ICC World Cup 2023 India vs South Africa: ছুড়ছেন একের পর এক গোলা-বারুদ! সামনে এল মহম্মদ শামির এমন ভিডিও, ভয়ে কাঁপছে দক্ষিণ আফ্রিকা! জেনে নিন বিস্তারিত
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
ICC World Cup 2023 India vs South Africa Viral Video Of Mohammed Shami's 45 World Cup Wickets ahead of IND vs SA match in ODI World Cup 2023: দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে মহম্মদ শামি একটি ভিডিও সামনে এসেছে। যা দেখে প্রতিপক্ষের মনে ভয় আসাটা স্বাভাবিক। দেখে মন হতে পারে একের পর এক গোলা-বারুদ ছুড়ছেন মহম্মদ শামি।
কলকাতা: বিশ্বকাপে স্বপ্নের ফর্মে রয়েছেন মহম্মদ শামি। প্রথম চারটি ম্যাচে সুযোগ পাননি শামি। কিন্তু পরের তিনটি ম্যাচে বাংলার পেসার বুঝিয়ে দিয়েছেন তাঁর বোলিংয়ে এখনও কতটা গোলা-বারুদ মজুত রয়েছে। বিশ্বকাপে ৪৫টি উইকেট শিকার করে বিশ্বকাপের ইতিহাসে ভারতের সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে গিয়েছেন মহম্মদ শামি।
দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে মহম্মদ শামি একটি ভিডিও সামনে এসেছে। যা দেখে প্রতিপক্ষের মনে ভয় আসাটা স্বাভাবিক। দেখে মন হতে পারে একের পর এক গোলা-বারুদ ছুড়ছেন মহম্মদ শামি। আর তাতে ঘায়েল হচ্ছেন প্রতিপক্ষ। আর এই ভিডিও দেখে ইডেন গার্ডেন্সে মহম্মদ শামির বিরুদ্ধে ব্যাট করার সময় ভয়ও পেতে পারেন প্রোটিয়া ব্যাটাররা।
advertisement
আসলে আইসিসির তরফ থেকে মহম্মদ শামি এখনও পর্যন্ত ওডিআই বিশ্বকাপে যে ৪৫টি উইকেট নিয়েছেন সেই ভিডিও শেয়ার করা হয়ছে। ২০১৫, ২০১৯ ও ২০২৩ বিশ্বকাপের মোট ১৪টি ম্যাচে মাঠে নেমে ১১৮.১ ওভার বল করেছেন। ১২টি মেডেন-সহ ৫৮১ রানের বিনিময়ে ৪৫টি উইকেট নিয়েছেন তিনি। প্রতিটি উইকেট রয়েছে এই ভিডিওতে।
advertisement
advertisement
সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও মুহূর্তের মধ্যে ঝড় তুলেছে। বল হাতে কতটা ভয়ঙ্কর হতে পারেন শামি এই ভিডিও তাঁর প্রমাণ। চলতি বিশ্বকাপে ইতিমধ্যেউ ১৪টি উইকেট ৩ ম্যাচে নিয়ে ফেলেছেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও আগুন ঝরাতে প্রস্তুত মহম্মদ শামি।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 05, 2023 2:10 PM IST