T-20 World Cup 2026 : টি-২০ বিশ্বকাপে নাটকের পর নাটক! আবার এক দল বলছে, 'সুযোগ পেলেও খেলব না'! মজা করল পাকিস্তানকে নিয়েও
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
T20 World Cup 2026 : ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এবারের টি–২০ বিশ্বকাপ। তার আগে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে।
নয়াদিল্লি : ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এবারের টি–২০ বিশ্বকাপ। তার আগে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড নিজেই জানিয়েছিল, তারা টুর্নামেন্টে খেলবে কি না, সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ৩০ জানুয়ারি জানানো হবে। এর পরই আয়ারল্যান্ড মজা করে জানিয়েছিল, তারা পাকিস্তানের জায়গায় খেলতে পুরোপুরি প্রস্তুত এবং টিকিট কাটতেও তৈরি।
এখন আয়ারল্যান্ড আরেকটি সোশ্যাল মিডিয়া পোস্ট শেয়ার করে বিশ্বকাপে খেলার বিষয়টি স্পষ্টভাবে নাকচ করে দিয়েছে। আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের অফিসিয়াল টুইটার (এক্স) হ্যান্ডেল থেকে একটি দীর্ঘ পোস্ট করা হয়েছে, সেখানে রসিকতা ও ব্যঙ্গাত্মক ভাষা ব্যবহার করে আয়ারল্যান্ড নিজেদের বিশ্বকাপ থেকে দূরে রাখার কথা জানিয়েছে।
তারা লিখেছে, ”ভারাক্রান্ত হৃদয়ে আমরা ঘোষণা করছি যে আসন্ন টি–২০ বিশ্বকাপে পাকিস্তানের জায়গা নেওয়ার জন্য আমরা উপলব্ধ নই। তাতে তারা এখন নাম প্রত্যাহার করুক বা না–ই করুক। টুর্নামেন্ট শুরু হতে এখন খুবই অল্প সময় বাকি, এত কম সময়ে এই ইভেন্টের জন্য পেশাদারভাবে প্রস্তুতি নিয়ে অংশ নেওয়া আমাদের পক্ষে অসম্ভব। আমরা স্কটল্যান্ডের মতো নই যে কোনও কিট স্পনসর ছাড়াই ইচ্ছেমতো হাজির হয়ে যেতে পারি!”
advertisement
advertisement
তারা আরও লেখে, ”আমাদের খেলোয়াড়রা বিভিন্ন পেশাগত পটভূমি থেকে আসে। তারা নিজেদের পেশা ক্রিকেট খেলতে পৃথিবীর অন্য প্রান্তে উড়ে যেতে পারে না। আমাদের অধিনায়ক একজন পেশাদার বেকার—তাঁকে নিজের ওভেন সামলাতে হয়। আমাদের জাহাজের ক্যাপ্টেনকে জাহাজ চালাতে হয়, আর আমাদের ব্যাংকারদের দেউলিয়া হতে হবে (আবারও)। অপেশাদার পর্যায়ের ক্রিকেটের এটাই নির্মম বাস্তবতা।
advertisement
আরও পড়ুন- ভারতীয় দল পেল নতুন ম্যাচ উইনার! দানবীয় ব্যাটিং তান্ডবে মন জয় করে নিলেন সকলের
তারা আরও মজা করে লেখে, আমাদের এই সরে দাঁড়ানো হয়তো উগান্ডার জন্য লাভজনক হতে পারে। তাদের জন্য আমাদের শুভকামনা রইল।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 29, 2026 8:16 PM IST









