IND vs ENG: গত ৫১ বছর ধরে যা কেউ করতে পারেনি, তা এবার ম্যাঞ্চেস্টারে করে দেখাল ভারতীয় তারকা

Last Updated:

IND vs ENG 4th Test: বুধবার অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফির চতুর্থ টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে তিনি নিজের ১২তম টেস্ট অর্ধশতরান পূর্ণ করেন। এর মাধ্যমে তিনি আরও এক কীর্তি অর্জন করলেন।

(Photo-AP)
(Photo-AP)
ভারতের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল আবারও প্রমাণ করলেন কেন তিনি দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান। বুধবার অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফির চতুর্থ টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে তিনি নিজের ১২তম টেস্ট অর্ধশতরান পূর্ণ করেন। এর মাধ্যমে তিনি আরও এক কীর্তি অর্জন করলেন। ১৯৭৪ সালের পর প্রথম ভারতীয় ওপেনার হিসেবে ম্যাঞ্চেস্টারে হাফসেঞ্চুরি করলেন।
১৯৭৪ সালে কিংবদন্তি সুনীল গাভাসকর এই মাঠে শেষবার কোনো ভারতীয় ওপেনার হিসেবে অর্ধশতরান করেছিলেন। সেই ম্যাচে গাভাসকর করেছিলেন ১০১ ও ৫৮ রান, যদিও ভারত হেরে গিয়েছিল ১১৩ রানে। তারপর দীর্ঘ পাঁচ দশক ধরে ম্যাঞ্চেস্টারে ওপেনিংয়ে সফলতার মুখ দেখেননি কোনো ভারতীয় ওপেনিং ব্যাটার।
২০২৫ সালে এক দশক পর ভারত ফের এই ঐতিহাসিক ভেন্যুতে টেস্ট খেলতে নেমেছে ভারত। প্রথম দিন যশস্বী জয়সওয়াল ও কেএল রাহুল ৯৪ রানের শক্তিশালী ওপেনিং পার্টনারশিপ গড়ে তোলেন।। দ্বিতীয় সেশনে যশস্বী তাঁর হাফসেঞ্চুরি পূর্ণ করে জায়গা করে নেন রেকর্ডবুকে। এর মাধ্যমে ভারতীয় ক্রিকেটে একটি বিরল মুহূর্ত ফিরে আসে।
advertisement
advertisement
উল্লেখ্য, ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে ভারতের স্মরণীয় কিছু মুহূর্ত রয়েছে। ১৯৯০ সালে এই মাঠেই সচিন তেন্ডুলকর করেছিলেন নিজের প্রথম টেস্ট শতরান। ওই ম্যাচে আজহারউদ্দিন করেছিলেন ১৭৯ রান করেছিলেন এবং ম্যাচটি ড্র হয়েছিল। তবে এরপর থেকে ২০১৪ পর্যন্ত এই মাঠে ভারতীয় দলের পারফরম্যান্স হতাশাজনকই ছিল।
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs ENG: গত ৫১ বছর ধরে যা কেউ করতে পারেনি, তা এবার ম্যাঞ্চেস্টারে করে দেখাল ভারতীয় তারকা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement