা হ্যায় বাজা, "৷ সেই ফর্মের ধারা অব্যহত রেখেই এদিনও শতরান করে ফেললেন রোহিত শর্মা৷
advertisement
এদিনের শতরানে দীর্ঘদিনের শতরান খরা কাটল ৷ রোহিতের সঙ্গে এদিন যোগ্য সঙ্গত দেন শুভমান গিল৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Rohit Sharma Century: ফিরলেন হিটম্যান, ৩ বছরের অপেক্ষার অবসান, ঝকঝকে শতরান রোহিতের
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement