IND vs ENG: ইংল্যান্ডকে হারিয়ে বার্মিংহামে ঐতিহাসিক জয় পেয়েছে টিম ইন্ডিয়া। ৩৩৬ রানের বিশাল ব্যবধানে জয়ের পর ভারতীয় দল গড়েছে একের পর এক রেকর্ড। শুভেচ্ছা জানালেন সচিন ও কোহলি।
ইংল্যান্ডকে হারিয়ে বার্মিংহামে ঐতিহাসিক জয় পেয়েছে টিম ইন্ডিয়া। ৩৩৬ রানের বিশাল ব্যবধানে জয়ের পর ভারতীয় দল গড়েছে একের পর এক রেকর্ড। অধিনায়ক হিসেবে দ্বিতীয় ম্যাচে এমন স্মরণীয় জয়ে খুশি শুভমান গিল। ভারতের ম্যাচ জয়ে ব্যাটিংয়ে গিলের দুরন্ত পারফরম্যান্সের পাশাপাশি উল্লেখযোগ্য অবদান রেখেছেন কেএল রাহুল, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজ, মহম্মদ সিরাজ, আকাশ দীপরা। ঐতিহাসিক টেস্ট জয়ের পর শুভেচ্ছার জোয়ারে ভাসছে টিম ইন্ডিয়া। শুভেচ্ছা জানিয়েছেন সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি সহ অন্যান্যরা।
সচিন তেন্ডুলকর শুভমান গিলের নেতৃত্বে ভারতের প্রথম টেস্ট জয়ের জন্য বিশেষ অভিনন্দন জানিয়েছেন। এই ম্যাচে শচীনের হৃদয় জয় করেছেন আকাশদীপ। সোশ্যাল মিডিয়ায় সচিন গিল ছাড়াও ঋষভ পন্থ, কে এল রাহুল এবং রবীন্দ্র জাদেজার প্রশংসা করেন এবং মহম্মদ সিরাজকে জশ টংয়ের অসাধারণ ক্যাচ নেওয়ায় বিশেষ অভিনন্দন জানান। তিনি লিখেছেন, “অভিনন্দন শুভমান গিল, ভারতকে অসাধারণ টেস্ট জয় এনে দেওয়ার জন্য! ঋষভ পন্থ, কে এল রাহুল এবং রবীন্দ্র জাডেজা বিশেষ করে দ্বিতীয় ইনিংসে দারুণ খেলেছেন।”
advertisement
সচিন আরও লিখেছেন, “বোলাররা যেভাবে সঠিক লেংথে বল করেছেন, তা আমাকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে। বলার অপেক্ষা রাখে না, আকাশদীপ ছিলেন সবচেয়ে চমৎকার বোলার এবং আমার মতে তিনি জো রুটকে সিরিজের সেরা বলটি করেছিলেন। মহম্মদ ‘জন্টি’ সিরাজ যেভাবে ক্যাচটি নিয়েছেন, তা ছিল অসাধারণ।”
advertisement
A ????????????????lime innings from the ???????????? of the moment! 🌟
Congratulations, @ShubmanGill, on powering India to a brilliant Test victory! 🇮🇳@RishabhPant17, @klrahul, and @imjadeja batted very well, especially in the 2nd innings.
বিরাট কোহলি ইংল্যান্ডের বিপক্ষে ভারতের ঐতিহাসিক জয়ের পর সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তা শেয়ার করেছেন। তিনি লিখেছেন “এজবাস্টনে ভারতের দুর্দান্ত জয়। নির্ভীক ছিল দল এবং ইংল্যান্ডকে চাপে রেখেছে প্রতিটি মুহূর্তে। ব্যাট হাতে ও মাঠে দারুণ নেতৃত্ব দিয়েছে শুভমান, এবং প্রত্যেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিশেষভাবে উল্লেখ করতে হয় সিরাজ ও আকাশের কথা — এই পিচে যেভাবে তারা বোলিং করেছে, সেটা অসাধারণ।”
advertisement
Great victory for India at Edgbaston. Fearless and kept pushing England to the wall. Brilliantly led by Shubhman with the bat and in the field and impactful performances from everyone. Special mention to Siraj and Akash for the way they bowled on this pitch. 👏🇮🇳 @ShubmanGill…
প্রসঙ্গত বার্মিংহাম টেস্ট জিতে ৫ ম্যাচের সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে ভারতীয় দল। ১০ জুলাই থেকে শুরু হতে চলেছে সিরিজের তৃতীয় টেস্ট। লর্ডসে বিজয় পতাকা উড়িয়ে সিরিজে লিড নিতে বদ্ধপরিকর টিম ইন্ডিয়া