ICC World Cup 2023 India vs South Africa: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হ্যাটট্রিকের সুযোগ ভারতের, তবে রয়েছে অশনি সংকেতও
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
ICC World Cup 2023 India vs South Africa Head To Head Statistics Team India chance to win the third consecutive victory against South Africa in the World Cup: বর্তমানে বিশ্বকাপে টানা সাত ম্যাচ জিতে লিগ টেবিলের শীর্ষে রয়েছে ভারত। ৭ ম্যাচে ১৪ পয়েন্ট। অপরদিকে, দক্ষিণ আফ্রিকা সাত ম্যাচে ৬টি জয় ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয়। রবিবাসরীয় ইডেন গার্ডেন্স ঠিক করে দেবে কারা হবে লিগ টপার।
কলকাতা: বিশ্বকাপে আজ সুপার সানডে। লিগ টেবিলের সিংহাসন দখলের দ্বৈরথে নামছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। কলকাতার ইডেন গার্ডেন্সে মেগা ম্যাচ ঘিরে চড়ছে পারদ। প্রোটিয়ারা কী পারবে ভারতের অশ্বমেধের ঘোড়া থামাতে। না ফের ডমিনেট করবে টিম ইন্ডিয়া। তার উত্তর মিলবে আগামি কয়েক ঘণ্টায়।
তবে এদিনের লড়াই ভারতীয় দলের পক্ষে অন্যান্য দলের মত সহজ হবে না বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। দুই দলের মুখোমুখি সাক্ষাতের পরিসংখ্যানও দিচ্ছে সেই ইঙ্গিত। একদিনের ক্রিকেট ইতিহাসে যদি আমরা দুই দলের পরিসংখ্যান দেখি সেখানে এগিয়ে প্রোটিয়ারা। এখনও ওডিআই ক্রিকেটে ৯০টি ম্যাচ খেলা হয়েছে দুই দেশের। দক্ষিণ আফ্রিকা জিতেছে ৫০টি ম্যাচ ও ভারত জিতেছে ৩৭টি। ৩টি ম্যাচ অমীমাংসীত।
advertisement
শুধু একদিনের ক্রিকেটে নয়, ওডিআই বিশ্বকাপেও দুই দলের পরিসংখ্যান যদি আমরা দেখি তাহলে সেখানেও এগিয়ে প্রোটিয়ারা। পাঁচবারে সাক্ষাতে ৩ বার জিতেছে দক্ষিণ আফ্রিকা ও ২ বার ভারত। তবে ১৯৯২, ১৯৯৯ এবং ২০১১ সালে পরপর জিতেছিল প্রোটিয়ারা। শেষ দুটি সাক্ষাতে ২০১৫ ও ২০১৯ সালে জয়ের হাসি হেসেছিল ভারত। এবার টিম ইন্ডিয়ার টার্গেট হ্যাটট্রিক।
advertisement
advertisement
প্রসঙ্গত, বর্তমানে বিশ্বকাপে টানা সাত ম্যাচ জিতে লিগ টেবিলের শীর্ষে রয়েছে ভারত। ৭ ম্যাচে ১৪ পয়েন্ট। অপরদিকে, দক্ষিণ আফ্রিকা সাত ম্যাচে ৬টি জয় ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয়। রবিবাসরীয় ইডেন গার্ডেন্স ঠিক করে দেবে কারা হবে লিগ টপার।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 05, 2023 11:23 AM IST