ICC World Cup 2023 India vs South Africa: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হ্যাটট্রিকের সুযোগ ভারতের, তবে রয়েছে অশনি সংকেতও

Last Updated:

ICC World Cup 2023 India vs South Africa Head To Head Statistics Team India chance to win the third consecutive victory against South Africa in the World Cup: বর্তমানে বিশ্বকাপে টানা সাত ম্যাচ জিতে লিগ টেবিলের শীর্ষে রয়েছে ভারত। ৭ ম্যাচে ১৪ পয়েন্ট। অপরদিকে, দক্ষিণ আফ্রিকা সাত ম্যাচে ৬টি জয় ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয়। রবিবাসরীয় ইডেন গার্ডেন্স ঠিক করে দেবে কারা হবে লিগ টপার।

অশনি সংকেত ভারতের
অশনি সংকেত ভারতের
কলকাতা: বিশ্বকাপে আজ সুপার সানডে। লিগ টেবিলের সিংহাসন দখলের দ্বৈরথে নামছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। কলকাতার ইডেন গার্ডেন্সে মেগা ম্যাচ ঘিরে চড়ছে পারদ। প্রোটিয়ারা কী পারবে ভারতের অশ্বমেধের ঘোড়া থামাতে। না ফের ডমিনেট করবে টিম ইন্ডিয়া। তার উত্তর মিলবে আগামি কয়েক ঘণ্টায়।
তবে এদিনের লড়াই ভারতীয় দলের পক্ষে অন্যান্য দলের মত সহজ হবে না বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। দুই দলের মুখোমুখি সাক্ষাতের পরিসংখ্যানও দিচ্ছে সেই ইঙ্গিত। একদিনের ক্রিকেট ইতিহাসে যদি আমরা দুই দলের পরিসংখ্যান দেখি সেখানে এগিয়ে প্রোটিয়ারা। এখনও ওডিআই ক্রিকেটে ৯০টি ম্যাচ খেলা হয়েছে দুই দেশের। দক্ষিণ আফ্রিকা জিতেছে ৫০টি ম্যাচ ও ভারত জিতেছে ৩৭টি। ৩টি ম্যাচ অমীমাংসীত।
advertisement
শুধু একদিনের ক্রিকেটে নয়, ওডিআই বিশ্বকাপেও দুই দলের পরিসংখ্যান যদি আমরা দেখি তাহলে সেখানেও এগিয়ে প্রোটিয়ারা। পাঁচবারে সাক্ষাতে ৩ বার জিতেছে দক্ষিণ আফ্রিকা ও ২ বার ভারত। তবে ১৯৯২, ১৯৯৯ এবং ২০১১ সালে পরপর জিতেছিল প্রোটিয়ারা। শেষ দুটি সাক্ষাতে ২০১৫ ও ২০১৯ সালে জয়ের হাসি হেসেছিল ভারত। এবার টিম ইন্ডিয়ার টার্গেট হ্যাটট্রিক।
advertisement
advertisement
প্রসঙ্গত, বর্তমানে বিশ্বকাপে টানা সাত ম্যাচ জিতে লিগ টেবিলের শীর্ষে রয়েছে ভারত। ৭ ম্যাচে ১৪ পয়েন্ট। অপরদিকে, দক্ষিণ আফ্রিকা সাত ম্যাচে ৬টি জয় ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয়। রবিবাসরীয় ইডেন গার্ডেন্স ঠিক করে দেবে কারা হবে লিগ টপার।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ICC World Cup 2023 India vs South Africa: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হ্যাটট্রিকের সুযোগ ভারতের, তবে রয়েছে অশনি সংকেতও
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement