Indian football: বিপাকে পড়তে পারে ভারতীয় ফুটবল দল, ১০ দিনের মধ্যে টাকা না মেটালে মামলার হুমকি ইগরের

Last Updated:

Indian football: ফেডারেশনের থেকে বরখাস্তের চিঠি পেয়েছিলেন এক দিন আগে। এবার এআইএফএফের ভারতীয় কোচ হিসাবে ইগর স্তিম্যাচকে বরখাস্ত করার সিদ্ধান্তকে 'একপাক্ষিক', 'অপেশাদার' এবং ফিফার নিয়ম বিরোধী বলে আক্রমণ করলেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন কোচ।

ইগর স্তিম্যাচ।
ইগর স্তিম্যাচ।
নয়াদিল্লি: ফেডারেশনের থেকে বরখাস্তের চিঠি পেয়েছিলেন এক দিন আগে। এবার এআইএফএফের ভারতীয় কোচ হিসাবে ইগর স্তিম্যাচকে বরখাস্ত করার সিদ্ধান্তকে ‘একপাক্ষিক’, ‘অপেশাদার’ এবং ফিফার নিয়ম বিরোধী বলে আক্রমণ করলেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন কোচ।
শুধু তাই নয়, ফেডারেশনের বিরুদ্ধে রীতিমতো মামলার হুমকি দিয়েছেন ইগর স্তিম্যাচ। তাঁর অভিযোগ, চুক্তি ভেঙে তাঁকে কোচের পদ থেকে সরিয়েছে ফেডারেশন। তাই তিনি চুক্তি অনুযায়ী ১০ দিনের মধ্যে পূর্ণ ক্ষতিপূরণ দাবি করেছেন। ক্ষতিপূরণ না দিলে ভারতীয় ফুটবল সংস্থার বিরুদ্ধে ফিফায় যাওয়ার হুমকি দিয়েছেন স্তিম্যাচ।
advertisement
advertisement
—- Polls module would be displayed here —-
২০১৯ সালে ভারতীয় ফুটবল দলের কোচ হিসাবে দায়িত্ব দেওয়া হয় স্তিম্যাচকে। পরে ২০২৩ সালের অক্টোবরে সেই চুক্তি বাড়িয়ে ২০২৬-এর মে মাস পর্যন্ত করা হয়। চুক্তি ভেঙে স্তিম্যাচকে বরখাস্ত করার জন্য তিন মাসের বেতন, অর্থাৎ ৭৫ লক্ষ টাকা দিতে চাইছে ফেডারেশন। কিন্তু স্তিম্যাচের দাবি, মাঝপথে ছাঁটাই করার জন্য পুরো ৩ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে, তাও ১০ দিনের মধ্যে। যা মানতে রাজি নয় এআইএফএফ। এই নিয়েই শেষ পর্যন্ত আইনি পথে যেতে পারেন স্তিম্যাচ। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের তৃতীয় রাউন্ডে পৌঁছতে না পারায় স্তিম্যাচকে বরখাস্তের সিদ্ধান্ত নেয় ফেডারেশন। এখন দেখা যাক, জল কত দূর গড়ায়!
বাংলা খবর/ খবর/খেলা/
Indian football: বিপাকে পড়তে পারে ভারতীয় ফুটবল দল, ১০ দিনের মধ্যে টাকা না মেটালে মামলার হুমকি ইগরের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement