Timed out Controversy: টাইমড আউট নিয়ে অব্যাহত তরজা, সাকিবের মন্তব্যে বাড়ল বিতর্ক, নিজের স্বপক্ষে প্রমাণ দিলেন ম্যাথিউজও
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
ICC World Cup 2023 Shakib Al Hasan and Angelo Mathews row over timed out controversy continues: অ্যাঞ্জেলো ম্যাথিউজের টাইমড আউট নিয়ে তরজা অব্যাহত। স্পোর্টসম্যান স্পিরিটের বাইরে হলেও আইসিসির নিয়মকে কাজে লাগিয়ে শ্রীলঙ্কান তারকাকে সাজঘরে ফেরান বাংলাদেশ অধনায়ক। ম্যাচের পর সাকিবের মন্তব্য ও ম্যাথিউজের একটি ট্যুইট বিতর্কের আগুনে ঘি ঢেলেছে।
অ্যাঞ্জেলো ম্যাথিউজের টাইমড আউট নিয়ে তরজা অব্যাহত। সোমবার বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচে ক্রিকেট ইতিহাসে প্রথমবার এই আউটের শিকার হন অ্যাঞ্জেলো ম্যাথিউজ। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রথম বল না খেলায় সাকিব আল হাসানের আবেদনে টাইমড আউট হন ম্যাথিউজ। স্পোর্টসম্যান স্পিরিটের বাইরে হলেও আইসিসির নিয়মকে কাজে লাগিয়ে শ্রীলঙ্কান তারকাকে সাজঘরে ফেরান বাংলাদেশ অধনায়ক। ম্যাচের পর সাকিবের মন্তব্য ও ম্যাথিউজের একটি ট্যুইট বিতর্কের আগুনে ঘি ঢেলেছে।
ম্যাচের পর সাকিব আল হাসান বলেন, “ম্যাথিউজ নামার পর দলের এক জুনিয়র ক্রিকেটার এসে আমায় বলে টাইমড আউড চাওয়ার জন্য। আমি আম্পায়ারের কাছে আবাদেন জানাই। আম্পায় বলেন আমি কি সত্যিই আউটের দাবিতে অনড় থাকতে চাই। আমি নিজের অবস্থান থেকে সরেনি। আমি একটা যুদ্ধে নেমেছি। তাই এমন সিদ্ধান্ত নিতেই হবে যাতে আমার দল জেতে। ঠিক না ভুল তা নিয়ে তর্ক চলতেই থাকবে। কিন্তু নিয়মের মধ্যে থাকলে আমি ভবিষ্যতেও এই আবেদন করতে পিছপা হব না।”
advertisement
Proof! From the time catch was taken and the time helmet strap coming off pic.twitter.com/2I5ebIqkGZ
— Angelo Mathews (@Angelo69Mathews) November 6, 2023
advertisement
ম্যাচের পর অ্যাঞ্জেলো ম্যাতিউজও একটি ট্যুইট করেন। একটি ছবি শেয়ার করে কিনি প্রমাণ করার চেষ্টা করেন ভুল সিদ্ধান্ত দেওয়া হয়েছে, তিনি আদতে আউট ছিলেন না। ম্যাথিউজ লেখেন, “চতুর্থ আম্পায়ার ভুল সিদ্ধান্ত দিয়েছেন। ভিডিয়োতে দেখা যাচ্ছে যে, আমার হেলমেটের স্ট্র্যাপ ছিঁড়ে যাওয়ার আগে ৫ সেকেন্ড ছিল। আমার মনে হয় সুরক্ষা সবার আগে। হেলমেট ছাড়া ব্যাট করা উচিত হত না।” কুশল মেন্ডিজও বলে ৫ সেকেন্ড সময় ছিল আরও ম্যাথিউজের হাতে।
advertisement
প্রসঙ্গত, ম্যাচে প্রথমে ব্যাট করে ২৭৯ রান করে শ্রীলঙ্কা। সর্বোচ্চ ১০৮ রানের ইনিংস খেলেন চারিথ আসালঙ্কা। রান তাড়া করতে নেমে নাজমুল হাসান শান্তোর ৯০ ও সাকিব আল হাসানের ৮২ রানের ইনিংসের সৌজন্যে ম্যাচ জেতে বাংলাদেশ। ৪১.১ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় বাংলা টাইগার্সরা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 07, 2023 2:15 PM IST