IND vs AUS: কবে-কখন-কোথায় দেখবেন ভারত-অস্ট্রেলিয়ার প্রথম টি-২০ ম্যাচ? রইল আপডেট

Last Updated:

IND vs AUS: বুধবার থেকে থেকে শুরু হতে চলেছে ভারত বনাম অস্ট্রেলিয়া টি-২০ সিরিজ। ক্যানবেরার মানুকা ওভাল স্টেডিয়াম হবে সূর্যকুমার যাদব ও মিচেল মার্শের দলের দ্বৈরথ।

News18
News18
বুধবার থেকে থেকে শুরু হতে চলেছে ভারত বনাম অস্ট্রেলিয়া টি-২০ সিরিজ। ক্যানবেরার মানুকা ওভাল স্টেডিয়াম হবে সূর্যকুমার যাদব ও মিচেল মার্শের দলের দ্বৈরথ। এই সিরিজ দিয়েই রা আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি-মার্চে হতে চলা টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি শুরু করবে গুই শক্তিধর দেশ।
গত মরশুমে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডকে দাপটের সঙ্গে হারানোর পর, ভারত তাদের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীদেরও — বিশেষ করে পাকিস্তানকে — এশিয়া কাপ ২০২৫-এ সংযুক্ত আরব আমিরশাহিতে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয়ে নিজেদের শক্তি প্রমাণ করেছে।
তবে অস্ট্রেলিয়ার বড় মাঠ ও দ্রুত গতির উইকেটগুলি সূর্যকুমারের দলের জন্য সম্পূর্ণ ভিন্ন চ্যালেঞ্জ হতে চলেছে। ইনজুরির কারণে দলের প্রধান অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া দলে নেই। আর তাঁর ব্যাকআপ হিসেবে দলে থাকা নীতিশ কুমার রেড্ডিও চোটের কারণে অনিশ্চিত।
advertisement
advertisement
অন্যদিকে, অস্ট্রেলিয়া সম্প্রতি নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে ব্যাটিংয়ে দারুণ ফর্ম দেখিয়েছে। তবে প্যাট কামিন্সের অনুপস্থিতি ও মিচেল স্টার্কের অবসরের কারণে তাদের বোলিং বিভাগে কিছু উদ্বেগ থেকেই যাচ্ছে। জশ হ্যাজলউড এবং অ্যাডাম জাম্পার ওপরই নির্ভর করতে হবে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনতে রুখতে।
কখন হবে ভারত বনাম অস্ট্রেলিয়া প্রথম টি২০ ম্যাচ?
ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টি২০ ম্যাচটি হবে বুধবার, ২৯ অক্টোবর, ক্যানবেরার মানুকা ওভালে। ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় দুপুর ১টা ৪৫ মিনিটে।
advertisement
কোথায় দেখা যাবে ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচের সম্প্রচার?
ভারতে ম্যাচটি স্টার স্পোর্টস নেটওয়ার্কে সরাসরি সম্প্রচারিত হবে।
অনলাইনে কোথায় দেখা যাবে লাইভ স্ট্রিমিং?
ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখা যাবে জিও হটস্টার অ্যাপ ও ওয়েবসাইটে।
কখন হবে টস?
ভারত বনাম অস্ট্রেলিয়া প্রথম টি২০ ম্যাচের টস হবে দুপুর ১টা ১৫ মিনিটে।
উভয় দলের পূর্ণাঙ্গ স্কোয়াড
অস্ট্রেলিয়া: মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট (প্রথম তিন ম্যাচ), জেভিয়ার বার্টলেট, টিম ডেভিড, বেন ডোয়ারশুইস, নাথান এলিস, জশ হ্যাজলউড (প্রথম দুই ম্যাচ), ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাথিউ কুহনেম্যান, মিচেল ওয়েন, ম্যাথিউ শর্ট, মার্কাস স্টোইনিস, অ্যাডাম জাম্পা, গ্লেন ম্যাক্সওয়েল (শেষ তিন ম্যাচ), বেন ডোয়ারশুইস (শেষ দুই ম্যাচ), জশ ফিলিপ, মাহলি বিয়ার্ডম্যান (শেষ তিন ম্যাচ)।
advertisement
ভারত: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, শুভমন গিল, তিলক বর্মা, নীতিশ কুমার রেড্ডি, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা (উইকেটকিপার), বরুণ চক্রবর্তী, জসপ্রিত বুমরাহ, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, হর্ষিত রানা, সঞ্জু স্যামসন, রিংকু সিং, ওয়াশিংটন সুন্দর।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs AUS: কবে-কখন-কোথায় দেখবেন ভারত-অস্ট্রেলিয়ার প্রথম টি-২০ ম্যাচ? রইল আপডেট
Next Article
advertisement
Parineeti Chopra's Baby Name: ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
  • ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের

  • ছেলের কী নাম রাখলেন দেখে নিন

  • নামের অর্থ জানুন

VIEW MORE
advertisement
advertisement