Ind vs Ban: ICC T20 World Cup-র ওয়ার্ম আপ ম্যাচে খড়কুটোর মতো উড়ল বাংলাদেশ, ঝকঝকে পন্থ-হার্দিক, বোলাররাও চমৎকার

Last Updated:

Ind vs Ban: ICC T20 World Cup-র শুরুতেই দারুণ জয় ভারতের, নিউইয়র্কে ওয়ার্মআপ ম্যাচ জিতল রোহিত এন্ড কোং

ওয়ার্ম আপ ম্যাচ জিতল ভারত
ওয়ার্ম আপ ম্যাচ জিতল ভারত
Ind vs Ban: ICC T20 World Cup: আমেরিকায় পৌঁছনোর ২ দিনের মধ্যেই ক্রিকেট ম্যাচ খেলে ফেলল ভারতীয় ক্রিকেট দল৷ নিউ ইয়র্কে বাংলাদেশের বিরুদ্ধে নিজেদের প্র্যাকটিশ ম্যাচে স্বাভাবিক ছন্দেই পাওয়া গেল মেন ইন ব্লুকে৷  এদিন বাংলাদেশের বিরুদ্ধে ভারত জিতল ৬২ রানে৷
এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রোহিত শর্মা৷ শুরুতেই সঞ্জু স্যামসনকে হারালেও দ্বিতীয় উইকেটে পন্থ ও শর্মা ধুন্ধুমার ক্রিকেট খেলতে শুরু করেন৷ মারাত্মক অ্যাক্সিডেন্টের পর এই প্রথম জাতীয় দলের জার্সি গায়ে প্রথম ফিরলেন৷
advertisement
advertisement
এদিন তাঁর ৩২ বলে ৫৩ রানের ইনিংসে রয়েছে ৪টি চার , ৪টি ছক্কা৷ রোহিত শর্মা ১৯ বলে ২৩ রান করেন৷ বিরাট কোহলি এদিনের ম্যাচে দলে ছিলেন না৷ ঋষভ পন্থ ঝোড়ো অর্ধশতরান করে প্যাভিলিয়নে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন৷ সূর্য কুমার যাদব ১৮ বলে ৩১ রান করেন৷ তাঁর ইনিংসে ছিল ৪ টি চার৷ এছাড়াও শেষবেলায় ব্যাট হাতে ভারতের জার্সিতে ২৩ বলে ৪০ রান করেন হার্দিক পান্ডিয়া৷ ২টি চার ও ৪টি ছক্কা ছিল তাঁর ইনিংসে৷ এঁদের ব্যাটে ভর দিয়েই ২০ ওভারে ৫ উইকেটে ১৮২ রান করে টিম ইন্ডিয়া৷
advertisement
এদিকে ভারতের দেওয়া টার্গেট তাড়া করতে নেমে কোনও সময়েই স্বচ্ছন্দ্য ছিল না বাংলাদেশ৷ তাঁরা শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে শুরু করে৷ একটা সময়ে ১০ রানে ৩ উইকেট অবস্থা ছিল টিম বাংলাদেশের৷ শুরুর আঘাতটা করেন অর্শদীপ সিং৷
advertisement
এরপর সব বোলাররাই একটা করে উইকেট পান৷ তালিকায় রয়েছেন জসপ্রীত বুমরাহ, হার্দিক পান্ডিয়া, মহম্মদ সিরাজ, অক্ষর প্যাটেল ১ টি করে উইকেট নেন৷ শেষ ওভার বল করতে এসে শিভম দুবে ২ উইকেট তুলে নেন৷
২০ ওভারে ৯ উইকেটে ১২০ রানে থেমে যায় বাংলাদেশ ইনিংস৷ বাংলাদেশের হয়ে মহমদুল্লাহ ২৮ বলে ৪০ রান করেন৷ অভিজ্ঞ শাকিব আল হাসান ৩৪ বলে ২৮ রান করেন৷
বাংলা খবর/ খবর/খেলা/
Ind vs Ban: ICC T20 World Cup-র ওয়ার্ম আপ ম্যাচে খড়কুটোর মতো উড়ল বাংলাদেশ, ঝকঝকে পন্থ-হার্দিক, বোলাররাও চমৎকার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement