IND vs ENG: সিরিজ শুরু আগেই বদলে গেল গিলদের কোচ! কে আসলেন দায়িত্বে? ভারতীয় শিবিরের বড় আপডেট

Last Updated:

IND vs ENG: গম্ভীর তার অসুস্থ মায়ের চিকিৎসার জন্য জরুরিভিত্তিতে লন্ডন থেকে ভারতে ফিরে এসেছেন। জানা গেছে, তাঁর মা হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

News18
News18
লন্ডন: গৌতম গম্ভীরের অনুপস্থিতিতে ভারতের জাতীয় ক্রিকেট দলের অস্থায়ী প্রধান কোচ হিসেবে নিয়োগ করা হয়েছে ভিভিএস লক্ষ্মণকে। ইংল্যান্ড সফরের প্রস্তুতির সময় দলের কোচের দায়িত্ব সামলাচ্ছেন তিনি। গম্ভীর তার অসুস্থ মায়ের চিকিৎসার জন্য জরুরিভিত্তিতে লন্ডন থেকে ভারতে ফিরে এসেছেন। জানা গেছে, তাঁর মা হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গম্ভীরের ফেরার আগ পর্যন্ত লক্ষ্মণ দলের সমস্ত প্রস্তুতি কার্যক্রম তদারকি করবেন।
জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান লক্ষ্মণ লন্ডনে ছিলেন। যেখানে ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের ইংল্যান্ড সফরের প্রস্তুতি চলছে। জুনিয়র দল ২৭ জুন থেকে পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলবে। এরপর জুলাই মাসে দুটি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে বেকেনহ্যাম ও চেমসফোর্ডে। এনসিএর দায়িত্ব ছাড়াও, লক্ষ্মণ অনূর্ধ্ব-১৯ ও ভারত ‘এ’ দলের কোচ হিসেবেও কাজ করছেন। কোচিং অভিজ্ঞতায় তিনি বেশ দক্ষ এবং অতীতেও বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
advertisement
advertisement
গৌতম গম্ভীর কবে ইংল্যান্ডে দলের সঙ্গে পুনরায় যোগ দেবেন, সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে বোর্ড আশাবাদী যে সিরিজ শুরু হওয়ার আগেই তিনি দলে ফিরে আসবেন। এমন অবস্থায় লক্ষ্মণের মতো অভিজ্ঞ একজন ক্রিকেট ব্যক্তিত্ব দলের জন্য দায়িত্ব পালন করায় খেলোয়াড়রাও আত্মবিশ্বাসী। গম্ভীরের অনুপস্থিতিতে প্রস্তুতির ত্রুটি না হওয়াই বর্তমান টিম ম্যানেজমেন্টের প্রধান লক্ষ্য।
advertisement
উল্লেখযোগ্যভাবে, ভারতীয় দল বর্তমানে লন্ডনে একটি ৪ দিনের আন্তঃস্কোয়াড ম্যাচ খেলছে, যেখানে মূল ভারত দল এবং ভারত ‘এ’ দলের মধ্যে খেলা হচ্ছে। এই প্রস্তুতি ম্যাচটি আসন্ন ইংল্যান্ড সিরিজের আগে খেলোয়াড়দের পারফরম্যান্স যাচাই করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে। ২০ জুন শুরু হতে যাওয়া পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচের আগেই দল সেরা প্রস্তুতি নিতে চাচ্ছে।
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs ENG: সিরিজ শুরু আগেই বদলে গেল গিলদের কোচ! কে আসলেন দায়িত্বে? ভারতীয় শিবিরের বড় আপডেট
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement