সেমিফাইনালের আগেই টি২০ Ranking-এ শীর্ষে বিরাট

Last Updated:

টি২০ বিশ্বকাপের সেমিফাইনালের আগে ভারতীয় দলের জন্য সুখবর ৷ Ranking-এ এখনও পর্যন্ত নিজেদের শীর্ষস্থান ধরে রাখতে সফল ভারত ৷ অন্যদিকে দুরন্ত ফর্মে থাকা বিরাট কোহলিও ব্যাটসম্যানদের তালিকায় উঠে এলেন এক নম্বরে ৷

#মুম্বই: টি২০ বিশ্বকাপের সেমিফাইনালের আগে ভারতীয় দলের জন্য সুখবর ৷ Ranking-এ এখনও পর্যন্ত নিজেদের শীর্ষস্থান ধরে রাখতে সফল ভারত ৷ অন্যদিকে দুরন্ত ফর্মে থাকা বিরাট কোহলিও ব্যাটসম্যানদের তালিকায় উঠে এলেন এক নম্বরে ৷ ভারতের পয়েন্ট এক থাকলেও সেমিফাইনালে ধোনিদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ (১২০) দু’পয়েন্ট অতিরিক্ত পেতে সফল ৷ ব্যাটসম্যানদের মধ্যে এখন প্রত্যাশামতোই বিশ্বের এক নম্বরে বিরাট কোহলি ৷ চলতি টি২০ বিশ্বকাপেই এখনও পর্য়যন্ত ৪ ম্যাচে ১৮৪ রান করে ফেলেছেন তিনি ৷ স্ট্রাইক রেট ১৩২-র উপরে ৷ টুর্নামেন্ট শুরু হওয়ার আগে ২৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় নম্বরে ছিলেন কোহলি ৷ এবার টপকে গেলেন অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চকে ৷ অন্যদিকে বোলারদের তালিকায় শীর্ষে উঠে এলেন ওয়েস্ট ইন্ডিজের স্যামুয়েল বদ্রী ৷ শ্যেন ওয়াটসন অল-রাউন্ডারদের তালিকায় শীর্ষে থেকেই অবসর নিলেন ৷
বাংলা খবর/ খবর/খেলা/
সেমিফাইনালের আগেই টি২০ Ranking-এ শীর্ষে বিরাট
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement