India vs England: ইংল্যান্ডে গম্ভীরের পেপ টকে কোহলি-রোহিত প্রসঙ্গ!বড় কথা বলে দিলেন ভারতীয় কোচ
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
India vs England: ভারতের পরবর্তী টেস্ট সফর শুরু হচ্ছে ইংল্যান্ডে, যেখানে ২০ জুন থেকে শুরু হবে পাঁচ ম্যাচের সিরিজ। এই সিরিজ হবে নতুন নেতৃত্ব ও নবীন ক্রিকেটারদের জন্য নিজেদের প্রমাণের বড় মঞ্চ।
গত ছয় মাসে ভারতের টেস্ট ক্রিকেটে ঘটেছে এক যুগান্তকারী পরিবর্তন। দেশের তিন অভিজ্ঞ তারকা ক্রিকেটার—রবিচন্দ্রন অশ্বিন, রোহিত শর্মা ও বিরাট কোহলি—টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তাঁদের সম্মিলিত অভিজ্ঞতা ২৯৬টি টেস্ট ম্যাচ, যা যে কোনো দলের জন্য এক অমূল্য সম্পদ। এই অবসরের ধারাবাহিকতা ভারতের টেস্ট দলের জন্য এক বড় ধাক্কা হলেও, ইংল্যান্ড সফরকে কোচ গৌতম গম্ভীর দেখছেন একটি নতুন অধ্যায়ের শুরু হিসেবে।
ভারতের পরবর্তী টেস্ট সফর শুরু হচ্ছে ইংল্যান্ডে, যেখানে ২০ জুন থেকে শুরু হবে পাঁচ ম্যাচের সিরিজ। এই সিরিজ হবে নতুন নেতৃত্ব ও নবীন ক্রিকেটারদের জন্য নিজেদের প্রমাণের বড় মঞ্চ। বিসিসিআই প্রকাশিত এক ভিডিও বার্তায় গৌতম গম্ভীর বলেন, “এই দলকে আমরা দুটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখতে পারি—আমরা আমাদের তিনজন অভিজ্ঞ খেলোয়াড়দের (রোহিত-কোহলি-অশ্বিন) ছাড়া নামছি, অথবা আমাদের সামনে আছে দারুণ একটা সুযোগ কিছু অসাধারণ করে দেখানোর।”
advertisement
তিনি আরও বলেন, “যদি আমরা ত্যাগ স্বীকার করতে পারি, স্বাচ্ছন্দ্যের জায়গা ছেড়ে বেরিয়ে আসি, প্রতিটি সেশন, প্রতিটি ঘণ্টা, প্রতিটি বলের জন্য লড়াই করি—তাহলে আমরা এই সফরকে স্মরণীয় করে তুলতে পারব। দেশের হয়ে খেলা হলো সবচেয়ে বড় সম্মান, সেটি উপভোগ করো।”
advertisement
নতুন টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শুভমান গিল। তরুণ এই ব্যাটারও গম্ভীরের কথার সঙ্গে একমত পোষণ করেছেন। তিনি বলেছেন, “চলুন প্রতিটি নেট সেশনকে অর্থবহ করে তুলি। চাপের মুখে নিজেদের খেলার ধরন আবিষ্কার করি। শুধু টিকে থাকার জন্য নয়, বরং কীভাবে নিজেদের সেরা খেলাটা খেলতে পারি সেটাই খুঁজে বের করতে হবে।”
advertisement
তিন অভিজ্ঞ স্তম্ভ হারালেও, এই দলটিতে আছে তরুণ শক্তি, নতুন মনোভাব এবং দৃঢ় প্রতিজ্ঞা। ইংল্যান্ড সফর হবে সেই পরীক্ষার মঞ্চ যেখানে নতুন প্রজন্ম নিজেদের ছাপ রাখতে চাইবে ইতিহাসের পাতায়।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 12, 2025 1:50 PM IST