সেমিফাইনালের আগেই টি২০ Ranking-এ শীর্ষে বিরাট
Last Updated:
টি২০ বিশ্বকাপের সেমিফাইনালের আগে ভারতীয় দলের জন্য সুখবর ৷ Ranking-এ এখনও পর্যন্ত নিজেদের শীর্ষস্থান ধরে রাখতে সফল ভারত ৷ অন্যদিকে দুরন্ত ফর্মে থাকা বিরাট কোহলিও ব্যাটসম্যানদের তালিকায় উঠে এলেন এক নম্বরে ৷
#মুম্বই: টি২০ বিশ্বকাপের সেমিফাইনালের আগে ভারতীয় দলের জন্য সুখবর ৷ Ranking-এ এখনও পর্যন্ত নিজেদের শীর্ষস্থান ধরে রাখতে সফল ভারত ৷ অন্যদিকে দুরন্ত ফর্মে থাকা বিরাট কোহলিও ব্যাটসম্যানদের তালিকায় উঠে এলেন এক নম্বরে ৷ ভারতের পয়েন্ট এক থাকলেও সেমিফাইনালে ধোনিদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ (১২০) দু’পয়েন্ট অতিরিক্ত পেতে সফল ৷ ব্যাটসম্যানদের মধ্যে এখন প্রত্যাশামতোই বিশ্বের এক নম্বরে বিরাট কোহলি ৷ চলতি টি২০ বিশ্বকাপেই এখনও পর্য়যন্ত ৪ ম্যাচে ১৮৪ রান করে ফেলেছেন তিনি ৷ স্ট্রাইক রেট ১৩২-র উপরে ৷ টুর্নামেন্ট শুরু হওয়ার আগে ২৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় নম্বরে ছিলেন কোহলি ৷ এবার টপকে গেলেন অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চকে ৷ অন্যদিকে বোলারদের তালিকায় শীর্ষে উঠে এলেন ওয়েস্ট ইন্ডিজের স্যামুয়েল বদ্রী ৷ শ্যেন ওয়াটসন অল-রাউন্ডারদের তালিকায় শীর্ষে থেকেই অবসর নিলেন ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 29, 2016 3:14 PM IST