ভারতের মাটিতে ভারতের বিরুদ্ধে ড্যারিল মিচেল গড়লেন এমন বিশ্বরেকর্ড, যা কোনও বিদেশী ব্যাটার পারেনি
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs NZ 3rd ODI: নিউ জিল্যান্ডের ব্যাটার ড্যারিল মিচেল ভারতের বিপক্ষে এক অনন্য কীর্তি গড়ে ক্রিকেট ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখিয়েছেন।
নিউ জিল্যান্ডের ব্যাটার ড্যারিল মিচেল ভারতের বিপক্ষে এক অনন্য কীর্তি গড়ে ক্রিকেট ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখিয়েছেন। রবিবার, ১৮ জানুয়ারি ভারতের মাটিতে ভারতের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে টানা পাঁচটি ৫০ বা তার বেশি রানের ইনিংস খেলা বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে রেকর্ড গড়েন তিনি। এই অসাধারণ পারফরম্যান্সে আন্তর্জাতিক ক্রিকেটে তার ধারাবাহিকতা আবারও প্রমাণিত হয়েছে।
হ্যামিলটনের ৩৪ বছর বয়সী ডানহাতি এই ব্যাটার বর্তমানে আইসিসি ওডিআই ব্যাটারদের র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছেন। চলমান তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে ইনদওরের হোলকার স্টেডিয়ামে নিউজিল্যান্ডের হয়ে চার নম্বরে ব্যাট করতে নামেন মিচেল। চাপের মুখেও দায়িত্বশীল ব্যাটিং করে তিনি দলকে স্থিতিশীলতা এনে দেন।
কুলদীপ যাদবের করা নিউজিল্যান্ড ইনিংসের ২১তম ওভারের শেষ বলে একটি চার হাঁকিয়ে নিজের অর্ধশতরান পূর্ণ করেন মিচেল। এই ইনিংসে ৫০ রান করতে তার লেগেছে মাত্র ৫৬ বল। তার ব্যাটিংয়ে ছিল ধৈর্য, নিয়ন্ত্রণ এবং প্রয়োজন অনুযায়ী আক্রমণাত্মক মানসিকতা, যা ভারতের শক্তিশালী বোলিং আক্রমণের বিপক্ষে বিশেষভাবে নজর কাড়ে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ সৌরভের সেঞ্চুরি, পাকিস্তানকে হারিয়ে বিশ্বরেকর্ড, ১৮ জানুয়ারি ভারতীয় ক্রিকেটের ঐতিহাসিক দিন
ভারতের বিপক্ষে ওয়ানডেতে নিউজিল্যান্ডের ব্যাটারদের মধ্যে টানা ৫০+ রানের ইনিংসের তালিকায় মিচেল এখন শীর্ষে। এর আগে কেন উইলিয়ামসন ২০১৪ সালে টানা পাঁচটি ৫০+ ইনিংস খেলেছিলেন, তবে সেটি ছিল ভারতের বাইরে। মিচেলের এই কীর্তি নিউজিল্যান্ড ক্রিকেটের জন্য গর্বের এবং ভবিষ্যতের জন্য বড় অনুপ্রেরণা হয়ে থাকবে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 18, 2026 4:01 PM IST











