Ind vs Ire: হকিতে আয়ারল্যান্ডকে হারিয়ে অলিম্পিক্স পুল বি পয়েন্ট টেবলে এক নম্বরে ভারত, বেলজিয়াম, অস্ট্রেলিয়াকে টেক্কা

Last Updated:

Paris Olympics 2024: কোয়ার্টার ফাইনালের হাতছানি ভারতের সামনে

ভারত নিজেদের পুল বি-তে এক নম্বরে Photo- AP
ভারত নিজেদের পুল বি-তে এক নম্বরে Photo- AP
প্যারিস:  ভারতীয় হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিংয়ের জোড়া গোলে ভারতীয় দল ফের জয়ে ফিরল৷ মঙ্গলবার প্যারিস অলিম্পিক্সে পুল বি-র ম্যাচে ভারত জিতল আয়ারল্যান্ডের বিরুদ্ধে৷ ইয়েভেস দু মানিওর  স্টেডিয়ামে এদিন ভারত দাপটের সঙ্গে খেলে ম্যাচ পকেটে পুড়ে নেয়৷
পাশাপাশি এই মুহূর্তে নিজেদের পুলে পয়েন্ট টেবলের এক নম্বর জায়গাটি পেল ভারত, আয়ারল্যান্ডের বিরুদ্ধে জয়ের পরে৷
পুল বিতে ১ নম্বরে ভারত- Photo Courtesy- Olympic.Com পুল বিতে ১ নম্বরে ভারত- Photo Courtesy- Olympic.Com
advertisement
প্যারিস অলিম্পিক্সে ১২ টি দল এবারের হকিতে খেলছে৷ দুটি পুলে তাদের ভাগ করা রয়েছে৷ দুই পুল থেকে চারটি করে দল কোয়ার্টার ফাইনালের টিকিট পাবে৷ ভারতের পুলটিও খুবই কঠিন। এই গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা, নিউজিল্যান্ড এবং আয়ারল্যান্ড।
advertisement
—- Polls module would be displayed here —-
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ভারচ ৩-২ জিতেছিল, শনিবার ছিল সেই ম্যাচ৷ এরপর সোমবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি ম্যাচে ড্র করে ভারত৷ প্রতিপক্ষ ছিল আর্জেন্টিনা৷ শেষ মুহূর্তের গোলে হার এড়ায় টিম ইন্ডিয়া৷ এদিকে মঙ্গলবার ২-০ গোলে জিতল আয়ারল্যান্ডের বিরুদ্ধে৷ ভারতের কোয়ার্টার ফাইনালে পৌঁছনোর রাস্তায় দুটি মেগা ম্যাচ হবে অস্ট্রেলিয়া ও বেলজিয়ামের বিরুদ্ধে৷
advertisement
এই মুহূর্তে নিজেদের পুলে তিন নম্বর স্থানে রয়েছে৷ পুল বিতে এক নম্বর ও দু নম্বরে রয়েছে বেলজিয়াম ও অস্ট্রেলিয়া৷ এই মুহূর্তে নিজেদের পুলে অপরাজিত থাকা ভারতের কোয়ার্টার ফাইনালে পৌঁছনো প্রায় নিশ্চিত৷
টোকিও ২০২০ তে ভারত বহু বছরের খরা কাটিয়ে অলিম্পিক্সে হকিতে পদক পেয়েছিল৷ সেবার অবশ্য ব্রোঞ্জ ছিল৷ এবার ভারতীয় হকি দল মেডেলের রঙ বদলের বিষয়ে আশাবাদী৷ প্যারিস অলিম্পিক্সে পৌছনোর টিকিট হিসেবে এশিয়ান গেমস হকিতে ভারত সোনা জিতেছিল৷
advertisement
গতবারের ব্রোঞ্জ জয়ের অলিম্পিক্স অভিযান ৬ গোল করেছিলেন অধিনায়র হরমনপ্রীত সিং৷ এবারেও তিনি গোলের মধ্যে রয়েছেন৷
বাংলা খবর/ খবর/খেলা/
Ind vs Ire: হকিতে আয়ারল্যান্ডকে হারিয়ে অলিম্পিক্স পুল বি পয়েন্ট টেবলে এক নম্বরে ভারত, বেলজিয়াম, অস্ট্রেলিয়াকে টেক্কা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement