IND vs ENG: না হোমে লাগে না যজ্ঞে! সুপারিশে ভারতের প্রথম একাদশে? তারকা ক্রিকেটারকে নিয়ে তুমুল অসন্তোষ!

Last Updated:

IND vs ENG 1st Test: ভারত-ইংল্যান্ড প্রথম ম্যাচে ভারতের ঘোষিত প্লেয়িং ইলেভেন নিয়ে অসন্তুষ্ট ক্রিকেট বিশেষজ্ঞ ও ফ্যানেদের একাংশ। বিশেষ করে এক জন খেলোয়াড়কে নিয়ে তৈরি হয়েছে ব্যাপক ক্ষোভ।

(Photo-AP)
(Photo-AP)
লন্ডন: ভারত ও ইংল্যান্ড প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে ম্যাচটি রোমাঞ্চকর মোড়ে পৌঁছেছে। ম্যাচের ফল এখনও যে কোনও দিকেই যেতে পারে। প্রথম ইনিংসে ভারত ৬ রানের ছোট লিড পেয়েছে। তৃতীয় দিনের শেষে ভারতের স্কোর ২ উইকেটে ৯০ রান। প্রথম ইনিংসের লিডসহ ভারতের মোট লিড এখন ৯৬ রান।
তবে এই ম্যাচে ভারতের ঘোষিত প্লেয়িং ইলেভেন নিয়ে অসন্তুষ্ট ক্রিকেট বিশেষজ্ঞ ও ফ্যানেদের একাংশ। বিশেষ করে এক জন খেলোয়াড়কে নিয়ে তৈরি হয়েছে ব্যাপক ক্ষোভ। ব্যাট-বল দুই বিভাগেই ব্যর্থ হয়েছেন তিনি। তবুও চূড়ান্ত একাদশে সুযোগ পেয়েছেন। প্রথম টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ভারতীয় দলের একাদশে সুযোগ পেয়েছেন শার্দুল ঠাকুর। কিন্তু প্রথম ইনিংসে মাত্র ১ রান করেই আউট হয়ে যান।
advertisement
advertisement
বোলিংয়েও তেমন কিছু করতে পারেননি। মাত্র ৬ ওভার বল করেছেন এবং ৩৮ রান খরচ করেছেন। ইংল্যান্ডের ইনিংসে ভারত মোট পাঁচ বোলার ব্যবহার করেছিল, যাদের মধ্যে চারজনই ২০ ওভারের বেশি বল করেছেন। শার্দুল ঠাকুরকে অলরাউন্ডার হিসেবে দলে রাখা হলেও, এই ম্যাচে তার পারফরম্যান্স একেবারেই আশাব্যঞ্জক নয়।
advertisement
ক্রিকেট বিশষজ্ঞদের দাবি, তার জায়গায় যদি নীতীশ কুমারকে সুযোগ দেওয়া হতো তাহলে অন্তত ব্যাট হাতে কিছু রান করতে পারতেন। দলের লিড ৫০ রানের বেশি হতে পারত। ভক্তদের আরও কটাক্ষ—”এখনও যদি মুম্বইয়ের সুপারিশের প্রভাব না কমানো যায়, তাহলে দলের উন্নতি সম্ভব নয়। নইলে এমনটাই চলতে থাকবে।”
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs ENG: না হোমে লাগে না যজ্ঞে! সুপারিশে ভারতের প্রথম একাদশে? তারকা ক্রিকেটারকে নিয়ে তুমুল অসন্তোষ!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement