Ind vs Ban: দেশের মান বাড়াল খুদেরা, বাংলাদেশকে একেবারে দুরমুশ করল ভারত, SAFF U-19 এ চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Ind vs Ban: ভারত বনাম বাংলাদেশ অনুর্ধব ১৯ সাফ কাপে ১-১ নির্ধারিত সময়ে স্কোরলাইন থাকার পর টাইব্রেকার ৪-৩ ম্যাচ জিতে নেয় ভারত৷
নয়াদিল্লি: ভারতে ক্রিকেট ধর্ম, তাই সারা দেশের ক্রিকেট ফ্যানরা গুজরাত টাইটান্স এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যে খেলা দেখতে ব্যস্ত ছিল, তখন ভারতের একটি দল ফুটবলে সাফল্যের এক নতুন অধ্যায় লিখে ফেলল। অনুর্ধ্ব ১৯ SAFF চ্যাম্পিয়নশিপ ফাইনালে বাংলাদেশকে দুরমুশ করে হারিয়ে ভারত চ্যাম্পিয়নশিপ ট্রফি ধরে রাখল। ফাইনালের ফলাফল পেনাল্টি শুটআউটে সামনে এসে দাঁড়ায়৷ যেখানে ভারতের তরুণ তুর্কিরা নার্ভ ধরে রেখে জয় হাসিল করে ফেলে৷
অরুণাচল প্রদেশের ইউপিয়ার গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত সময়ে স্কোরলাইন ছিল ১-১৷ ফলে খেতাব নির্ধারণের ম্যাচে পেনাল্টি শ্যুট আউটে খেলা গড়ায়। বিশাল ঘরের দর্শকদের উৎসাহে ভারত দ্বিতীয় মিনিটে অধিনায়ক সিংমায়াম শামির গোলে এগিয়ে যায়, কিন্তু ৬১তম মিনিটে মহম্মদ জয় আহমেদের গোলে বাংলাদেশ সমতা ফেরে। শ্যুটআউটে ভারত নার্ভ ধরে রাখে।
advertisement
আরও পড়ুন – Ind vs Pak: সেপ্টেম্বরে আয়োজিত এশিয়া কাপে খেলবে না চ্যাম্পিয়ন ভারত, কারণ পাকিস্তানি মন্ত্রী- রিপোর্ট
advertisement
রোহন সিংয়ের দ্বিতীয় পেনাল্টি থেকে বাংলাদেশ এগিয়ে যায়, কারণ গোলরক্ষক মোহাম্মদ ইসমাইল হোসেন মাহিন স্পট-কিকটি সেভ করেন, কিন্তু বিবিয়ানো ফার্নান্দেসের দল পাল্টা আঘাত হানে। বাংলাদেশের অধিনায়ক নাজমুল হুদা ফয়জলের হেড ক্রস-বারের উপর দিয়ে বল গোলে পৌঁছালে ম্যাচটি ভারতের পক্ষে মোড় নেয়।
advertisement
Heartiest congratulations to our India U-19 Football Team for lifting the SAFF U-19 Championship 2025 title in a nail-biting final against Bangladesh!
From Shami Singamayum’s early free-kick to the nerve-wracking penalty shootout, our boys showed nerves of steel and the spirit… pic.twitter.com/R3AXXQrKiq
— Pema Khandu པདྨ་མཁའ་འགྲོ་། (@PemaKhanduBJP) May 18, 2025
advertisement
নতুন আত্মবিশ্বাসের সঙ্গে, ভারত তাদের বাকি কিকগুলি প্রতিটা কনভার্ট করে এবং গোলরক্ষক সুরজ সিং আহিবাম যখন সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, বাম দিকে ডাইভ দিয়ে সালাউদ্দিন সাহাদকে বাঁচান। দুর্দান্ত গোল দিয়ে সন্ধ্যা শুরু করা অধিনায়ক শামি শেষ কিকের জন্য এগিয়ে আসেন। শান্ত, সংযত এবং দৃঢ় প্রত্যয়ে তিনি গোলটি করেন এবং ভারতকে আবারও চ্যাম্পিয়ন করেন। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে ছোট ছোট ভারতীয় ছেলেরা নার্ভ ধরে রেখে ম্যাচ বার করে নিয়ে বাংলাদেশের মুখে ঝামা ঘষে চ্যাম্পিয়নশিপ খেতাব ধরে রাখে৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 19, 2025 10:46 AM IST