Ind vs Aus T20: ‘আমিও তরুণ’ ভারত বনাম অস্ট্রেলিয়া সাংবাদিক সম্মেলনে সূর্যকুমারের চাঞ্চল্যকর দাবি
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Ind vs Aus T20: স্ট্যান্ডবাই হয়ে আসা অধিনায়ক সূর্যকুমার যাদব প্রথম ম্যাচের আগে প্রেস কনফারেন্সের সময় এমন একটি কথা বলেন যা সবাইকে চমকে দেয়৷
বিশাখাপত্তনম: বিশ্বকাপ ফাইনালের হতশ্রী পারফরম্যান্সের পরে ফের ক্রিকেট শুরু ভারতের। বৃহস্পতিবার বিশাখাপত্তনমের ডক্টর ওয়াই এস রাজশেখর রেড্ডি স্টেডিয়ামে ভারত বনাম অস্ট্রেলিয়া প্রথম টি টোয়েন্টি ম্যাচ। সূর্যকুমার যাদব অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় ক্রিকেট দলের নেতৃত্বের দায়িত্বে।
এদিনের প্রেস কনফারেন্স ছিল বেশ চমকপ্রদ। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ি এদিন বিশাখাপত্তনমে সাংবাদিক সম্মেলনে মাত্র ২ টি সংবাদমাধ্যম নাকি হাজির ছিল৷
From 200 odd media people (during World Cup) to just two in press conference in India is
staggering!SKY wouldn’t have imagined this in his firstPC as captain.
Is this a record with fewest attendance in a press conference in India?
I would imagine so. pic.twitter.com/O41WbIUKla— Vimal कुमार (@Vimalwa) November 22, 2023
advertisement
advertisement
এদিকে স্ট্যান্ডবাই হয়ে আসা অধিনায়ক সূর্যকুমার যাদব প্রথম ম্যাচের আগে প্রেস কনফারেন্সের সময় এমন একটি কথা বলেন যা সবাইকে চমকে দেয়৷ এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে সূর্যকুমার ‘অনেক তরুণের সঙ্গে সিরিজ খেলবেন যাঁরা অনেক বিশ্বকাপে খেলবে’ আসলে বিশ্বকাপের পর একাধিক সিনিয়র ক্রিকেটারই দলের সঙ্গে নেই, ফলে বেশ কিছু তরুণ মুখ সুযোগ পেয়েছেন, এই রেফারেন্স দিয়ে সাংবাদিক প্রশ্নটি করেন৷ এরপরেই দ্রুত তাঁকে বাধা দিয়ে সূর্যকুমার যাদব বলেন , ‘আই অ্যাম অলসো ইয়াং’- অর্থাৎ ‘আমিও তরুণ৷ ’ এরপরেই তুমুল চাঞ্চল্য শুরু হয়ে যায়৷
advertisement
সূর্যকুমার ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এর ফাইনালে ভারতের প্লেয়িং ইলেভেনের সদস্য ছিলেন৷ সেই ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল ভারত, সূর্যকুমার এদিন হারের পরের অনুভূতির কথাও বলেন৷
“দৃশ্যতই এটা একটু হতাশাজনক, শেষে যখন আপনি পুরো জার্নির দিকে ফিরে তাকান, এটি সত্যিই একটি দুর্দান্ত ছিল। আমরা যেভাবে দেশের মাটিতে আমাদের প্রতিভা প্রদর্শন করেছি তাতে প্রত্যেক সদস্য, শুধুমাত্র খেলোয়াড়ই নন, সমগ্র ভারত খুবই গর্বিত। এটাই ইতিবাচক, ক্রিকেটের ব্র্যান্ড যা আমরা পুরো টুর্নামেন্টে খেলেছি। এবং আমরা এর জন্য সত্যিই গর্বিত’’- এটাও বলেন সূর্যকুমার যাদব৷
advertisement
তিনি আরও বলেন, বিশ্বকাপের পর হতাশা কাটতে কিছুটা সময় লাগবে।
“এটা কঠিন. সময় লাগবে। এটা হতে পারে না যে আপনি পরের দিন সকালে উঠলেন এবং যা ঘটেছিল সব ভুলে গেলেন। এটি একটি দীর্ঘ টুর্নামেন্ট ছিল। স্বাভাবিকভাবেই, আমরা জিততে চেয়েছিলাম। কিন্তু আপনি টানেল শেষে আলোর দিকে দেখুন৷ আপনাকে ভুলে যেতে হবে, এবং এগিয়ে যেতে হবে। একটি নতুন দল, নতুন ছেলে এবং নতুন শক্তি নিয়ে। সুতরাং, আমরা এই সিরিজের জন্য উন্মুখ৷’’
advertisement
🗣️ My message to the players is very clear – just be fearless and do whatever it takes to help the team 👌👌#TeamIndia Captain @surya_14kumar ahead of the 1st T20I against Australia.@IDFCFIRSTBank | #INDvAUS pic.twitter.com/jmjqqdcZBi
— BCCI (@BCCI) November 22, 2023
advertisement
এছাড়াও তিনি দলের সদস্যদের উদ্দেশ্যে বার্তা দিয়ে বলেন যে সাহসী হয়ে প্রতিটা পরিস্থিতির মোকাবিলা করতে হবে৷ বৃহস্পতিবারই ভারত বনাম অস্ট্রেলিয়া টি টোয়েন্টি ম্যাচ শুরু হবে৷ খেলা সন্ধ্যাবেলায়৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 22, 2023 11:21 PM IST