Cyclone Alert: বঙ্গোপসাগর-আরব সাগর দুই সাগরেই তোলপাড়, সাইক্লোন তৈরি হচ্ছে, বড় তোলপাড়ের ইঙ্গিত

Last Updated:
Cyclone Alert: বেসরকারি আবহাওয়া সংস্থা 'স্কাইমেট' ওয়েদার আপডেট পরিষেবা অনুযায়ি  জানিয়েছে, সিস্টেমটি ২৪ অক্টোবরের মধ্যে একটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা দিয়েছে৷
1/11
: বাংলায় দুর্গাপুজোর উৎসব আর দেশ জুড়ে নবরাত্রির আনন্দ জোয়ার এরই মধ্যে আবহাওয়া দফতরের সতর্কতা৷ একইসঙ্গে দুই সাগরেই ঘনাচ্ছে ঘূর্ণিঝড়৷ আবহাওয়াবিদরা  আরব সাগর এবং বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণিঝড় তৈরির ওয়েদার আপডেট দিয়েছেন৷
: বাংলায় দুর্গাপুজোর উৎসব আর দেশ জুড়ে নবরাত্রির আনন্দ জোয়ার এরই মধ্যে আবহাওয়া দফতরের সতর্কতা৷ একইসঙ্গে দুই সাগরেই ঘনাচ্ছে ঘূর্ণিঝড়৷ আবহাওয়াবিদরা  আরব সাগর এবং বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণিঝড় তৈরির ওয়েদার আপডেট দিয়েছেন৷
advertisement
2/11
এর আগে ২০১৮ সালে  একইসঙ্গে আরব সাগর এবং বঙ্গোপসাগরে বিরল ঘটনা ঘটেছিল৷ আরবসাগরে ইতিমধ্যেই ঘূর্ণিঝড় বা সাইক্লোন 'তেজ' আরব সাগরে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে, অন্যদিকে ঘূর্ণিঝড় 'হামুন'  'বঙ্গোপসাগরে তৈরির পর্যায়ে রয়েছে৷
এর আগে ২০১৮ সালে  একইসঙ্গে আরব সাগর এবং বঙ্গোপসাগরে বিরল ঘটনা ঘটেছিল৷ আরবসাগরে ইতিমধ্যেই ঘূর্ণিঝড় বা সাইক্লোন 'তেজ' আরব সাগরে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে, অন্যদিকে ঘূর্ণিঝড় 'হামুন'  'বঙ্গোপসাগরে তৈরির পর্যায়ে রয়েছে৷
advertisement
3/11
দক্ষিণ-পশ্চিম আরব সাগরে অতি শক্তিশালী সাইক্লোন ‘তেজ’  ক্রমশও ক্ষমতা বাড়াচ্ছে৷  রবিবার ২২ অক্টোবর বিকেলেই নিজের শক্তি তুমুল বাড়িয়ে অতি শক্তিশালী সাইক্লোনে পরিণত হয়েছে।
দক্ষিণ-পশ্চিম আরব সাগরে অতি শক্তিশালী সাইক্লোন ‘তেজ’  ক্রমশও ক্ষমতা বাড়াচ্ছে৷  রবিবার ২২ অক্টোবর বিকেলেই নিজের শক্তি তুমুল বাড়িয়ে অতি শক্তিশালী সাইক্লোনে পরিণত হয়েছে।
advertisement
4/11
যদিও এটি  ভারতের পশ্চিম উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা নেই৷ আইএমডি-র ওয়েদার আপডেট অনুয়ায়ি ওমানের দক্ষিণ উপকূল এবং সংলগ্ন ইয়েমেনের দিকে অগ্রসর হবে, ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) অনুসারে।
যদিও এটি  ভারতের পশ্চিম উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা নেই৷ আইএমডি-র ওয়েদার আপডেট অনুয়ায়ি ওমানের দক্ষিণ উপকূল এবং সংলগ্ন ইয়েমেনের দিকে অগ্রসর হবে, ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) অনুসারে।
advertisement
5/11
একইসঙ্গে সাইক্লোন হামুন বঙ্গোসাগরে তৈরি হওয়ার পর  পশ্চিমী ঝঞ্ঝায় প্রতিহত হওয়ার আগেই  অন্ধ্র উপকূলের কাছাকাছি চলে আসবে এমনটাই আশঙ্কা করছে আবহাওয়া দফতর৷
একইসঙ্গে সাইক্লোন হামুন বঙ্গোসাগরে তৈরি হওয়ার পর  পশ্চিমী ঝঞ্ঝায় প্রতিহত হওয়ার আগেই  অন্ধ্র উপকূলের কাছাকাছি চলে আসবে এমনটাই আশঙ্কা করছে আবহাওয়া দফতর৷
advertisement
6/11
শুক্রবার আইএমডি অমরাবতীর পক্ষ থেকে ওয়েদার অ্যালার্টে জানানো হয়েছে  দক্ষিণ-পশ্চিম এবং তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চলের তৈরি হওয়ার কথা জানিয়েছে।
শুক্রবার আইএমডি অমরাবতীর পক্ষ থেকে ওয়েদার অ্যালার্টে জানানো হয়েছে  দক্ষিণ-পশ্চিম এবং তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চলের তৈরি হওয়ার কথা জানিয়েছে।
advertisement
7/11
এতে বলা হয়েছে যে নিম্নচাপটি ২৩ অক্টোবর পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।  যদি এই সাইক্লোনটি তৈরি হয় তাহলে এর নাম হবে হামুন।
এতে বলা হয়েছে যে নিম্নচাপটি ২৩ অক্টোবর পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।  যদি এই সাইক্লোনটি তৈরি হয় তাহলে এর নাম হবে হামুন।
advertisement
8/11
বেসরকারি আবহাওয়া সংস্থা 'স্কাইমেট' ওয়েদার আপডেট পরিষেবা অনুযায়ি  জানিয়েছে, সিস্টেমটি ২৪ অক্টোবরের মধ্যে একটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা দিয়েছে৷
বেসরকারি আবহাওয়া সংস্থা 'স্কাইমেট' ওয়েদার আপডেট পরিষেবা অনুযায়ি  জানিয়েছে, সিস্টেমটি ২৪ অক্টোবরের মধ্যে একটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা দিয়েছে৷
advertisement
9/11
এই দুই সাইক্লোন আবহাওয়ার উপর কোনও উল্লেখযোগ্য প্রভাব ফেলবে না৷ বঙ্গোপসাগরে তৈরি হতে চলা এই সাইক্লোনের জেরে চেন্নাই এবং তামিলনাড়ুর উপকূলীয় অঞ্চলে আবহাওয়ার সামান্য পরিবর্তন হবে৷ তবে এটি সেখান থেকে সরে যাবে৷  তবে, বেসরকারি আবহাওয়া সংস্থাটির ওয়েদার আপডেট অনুযায়ি  কেরল এবং তামিলনাড়ুর অভ্যন্তরীণ অংশে সন্ধ্যার দিকে বজ্র-বিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টি  হতে পারে৷
এই দুই সাইক্লোন আবহাওয়ার উপর কোনও উল্লেখযোগ্য প্রভাব ফেলবে না৷ বঙ্গোপসাগরে তৈরি হতে চলা এই সাইক্লোনের জেরে চেন্নাই এবং তামিলনাড়ুর উপকূলীয় অঞ্চলে আবহাওয়ার সামান্য পরিবর্তন হবে৷ তবে এটি সেখান থেকে সরে যাবে৷  তবে, বেসরকারি আবহাওয়া সংস্থাটির ওয়েদার আপডেট অনুযায়ি  কেরল এবং তামিলনাড়ুর অভ্যন্তরীণ অংশে সন্ধ্যার দিকে বজ্র-বিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টি  হতে পারে৷
advertisement
10/11
 যদি সাইক্লোন তেজ এবং হামুন আকার ধারণ করে, তবে তারা   একে অপরের দিক থেকে যথেষ্ট  দূরে থাকবে৷ সেটি প্রায় ২৫০০ কিলোমিটার দূরে থাকবে৷
 যদি সাইক্লোন তেজ এবং হামুন আকার ধারণ করে, তবে তারা   একে অপরের দিক থেকে যথেষ্ট  দূরে থাকবে৷ সেটি প্রায় ২৫০০ কিলোমিটার দূরে থাকবে৷
advertisement
11/11
তবে আদৌ এই দ্বিতীয় সাইক্লোনটি তৈরি হবে কিনা তা নিয়ে সন্দেহের অবকাশ রয়েছে৷  স্কাইমেটও সেটি নিজেদের ওয়েদার আপডেটে সেই সম্ভাবনার কথাও উল্লেখ করেছে৷
তবে আদৌ এই দ্বিতীয় সাইক্লোনটি তৈরি হবে কিনা তা নিয়ে সন্দেহের অবকাশ রয়েছে৷  স্কাইমেটও সেটি নিজেদের ওয়েদার আপডেটে সেই সম্ভাবনার কথাও উল্লেখ করেছে৷
advertisement
advertisement
advertisement