ছেলেখেলা করল ইংল্যান্ড! বিশ্বমানের ভারতীয় দলের বিশ্বকাপ থেকে ছুটি

Last Updated:

Ind vs Eng T20 World Cup 2022 Semifinal: রোহিতের ভারতকে হেলায় হারাল ইংল্যান্ড। লজ্জার হার টিম ইন্ডিয়ার।

#অ্যাডিলেড: বিশ্বমানের ভারতীয় ব্যাটিং লাইন। তবে সেই ব্যাটিং লাইন যে একা ম্যাচ জেতাতে পারে না, তা আবারও প্রমাণিত। টি২০ বিশ্বকাপের মতো মেগাম্যাচ জিততে হলে অলরাউন্ড পারফরম্যান্স দিতে হয়। সেটাই যেন এদিন চোখে আঙুল করে দিল ইংল্যান্ড।
ভারতীয় দলের ওপেনিং জুটি একটানা ফ্লপ। কে এল রাহুলের প্রথম একাদশে সুযোগ পাওয়া নিয়ে টানা প্রশ্ন উঠল। তবুও তিনি খেলে গেলেন। একটি ম্যাচেও ভারতীয় টিম ম্যানেজমেন্ট ওপেনিং জুটিতে পরীক্ষা নীরিক্ষা করার সাহস দেখাতে পারল না। এতটাই সাহসের অভাব! কেন বারবার কে এল রাহুলকে ব্যর্থ হওয়ার পরও খেলানো হল! তা নিয়ে প্রশ্ন কিন্তু রয়েই গেল।
advertisement
আরও পড়ুন- সেমি ফাইনালেও 'কিং' কোহলি, দলের প্রয়োজনে খেললেন বিরাট ইনিংস
ক্যাপ্টেন রোহিত শর্মা বড় মঞ্চে পারফর্ম করতে পারলেন না। নেদারল্যান্ডসের বিরুদ্ধে একমাত্র হাফ সেঞ্চুরি। তার বাইরে আর কোনও ম্যাচে তিনি বড় রান করতে পারলেন না। ভারতীয় দল গোটা টুর্নামেন্টে ওপেনিং জুটির থেকে রানের আশা করে গেল। কিন্তু সেই আশায় বারবার জল পড়ল, গোটা টুর্নামেন্ট জুড়ে।
advertisement
advertisement
ভরসার নাম বিরাট কোহলি। টি২০ বিশ্বকাপে তিনি যেন স্বপ্নের ফর্মে খেললেন। বারবার ওপেনিং জুটি ফ্লপ করার পর তিনিই ভরসার ইনিংস খেলে গেলেন। তাঁর মতো একজন বিশ্বমানের ব্যাটার দলে ছিলেন বলেই হয়তো ভারতীয় দল টি২০ বিশ্বকাপের সেমি পর্যন্ত খেলার সুযোগ পেয়েছিল।
৬ ওভারে ৩৮ রানে এক উইকেট।  ভারতীয় দল যেখানে পাওয়ার প্লে-র ৬ ওভার কাজে লাগাতে পারল না, সেখানে ইংল্যান্ড বাজি মেরে গেল। ৬ ওভারে জস বাটলার ও অ্যালেক্স হেলস সেখানে ৬৩ রান করে গেলেন। স্রেফ পাওয়ার প্লে-র গেমেই বাজি মেরে গেল ইংল্যান্ড।
advertisement
টি২০ বিশ্বকাপ থেকে ছুটি ভারতের। ইংল্যান্ডের কাছে এই দশ উইকেটের লজ্জাজনক হারের স্মৃতি ভারতীয় সমর্থকরা খুব শিগগির ভুলে যেতে চাইবেন। ভারতীয় দলের সামনে আবার শূন্য থেকে শুরু করার সুযোগ।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ছেলেখেলা করল ইংল্যান্ড! বিশ্বমানের ভারতীয় দলের বিশ্বকাপ থেকে ছুটি
Next Article
advertisement
Cyclone Montha Update: শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
  • শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়?

  • এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে কেমন পড়তে পারে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement