IND vs ENG: ভারতীয় দলের সদস্যকে হোটেলে ঢুকতে বাধা পুলিশের! কী করেছেন তিনি? ভাইরাল ভিডিও

Last Updated:

IND vs ENG: ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ভারত বনাম ইংল্যান্ডের একদিনের সিরিজ। নাগপুরে হবে প্রথম ওডিআই। আর নাগপুরেই ঘটে গেল এক অবাক করা কান্ড। হোটেলে ঢোকার সময় ভারতীয় দলের সদস্যকে পুলিশের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ।

News18
News18
নাগপুর: ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ভারত বনাম ইংল্যান্ডের একদিনের সিরিজ। নাগপুরে হবে প্রথম ওডিআই। আর নাগপুরেই ঘটে গেল এক অবাক করা কান্ড। হোটেলে ঢোকার সময় ভারতীয় দলের সদস্যকে পুলিশের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ। যেই ভিডিও ইতিমধ্যেই নেট দুনিয়ায় হইচই ফেলে দিয়েছে। পুলিশের এমন কার্যকলাপে অবাক সকলেই।
হোটেলের বাইরে বাধা দেওয়া হয় টিম ইন্ডিয়ার কোচিং স্টাফের গুরুত্বপূর্ণ সদস্য থ্রো-ডাউন স্পেশালিস্ট রাঘবেন্দ্র দ্বিবেদী ওরফে রঘুকে। রাঘবেন্দ্র দ্বিবেদী ভারতের সবচেয়ে অভিজ্ঞ সাপোর্ট স্টাফ সদস্যদের মধ্যে একজন। যাকে ২০১১ সালে সচিন তেন্ডুলকর থ্রোডাউন স্পেশালিস্ট হিসেবে বেছে নিয়েছিলেন এবং তারপর থেকে স্কোয়াডের অন্যতম জনপ্রিয় সদস্য হয়ে উঠেছেন। সোমবার পুলিশ তাকে নাগপুরে টিম হোটেলে প্রবেশ করতে বাধা দেয়।
advertisement
একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় নাগপুরের র‍্যাডিসন ব্লু হোটেলের সামনে দুই পুলিশ অফিসার রাঘবেন্দ্র ওরফে ‘রঘু’ কে চিনতে পারেননি। তারা রঘুকে হোটেলে প্রবেশ করতে বাধা দেয়। তিনি বেআইনিভাবে হোটেলে প্রবেশ করছেন বলে মনে করেন। সেখানে উপস্থিত ফটোগ্রাফাররা চিৎকার করে বলেন, “আরে কোচ উনি। টিমের সঙ্গেই এসেছেন। বাস থেকেই নেমেছেন।” তারপর পুলিশ রঘুকে হোটেলের প্রবেশের অনুমতি দেয়। ঘটনার সময় হাসি মুখে দেখা যায় রঘুকে।
advertisement
advertisement
advertisement
প্রসঙ্গত, রঘু ভারতীয় কোচিং স্টাফদের মধ্যে গুরুত্বপূর্ণ অংশ। তাঁর বিশেষত্ব হল, ম্যাচের পরিস্থিতি অনুযায়ী পেসার ও স্পিনার যেমন বোলিং করতে পারেন ঠিক তেমনই পরিস্থিতি তৈরি করে ব্যাটারদের থ্রো-ডাউন করে ব্যাটিং অনুশীলন করানো। ভারতীয় ক্রিকেটারদের কাছে খুবই প্রিয় ব্যক্তি রঘু।
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs ENG: ভারতীয় দলের সদস্যকে হোটেলে ঢুকতে বাধা পুলিশের! কী করেছেন তিনি? ভাইরাল ভিডিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement