Viral Video: রোহিত শর্মাকে ওয়াংখেড়েতে পৌছে দেয় ফুড ডেলিভারি অ্যাপ? সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলল ভিডিও
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
ICC World Cup 2023 Online Food Delevery App Zomato Delivers Rohit Sharma tp Wankhede stadium ahead of India vs Sri Lanka match in ODI World Cup 2023 Viral Video: বিশ্বকাপের প্রথম দল হিসেবে সেমিফাইনালে জায়গা পাকা করে ফেলেছে টিম ইন্ডিয়া। ভারতের জয়ের পর নেট দুনিয়ায় ফ্যানেরা রোহিত-বিরাটদের সমর্থনে ঝড় তুলেছে। পাশাপাশি একটি ভিডিও ভাইরাল হয়েছে। যা দেখে হাসির রোল উঠেছে সোশ্যাল মিডিয়ায়।
মুম্বই: বৃহস্পতিবার ওয়াংখেড়েতে শ্রীলঙ্কাকে একতরফা ম্যাচে উড়িয়ে দিয়ে ৩০২ রানের রেকর্ড ব্যবধানে জয় পেয়েছে ভারত। চলতি বিশ্বকাপের প্রথম দল হিসেবে সেমিফাইনালে জায়গা পাকা করে ফেলেছে টিম ইন্ডিয়া। ভারতের জয়ের পর নেট দুনিয়ায় ফ্যানেরা রোহিত-বিরাটদের সমর্থনে ঝড় তুলেছে। পাশাপাশি একটি ভিডিও ভাইরাল হয়েছে। যা দেখে হাসির রোল উঠেছে সোশ্যাল মিডিয়ায়।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে ওয়াংখেড়ে স্টেডিয়ামের বাইরের রাস্তায় অনলাইন ফুড ডেলিভারি অ্যাপ জোমাটোর বাইকে দেখা যায় রোহিত শর্মার ৪৫ নম্বর জার্সি পরিহিত এক ব্যক্তিকে। সামনে ফুড ডেলিভারি অ্যাপের টি-শার্ট পরে বাইক চালাচ্ছেন অপর এক ব্যক্তি। রাস্তার দু ধারে তখন ভারতীয় দলের ম্যাচের আনন্দে ঢাক-ঢোল বাজানোর শব্দ ও ফ্যানেদের উচ্ছ্বস।
advertisement
এই ভিডিও ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। কোনও নেটেজেন লিখেছেন,”জোমাটো রোহিত শর্মাকে ওয়াংখেড়েতে ডেলিভারি করেছে”। কেউ আবার লিখেছেন,”হিটম্যান ভাই নিশ্চউ বড়া পাউ কিনতে গিয়েছিলেন”। অপর এক জন কমেন্ট করেছেন, “জোম্যাটো নিশ্চিত করেছে যে রোহিত এবার ওভারস্পিডে গাড়ি না চালায়।” আরও এক নেটিজেন লেখেন, “এটাই হবে সবচেয়ে বড় অর্ডার”।
advertisement
Zomato delivering Rohit Sharma to Wankhede??? pic.twitter.com/N7GPwMerq8
— Out Of Context Cricket (@GemsOfCricket) November 2, 2023
advertisement
Vada pao lene gya hoga hitman bhau
— Secular Chad (@SachabhartiyaRW) November 2, 2023
Zomato made sure that Rohit does not overspeed for this time
— sumedh jadhav (@Sumedhx7) November 2, 2023
advertisement
This will be the greatest order delivered 🔥🔥
— Cricket Polls (@CricPollsdaily) November 2, 2023
প্রসঙ্গত, ওয়াংখেড়েতে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৫৭ রান করে ভারত। শুভমান গিল করেন ৯২ রান, বিরাট কোহলি ৮৮ রান ও শ্রেয়স আইয়ার ৮২ রান করেন। ৩৫৮ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে মাত্র ৫৫ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। মহম্মদ শামি ৫টি, মহম্মদ সিরাজ ৩টি ও জসপ্রীত বুমরাহ ১টি, রবীন্দ্র জাদেজা ১টি উইকেট নেন। ৩০২ রানের রেকর্ড ব্যবধানে ম্যাচ জিতে বিশ্বকাপের প্রথম দল হিসেবে সেমি ফাইনালে জায়গা পাকা করে নিল ভারত।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 03, 2023 6:17 PM IST