IND vs NZ: জিও মহম্মদ শামি, সুযোগ পেয়েই আগুন ঝরালেন, নিউজিল্যান্ডের ইনিংসে ২৭৩তেই ফুলস্টপ

Last Updated:

IND vs NZ: মাত্র ২৭৩ রানেই প্যাকআপ কিউয়ি ইনিংস৷ ভারতের জয়ের টার্গেট হয় ২৭৪৷ 

মহম্মদ শামির পাঁচ উইকেট নিউজিল্যান্ডের বিরুদ্ধে - Photo- AP
মহম্মদ শামির পাঁচ উইকেট নিউজিল্যান্ডের বিরুদ্ধে - Photo- AP
ধরমশালা: নিউজিল্যান্ড রবিবার ধরমশালাতে রানের পাহাড়ে চড়ে থাকবে এমনটা ভাবছিলেন অনেক ক্রিকেটবোদ্ধা৷ কিন্তু তখনও বোঝা যায়নি মহম্মদ শামি বিশ্বকাপে বেঞ্চে বসে কতটা আগুন নিজের ভিতরে জমিয়ে রেখেছেন৷ এদিন টসে জিতে ভারত নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠায়৷
এদিন শুরুতেই পরপর দুটি উইকেট নিয়ে নিউজিল্যান্ডকে ধাক্কা দেয় ভারতীয় দল৷ ডেভিড কনওয়েকে তুলে নেন মহম্মদ সিরাজ৷ তিনি শূন্য রানেই প্যাভিলিয়নে ফিরে যান৷ নিজের প্রথম ওভার বল করতে এসেই উইকেট পান মহম্মদ শামি৷ হার্দিক পান্ডিয়া ও শার্দুল ঠাকুর প্রথম একাদশে সুযোগ না পাওয়ায় শামি এদিন প্লেয়িং ইলেভেনের কম্পোজিশনে ঢুকে পড়েন৷ এটা জাস্ট ট্রেলর ছিল৷ তখনও বুঝতে পারেননি ভারতীয় ফ্যানরা৷
advertisement
advertisement
advertisement
এরপর ড্যারেল মিচেলের শতরান হুড়মুড়িয়ে এগিয়ে নিয়ে যাচ্ছিল নিউজিল্যান্ডের স্কোরবোর্ড৷ রাচিন রবিন্দ্রার সঙ্গে জুটি বেঁধে দলের স্কোর পৌঁছে যায় ১৭৮ রানে৷ ১৯ রানে দু উইকেট খোয়ানো দল তৃতীয় উইকেট হারায় এই সময়ে৷ রবিন্দ্রা ৮৭ বলে ৭৫ রান করে আউট হন৷ এই সময়ে মনে হচ্ছিল ৫০ ওভারে ৩০০-র ওপর স্কোর পার করে দেবে কিউয়িরা৷
advertisement
কিন্তু মহম্মদ শামির এদিনের প্ল্যানিং একেবারে অন্যরকম ছিল৷ ৫০ ওভারে ১০ উইকেটে ২৭৩ রান করে৷ ১৩০ রান করে জাঁকিয়ে বসা মিচেলের উইকেট তুলে নেন মহম্মদ শামি৷ এছাড়াও টেল এন্ডকে ছেঁটে ফেলতে খুব বেশি কাঠখড় পোহাতে হয়নি বঙ্গ পেসারকে।
advertisement
ফলে মাত্র ২৭৩ রানেই প্যাকআপ কিউয়ি ইনিংস৷ ভারতের জয়ের টার্গেট হয় ২৭৪৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs NZ: জিও মহম্মদ শামি, সুযোগ পেয়েই আগুন ঝরালেন, নিউজিল্যান্ডের ইনিংসে ২৭৩তেই ফুলস্টপ
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement