IND vs NZ: জিও মহম্মদ শামি, সুযোগ পেয়েই আগুন ঝরালেন, নিউজিল্যান্ডের ইনিংসে ২৭৩তেই ফুলস্টপ
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
IND vs NZ: মাত্র ২৭৩ রানেই প্যাকআপ কিউয়ি ইনিংস৷ ভারতের জয়ের টার্গেট হয় ২৭৪৷
ধরমশালা: নিউজিল্যান্ড রবিবার ধরমশালাতে রানের পাহাড়ে চড়ে থাকবে এমনটা ভাবছিলেন অনেক ক্রিকেটবোদ্ধা৷ কিন্তু তখনও বোঝা যায়নি মহম্মদ শামি বিশ্বকাপে বেঞ্চে বসে কতটা আগুন নিজের ভিতরে জমিয়ে রেখেছেন৷ এদিন টসে জিতে ভারত নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠায়৷
এদিন শুরুতেই পরপর দুটি উইকেট নিয়ে নিউজিল্যান্ডকে ধাক্কা দেয় ভারতীয় দল৷ ডেভিড কনওয়েকে তুলে নেন মহম্মদ সিরাজ৷ তিনি শূন্য রানেই প্যাভিলিয়নে ফিরে যান৷ নিজের প্রথম ওভার বল করতে এসেই উইকেট পান মহম্মদ শামি৷ হার্দিক পান্ডিয়া ও শার্দুল ঠাকুর প্রথম একাদশে সুযোগ না পাওয়ায় শামি এদিন প্লেয়িং ইলেভেনের কম্পোজিশনে ঢুকে পড়েন৷ এটা জাস্ট ট্রেলর ছিল৷ তখনও বুঝতে পারেননি ভারতীয় ফ্যানরা৷
advertisement
Innings Break!
5⃣ wickets for Mohd. Shami
2⃣ wickets for Kuldeep Yadav
1⃣ wicket each for Mohd. Siraj & Jasprit BumrahTarget 🎯 for #TeamIndia – 274
Scorecard ▶️ https://t.co/Ua4oDBM9rn #CWC23 | #MenInBlue | #INDvNZ pic.twitter.com/EBVAEgTVbV
— BCCI (@BCCI) October 22, 2023
advertisement
advertisement
এরপর ড্যারেল মিচেলের শতরান হুড়মুড়িয়ে এগিয়ে নিয়ে যাচ্ছিল নিউজিল্যান্ডের স্কোরবোর্ড৷ রাচিন রবিন্দ্রার সঙ্গে জুটি বেঁধে দলের স্কোর পৌঁছে যায় ১৭৮ রানে৷ ১৯ রানে দু উইকেট খোয়ানো দল তৃতীয় উইকেট হারায় এই সময়ে৷ রবিন্দ্রা ৮৭ বলে ৭৫ রান করে আউট হন৷ এই সময়ে মনে হচ্ছিল ৫০ ওভারে ৩০০-র ওপর স্কোর পার করে দেবে কিউয়িরা৷
advertisement
আরও পড়ুন – Cyclone Alert: বঙ্গোপসাগর-আরব সাগর দুই সাগরেই তোলপাড়, সাইক্লোন তৈরি হচ্ছে, বড় তোলপাড়ের ইঙ্গিত
কিন্তু মহম্মদ শামির এদিনের প্ল্যানিং একেবারে অন্যরকম ছিল৷ ৫০ ওভারে ১০ উইকেটে ২৭৩ রান করে৷ ১৩০ রান করে জাঁকিয়ে বসা মিচেলের উইকেট তুলে নেন মহম্মদ শামি৷ এছাড়াও টেল এন্ডকে ছেঁটে ফেলতে খুব বেশি কাঠখড় পোহাতে হয়নি বঙ্গ পেসারকে।
advertisement
ফলে মাত্র ২৭৩ রানেই প্যাকআপ কিউয়ি ইনিংস৷ ভারতের জয়ের টার্গেট হয় ২৭৪৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 22, 2023 6:59 PM IST