IND vs NZ: কানপুরে অধিনায়ক রাহানে, কোহলি খেলবেন দ্বিতীয় টেস্টে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের দল ঘোষণা ভারতের

Last Updated:

India’s squad for Tests against New Zealand announced: ২৫ নভেম্বর থেকে শুরু প্রথম টেস্ট। কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে হবে সেই ম্যাচ। দ্বিতীয় টেস্ট মুম্বইয়ে।

Photo Credit: AP
Photo Credit: AP
মুম্বই: টি টোয়েন্টি বিশ্বকাপ শেষ ৷ এবার টিম ইন্ডিয়ার ফোকাস পুরোটাই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে আসন্ন সিরিজে (India vs New Zealand) ৷ শুক্রবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করা হল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নদের বিরুদ্ধে রোহিত শর্মাকে বিশ্রাম দেওয়া হয়েছে ৷ প্রথম টেস্টে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন অজিঙ্কা রাহানে ৷ দ্বিতীয় টেস্টে খেলবেন বিরাট কোহলি ৷ সহ অধিনায়ক নির্বাচিত হয়েছেন চেতেশ্বর পূজারা (India’s squad for Tests against New Zealand announced) ৷
নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতীয় দলে সেভাবে কোনও চমক নেই ৷ দ্বিতীয় উইকেটকিপার হিসেবে দলে এসেছেন শ্রীকর ভরত ৷ কারণ বিশ্রাম দেওয়া হয়েছে ঋষভ পন্থকে ৷ দুই টেস্টেই কিপারের ভূমিকায় ঋদ্ধিমান সাহাকেই দেখতে পাওয়ার কথা ৷ দ্বিতীয় কিপার হিসেবে স্কোয়াডে এসেছেন ভরত ৷ রোহিতকে দুই টেস্টেই বিশ্রাম দেওয়ার পাশাপাশি কোহলি দ্বিতীয় টেস্টে খেলবেন, এ কথা এদিন জানান জয় শাহ ৷ অর্থাৎ শুধুমাত্র প্রথম টেস্টেই অধিনায়কের ভূমিকায় দেখা যাবে রাহানেকে ৷
advertisement
advertisement
টেস্ট সিরিজে খেলছেন না জসপ্রীত বুমরাহ এবং মহম্মদ শামিও ৷ চার পেসার রয়েছেন দলে ৷ তাঁরা হলেন, ইশান্ত শর্মা, প্রসিদ্ধ কৃষ্ণা, মহম্মদ সিরাজ এবং উমেশ যাদব ৷ স্কোয়াডে রয়েছেন চার স্পিনার- রবীচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল এবং জয়ন্ত যাদব ৷
advertisement
advertisement
আগামী ২৫ নভেম্বর থেকে শুরু প্রথম টেস্ট। কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে হবে সেই ম্যাচ। দ্বিতীয় টেস্ট মুম্বইয়ে। ৩ ডিসেম্বর থেকে শুরু ওয়াংখেড়েতে টেস্ট ৷
India’s Test squad: Ajinkya Rahane (Captain), KL Rahul, Mayank Agarwal, Cheteshwar Pujara (vice-captain), Shubman Gill, Shreyas Iyer, Wriddhiman Saha (wicket-keeper), KS Bharat (wicket-keeper), Ravindra Jadeja, R. Ashwin, Axar Patel, Jayant Yadav, Ishant Sharma, Umesh Yadav, Md. Siraj, Prasidh Krishna
advertisement
Virat Kohli will join the squad for the second Test and will lead the team.
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs NZ: কানপুরে অধিনায়ক রাহানে, কোহলি খেলবেন দ্বিতীয় টেস্টে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের দল ঘোষণা ভারতের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement