Ind vs Aus: কনুইটা ধরে নেট থেকে যন্ত্রণাকাতর মুখে বেরিয়ে এলেন, সেঞ্চুরি হাঁকানো ব্যাটসম্যানের হেলথ আপডেট, খেলতে পারবেন কি প্রথম টেস্টে
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Ind vs Aus: সিরিজের প্রথম ম্যাচে রোহিতকে না পাওয়া গেলে কেএল রাহুলকে যশস্বী জয়সওয়ালের সঙ্গে ইনিংস ওপেন করানো হতে পারে।
নয়াদিল্লি: ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে ৫ ম্যাচের সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি ২২ নভেম্বর পারথে শুরু হবে। এই টেস্ট ম্যাচের আগে অনুশীলন থেকে এল দুঃসংবাদ৷ ইনজুরির কবলে জাতীয় দলের জার্সি গায়ে সেঞ্চুরি হাঁকানো ব্যাটসম্যান৷
চোট পেয়েছেন মিডল অর্ডার ব্যাটসম্যান সরফরাজ খান। নেট অনুশীলনের সময় ডান কনুইতে চোট পান সরফরাজ। যদিও প্রাথমিক খবর অনুসারে তাঁর এমআরআই করা হয়নি৷ ‘ফক্স ক্রিকেট’ একটি ভিডিও রিলিজ করেছে সেখানে মুম্বইয়ের ব্যাটারকে চোটগ্রস্ত অবস্থায় দেখা গেছে৷
সরফরাজ যখন নেট থেকে বেরিয়ে আসছিলেন তখন তিনি তাঁর ডান হাত ধরে ছিলেন৷ নেট থেকে বেরিয়ে যখন আসছিলেন তখন সরফরাজ খানকে অস্বস্তিতে দেখা যাচ্ছিল৷ একটাই স্বস্তির খবর চোট গুরুতর নয় এবং ব্যাটসম্যানের এমআরআই করাতে হবে না। পারথে বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্ট খেলতে না পারার মতো পরিস্থিতি নয়৷
advertisement
advertisement
নেট থেকে ফিরে আসার সময় সরফরাজ খানের চোখে মুখে খুবই অস্বস্তি ছিল৷ তবে জানা গেছে যে চোট গুরুতর নয় এবং ব্যাটসম্যানের এমআরআই করাতে হবে না। কারণ প্রথম টেস্টে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার খেলা নিয়ে সংশয় রয়েছে। দ্বিতীয় সন্তানের জন্মের জন্য এখনও মুম্বইতেই রয়েছেন রোহিত।
advertisement
মিডল অর্ডারে সরফরাজের জায়গা তৈরি হতে পারে
সিরিজের প্রথম ম্যাচে রোহিতকে না পাওয়া গেলে কেএল রাহুলকে যশস্বী জয়সওয়ালের সঙ্গে ইনিংস ওপেন করানো হতে পারে। যার কারণে মিডল অর্ডারে সরফরাজের জায়গা তৈরি হবে। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে সরফরাজ ভারতীয় দলে জায়গা করে নেন৷ পাশাপাশি নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজে প্রথম টেস্ট সেঞ্চুরিও করেন। তবে অস্ট্রেলিয়ার চ্যালেঞ্জিং কন্ডিশনে শক্তিশালী বোলিং আক্রমণের বিপক্ষে সরফরাজের কাছে এটাকে হবে নিজেকে তুখোড় ক্রিকেটার হিসেবে প্রমাণ করার চ্যালেঞ্জ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 15, 2024 12:16 PM IST