Virat Kohli: মুম্বইতে সচিনকে ধরা হল না কোহলির, অপেক্ষা আরও বাড়ল বিরাটের, চোখে জল ফ্যানেদের
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
ICC World Cup 2023 India vs Sri Lanka Virat Kohli out at 88 runs miss the chance to equal Sachin Tendulkar 49th Hundred Record at Wankhede stadium: ওডিআই ক্রিকেটে সচিন তেন্ডুলকরের ৪৯ তম শতরানের রেকর্ড স্পর্শ করার সুযোগ ওয়াংখেড়েতেও অধরা থেকে গেল বিরাট কোহলি। অনবদ্য ব্যাটিং করে শেষ পর্যন্ত ৮৮ রানেই থামতে হয় বিরাট কোহলিকে।
মুম্বই: ওডিআই ক্রিকেটে সচিন তেন্ডুলকরের ৪৯ তম শতরানের রেকর্ড স্পর্শ করার সুযোগ ওয়াংখেড়েতেও অধরা থেকে গেল বিরাট কোহলির। অনবদ্য ব্যাটিং করে শেষ পর্যন্ত ৮৮ রানেই থামতে হয় বিরাট কোহলিকে। সকলে একপ্রকার ধরেই নিয়েছিলেন সচিনের ঘরের মাঠেই ইতিহাস গড়বেন কোহলি। কিন্তু দিলশান মদুশঙ্কার স্লোয়ার সব শেষ করে দেয়।
বিশ্বকাপ শুরুর আগে ওডিআইতে বিরাট কোহলির শতরান ছিল ৪৭টি। বাংলাদেশের বিরুদ্ধে সেঞ্চুরি করে সচিনের সঙ্গে ব্যবধান আরও কমান বিরাট। নিউজিল্যান্ড ম্যাচেই তেন্ডুলকরকে ধরে ফেলতে পারতেন কোহলি। কিন্তু ৯৫ রানে আউট হয়ে সাজ ঘরে ফেরেন তিনি। এবার মুম্বইতেও ভাল খেলেও শতরান হাতছাড়া হল বিরাট কোহলির।

advertisement
advertisement
মুম্বইতে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস। শুরুটা ভাল হয়নি ভারতের। প্রথম ওভারের দ্বিতীয় বলেই বোল্ড হয়ে সাজঘরে ফেরেন অধিনায়ক রোহিত শর্মা। বিপদের সময় ফের একবার ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন বিরাট কোহলি।
শুভমান গিলের সঙ্গে জুটি বেঁধে দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। একের পর এক চোখ ধাঁধানো শট খেলেনন প্রাক্তন ভারত অধিনায়ক। শুভমান গিল ও বিরাট কোহলি ১৮৯ রানের পার্টনারশিপ গড়ে দলকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে দেন। গিলও আউট হন ৯২ রানে। ৮ রানের জন্য বিশ্বকাপের প্রথম শতরান মিস করেন গিল।
advertisement

গিল আউট হওয়ার পর সকলে ধরেই নিয়েছিলেন কোহলি শতরান আসাটা শুধু সময়ের অপেক্ষা। কিন্তু ৩১.৩ ওভারে দিলাশান মাদুশঙ্কার স্লোয়ার বলে পাথুম নিশাঙ্কার হাতে ক্যাচ আউট হন কোহলি। ৯৪ বলে ৮৮ রানের ইনিংস খেলেন কোহলি। ১১টি চারে সাজানো তাঁর ইনিংস।
advertisement
আউট হওয়ার পর হতাশ দেখায় কোহলিকেও। বিশ্বাস করতে পারছিলেন না তিনি নিজেও। নিস্তব্ধ হয়ে যায় গোটা ওয়াংখেড়ের স্টেডিয়াম। ৪৯ তম শতরানের অপেক্ষা আরও কিছুটা বাড়ল বিরাট কোহলির।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 02, 2023 5:00 PM IST