IND vs ENG: তৃতীয় টেস্ট শেষে সরফরাজকে নিয়ে বড় মন্তব্য করলেন রোহিত, যা আগে কখনও বলেননি
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs ENG: অভিষেক টেস্টে ২ ইনিংসেই অর্ধশতরান করে সুনীল গাভাস্করের নজির ছুঁয়েছেন সরফরাজ খান। ম্যাচ শেষে দলের নতুন সদস্যকে নিয়ে বড় মন্তব্য করলেন অধিনায়ক রোহিত শর্মা।
রাজকোট: তৃতীয় টেস্টে ৪৩৪ রানের ঐতিহাসিক জয় পেয়েছে টিম ইন্ডিয়া। যা ভারতের টেস্ট ক্রিকেটের ইতিহাসে রানের নিরিখে সবথেকে বড় জয়। তৃতীয় টেস্টে ভারতীয় দলে জয়ে যে ক্রিকেটাররা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে তাদের মধ্যে অন্যতম সরফরাজ খান। অভিষেক টেস্টে ২ ইনিংসেই অর্ধশতরান করে সুনীল গাভাস্করের নজির ছুঁয়েছেন সরফরাজ। ম্যাচ শেষে দলের নতুন সদস্যকে নিয়ে বড় মন্তব্য করলেন অধিনায়ক রোহিত শর্মা।
একটি ম্যাচে জোড়া ইনিংস দেখেই সরফরাজ খানের প্রশংসায় পঞ্চমুখ রোহিত শর্মা। ভারত অধিনায়ক বলেছেন, “সরফরাজকে আগে খেলতে দেখিনি। তবে সরফরাজের ব্যাটিংয়ের কথা মুম্বইয়ের কয়েকজন সতীর্থের কাছ থেকে শুনেছি। যাঁরা বলছিলেন, এই তরুণ ব্যাটসম্যান বড় ইনিংস খেলেন। সরফরাজের মতো ব্যাটসম্যানকে ফ্রি আউট রাখলে সে তার কাজ করে যাবে।”
এছাড়াও রোহিত বলেন,”আপনি যদি সরফরাজ খানকে কোনও কিছু না বলে নিজের মত খেলার জন্য ছেড়ে দেন, তাহলে তিনি তাঁর কাজ করে দেবে। অভিষেকের সময় যখন তার হাতে ক্যাপ তুলে দেওয়া হয়, তখন সে কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েছিল কিন্তু এরপর যখন ম্যাচ শুরু হয় তখন আমার কখনও ওঁকে নার্ভাস মনে হয়নি। এমন নির্ভয়ে ব্যাট করতে খুব কম জনকে দেখা যায়।”
advertisement
advertisement
রোহিত শর্মা আরও যোগ করেন,”গত কয়েক বছর ধরে ঘরোয়া ক্রিকেটে যেভাবে রান করছিলেন, তাতে মনে হচ্ছিল এই ক্রিকেটারের মধ্যে কিছু একটা আছে। মাঠে তার এনার্জি লেভেল ছিল দেখার মতো। ম্যাচে যে মানসিকতা দেখিয়েছে সরফরাজ তাতে আমি খুশি। মাঠে তার এনার্জি লেভেল ছিল দেখার মত। ওঁর মধ্যে রান করার খিদে রয়েছে।”
advertisement
প্রসঙ্গত, ২৬ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যান সরফরাজ খান রাজকোট টেস্টের প্রথম ইনিংসে ৬৬ বলে ৬২ রান করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত রান আউট হন তিনি। দ্বিতীয় ইনিংসে সরফরাজ ৭২ বলে অপরাজিত ৬৮ রানের অপরাজিত ইনিংস খেলেন। চতুর্থ টেস্টেও আরও ভাল কিছু করে দেখানোর জন্য মুখিয়ে রয়েছেন সরফরাজ খান।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 19, 2024 1:39 PM IST