ঐতিহাসিক টেস্টের প্রথম দিনেই রেকর্ড ধাওয়ানের, জোড়া শতরানে ভাল জায়গায় ভারত

Last Updated:

ভারত: ৩৪৭/৬ ( ৭৮ ওভার)

ভারত: ৩৪৭/৬ ( ৭৮ ওভার)
#বেঙ্গালুরু: ভারত-আফগানিস্তান ঐতিহাসিক টেস্টের প্রথম দিনেই রেকর্ড ৷ বেঙ্গালুরুতে ব্যাট করতে নেমে মধ্যহ্নভোজের আগেই প্রথম সেশনে সেঞ্চুরি করে রেকর্ড গড়লেন ওপেনার শিখর ধাওয়ান ৷
টেস্টের প্রথম দিন লাঞ্চের আগে শতরানের কৃতিত্ব কোনও ভারতীয় ব্যাটসম্যানের নেই। সেই কাজটাই এবার করে দেখালেন ‘গব্বর’ ৷ শুধু ধাওয়ানই নয় ৷ এদিন সেঞ্চুরি পেলেন আরেক ওপেনার মুরলি বিজয়ও ৷ ধাওয়ানের ১০৭ রানের পাশাপাশি ১০৫ রান করলেন বিজয় ৷
advertisement
advertisement
টেস্টের প্রথম দিনে লাঞ্চের আগে প্রথম সেশনে সেঞ্চুরি করার নজির বিশ্ব ক্রিকেটে এর আগে আছে শুধুমাত্র ৫ জনের রয়েছে ৷ তাঁরা হলেন, ভিক্টর ট্রাম্পার, চার্লস ম্যাকার্টনি, ডন ব্র্যাডম্যান, মজিদ খান এবং ডেভিড ওয়ার্নার ৷ এবার প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে সেই কৃতিত্ব অর্জন করতে সফল ধাওয়ান ৷
রান পেয়েছেন লোকেশ রাহুলও ৷ ৫৪ রান করেন তিনি ৷ আফগানিস্তানের তারকা বোলার রশিদ খান অবশ্য এদিন খুব একটা দাগ কাটতে পারেননি ৷ ২৬ ওভার হাত ঘুরিয়ে ১২০ রান দিয়ে মাত্র ১টি উইকেটই নিতে পেরেছেন তিনি ৷ আহমেদজাই নেন ২টি উইকেট ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ঐতিহাসিক টেস্টের প্রথম দিনেই রেকর্ড ধাওয়ানের, জোড়া শতরানে ভাল জায়গায় ভারত
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement