Ind vs Ban: ICC T20 World Cup-র ওয়ার্ম আপ ম্যাচে খড়কুটোর মতো উড়ল বাংলাদেশ, ঝকঝকে পন্থ-হার্দিক, বোলাররাও চমৎকার

Last Updated:

Ind vs Ban: ICC T20 World Cup-র শুরুতেই দারুণ জয় ভারতের, নিউইয়র্কে ওয়ার্মআপ ম্যাচ জিতল রোহিত এন্ড কোং

ওয়ার্ম আপ ম্যাচ জিতল ভারত
ওয়ার্ম আপ ম্যাচ জিতল ভারত
Ind vs Ban: ICC T20 World Cup: আমেরিকায় পৌঁছনোর ২ দিনের মধ্যেই ক্রিকেট ম্যাচ খেলে ফেলল ভারতীয় ক্রিকেট দল৷ নিউ ইয়র্কে বাংলাদেশের বিরুদ্ধে নিজেদের প্র্যাকটিশ ম্যাচে স্বাভাবিক ছন্দেই পাওয়া গেল মেন ইন ব্লুকে৷  এদিন বাংলাদেশের বিরুদ্ধে ভারত জিতল ৬২ রানে৷
এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রোহিত শর্মা৷ শুরুতেই সঞ্জু স্যামসনকে হারালেও দ্বিতীয় উইকেটে পন্থ ও শর্মা ধুন্ধুমার ক্রিকেট খেলতে শুরু করেন৷ মারাত্মক অ্যাক্সিডেন্টের পর এই প্রথম জাতীয় দলের জার্সি গায়ে প্রথম ফিরলেন৷
advertisement
advertisement
এদিন তাঁর ৩২ বলে ৫৩ রানের ইনিংসে রয়েছে ৪টি চার , ৪টি ছক্কা৷ রোহিত শর্মা ১৯ বলে ২৩ রান করেন৷ বিরাট কোহলি এদিনের ম্যাচে দলে ছিলেন না৷ ঋষভ পন্থ ঝোড়ো অর্ধশতরান করে প্যাভিলিয়নে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন৷ সূর্য কুমার যাদব ১৮ বলে ৩১ রান করেন৷ তাঁর ইনিংসে ছিল ৪ টি চার৷ এছাড়াও শেষবেলায় ব্যাট হাতে ভারতের জার্সিতে ২৩ বলে ৪০ রান করেন হার্দিক পান্ডিয়া৷ ২টি চার ও ৪টি ছক্কা ছিল তাঁর ইনিংসে৷ এঁদের ব্যাটে ভর দিয়েই ২০ ওভারে ৫ উইকেটে ১৮২ রান করে টিম ইন্ডিয়া৷
advertisement
এদিকে ভারতের দেওয়া টার্গেট তাড়া করতে নেমে কোনও সময়েই স্বচ্ছন্দ্য ছিল না বাংলাদেশ৷ তাঁরা শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে শুরু করে৷ একটা সময়ে ১০ রানে ৩ উইকেট অবস্থা ছিল টিম বাংলাদেশের৷ শুরুর আঘাতটা করেন অর্শদীপ সিং৷
advertisement
এরপর সব বোলাররাই একটা করে উইকেট পান৷ তালিকায় রয়েছেন জসপ্রীত বুমরাহ, হার্দিক পান্ডিয়া, মহম্মদ সিরাজ, অক্ষর প্যাটেল ১ টি করে উইকেট নেন৷ শেষ ওভার বল করতে এসে শিভম দুবে ২ উইকেট তুলে নেন৷
২০ ওভারে ৯ উইকেটে ১২০ রানে থেমে যায় বাংলাদেশ ইনিংস৷ বাংলাদেশের হয়ে মহমদুল্লাহ ২৮ বলে ৪০ রান করেন৷ অভিজ্ঞ শাকিব আল হাসান ৩৪ বলে ২৮ রান করেন৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Ind vs Ban: ICC T20 World Cup-র ওয়ার্ম আপ ম্যাচে খড়কুটোর মতো উড়ল বাংলাদেশ, ঝকঝকে পন্থ-হার্দিক, বোলাররাও চমৎকার
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement