Ind vs Ire: হকিতে আয়ারল্যান্ডকে হারিয়ে অলিম্পিক্স পুল বি পয়েন্ট টেবলে এক নম্বরে ভারত, বেলজিয়াম, অস্ট্রেলিয়াকে টেক্কা
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Paris Olympics 2024: কোয়ার্টার ফাইনালের হাতছানি ভারতের সামনে
প্যারিস: ভারতীয় হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিংয়ের জোড়া গোলে ভারতীয় দল ফের জয়ে ফিরল৷ মঙ্গলবার প্যারিস অলিম্পিক্সে পুল বি-র ম্যাচে ভারত জিতল আয়ারল্যান্ডের বিরুদ্ধে৷ ইয়েভেস দু মানিওর স্টেডিয়ামে এদিন ভারত দাপটের সঙ্গে খেলে ম্যাচ পকেটে পুড়ে নেয়৷
পাশাপাশি এই মুহূর্তে নিজেদের পুলে পয়েন্ট টেবলের এক নম্বর জায়গাটি পেল ভারত, আয়ারল্যান্ডের বিরুদ্ধে জয়ের পরে৷

advertisement
প্যারিস অলিম্পিক্সে ১২ টি দল এবারের হকিতে খেলছে৷ দুটি পুলে তাদের ভাগ করা রয়েছে৷ দুই পুল থেকে চারটি করে দল কোয়ার্টার ফাইনালের টিকিট পাবে৷ ভারতের পুলটিও খুবই কঠিন। এই গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা, নিউজিল্যান্ড এবং আয়ারল্যান্ড।
advertisement
—- Polls module would be displayed here —-
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ভারচ ৩-২ জিতেছিল, শনিবার ছিল সেই ম্যাচ৷ এরপর সোমবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি ম্যাচে ড্র করে ভারত৷ প্রতিপক্ষ ছিল আর্জেন্টিনা৷ শেষ মুহূর্তের গোলে হার এড়ায় টিম ইন্ডিয়া৷ এদিকে মঙ্গলবার ২-০ গোলে জিতল আয়ারল্যান্ডের বিরুদ্ধে৷ ভারতের কোয়ার্টার ফাইনালে পৌঁছনোর রাস্তায় দুটি মেগা ম্যাচ হবে অস্ট্রেলিয়া ও বেলজিয়ামের বিরুদ্ধে৷
advertisement
এই মুহূর্তে নিজেদের পুলে তিন নম্বর স্থানে রয়েছে৷ পুল বিতে এক নম্বর ও দু নম্বরে রয়েছে বেলজিয়াম ও অস্ট্রেলিয়া৷ এই মুহূর্তে নিজেদের পুলে অপরাজিত থাকা ভারতের কোয়ার্টার ফাইনালে পৌঁছনো প্রায় নিশ্চিত৷
টোকিও ২০২০ তে ভারত বহু বছরের খরা কাটিয়ে অলিম্পিক্সে হকিতে পদক পেয়েছিল৷ সেবার অবশ্য ব্রোঞ্জ ছিল৷ এবার ভারতীয় হকি দল মেডেলের রঙ বদলের বিষয়ে আশাবাদী৷ প্যারিস অলিম্পিক্সে পৌছনোর টিকিট হিসেবে এশিয়ান গেমস হকিতে ভারত সোনা জিতেছিল৷
advertisement
গতবারের ব্রোঞ্জ জয়ের অলিম্পিক্স অভিযান ৬ গোল করেছিলেন অধিনায়র হরমনপ্রীত সিং৷ এবারেও তিনি গোলের মধ্যে রয়েছেন৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 30, 2024 8:26 PM IST