ICC World Cup 2023 India vs England: ইংল্যান্ড ম্যাচে ভারতীয় দলে বড় বদল! ফিরছেন মহাতারকা? ব্রিটিশ বধের মাস্টারপ্ল্যান তৈরি টিম ইন্ডিয়ার

Last Updated:

ICC World Cup 2023 India vs England Match Preview Indian Team may make Big Change in Playing 11 Team India Ready Master Plan to win IND vs ENG clash in ODI World Cup 2023: রবিবার লকনউয়ের একানা স্টেডিয়ামে বিশ্বকাপের আরও একটি বড় ম্যাচ। মুখোমুখি ভারত ও ইংল্যান্ড। টিম ইন্ডিয়ার লক্ষ্য এবার ছয় ছয়। ইংল্যান্ড ম্যাচে দলে ফিরতে পারেন মহাতারকা। ব্রিটিশদের বিরুদ্ধে জয়ের ছকও প্রস্তুত ভারতের।

ভারত বমাম ইংল্যান্ড
ভারত বমাম ইংল্যান্ড
লখনউ: রবিবার লখনউয়ের একানা স্টেডিয়ামে বিশ্বকাপের আরও একটি বড় ম্যাচ। মুখোমুখি ভারত ও ইংল্যান্ড। একদিকে প্রতিযোগিতায় অপ্রতিরোধ্য গতিতে ছুটে চলা ভারত। পাঁচে পাঁচ করার পর টিম ইন্ডিয়ার লক্ষ্য এবার ছয়ে ছয়। একইসঙ্গে এই ম্যাচ জিততে পারলে সেমির টিকিও ৯৯ শতাংশ পাকা হয়ে যাবে রোহিত ব্রিগেডের।
অপরদিকে, টানা চার ম্যাচ হেরে বিশ্বকাপে খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড। সেমির আশা কার্যত শেষ হলেও জটিল অঙ্কের বিচারে এখনও আশার আলো দেখছে ব্রিটিশ লায়ন্সরা। ফলে ভারতের বিরুদ্ধে ম্যাচে জেতা ছাড়া কোনও গতি নেই। বিশ্বকারপের আগামি সবকটি ম্যাচ জিতলেও জস বাটলারের দলকে তাকিয়ে থাকতে হবে অন্য দলের দিকে।
advertisement
লখনউয়ে সাধারণত স্পিন সহায়ক উইকেটই হয়ে থাকে। এখানে শেষ ম্যাচ যখন খেলেছিল ভারত তখন লো স্কোরিং ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জিততে যথেষ্ট ঘাম ঝরাতে হয়েছিল। এবারও স্পিন সহায়ক উইকেটই হতে চলেছে একানাতে। লখনউয়ের বিখ্যাত ভুলভুলাইার কথা আমাদের সকলের জানা। ব্রিটিশদের জন্য স্পিনের ভুলভুলাইয়াই সম্ভবত অপেক্ষা করছে একানাতে।
advertisement
শুক্রবার পিচে যেটুকু ঘাস ছিল তাও কেটে ফেলা হয়েছে বলেই খবর। আর এমন উইকেটে ৩ স্পিনার নিয়ে নামতে পারে ভারত। সেক্ষেত্রে রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদবের সঙ্গে দলে ফের ফিরতে পারেন রবিচন্দ্রন অশ্বিন। কিন্তু অশ্বিনকে খেলাতে হলে কঠিন সিদ্ধান্ত নিতে হবে টিম ম্যানেজমেন্টকে। কারণ মহম্মদ শামি ও মহম্মদ সিরাজের মধ্যে একজনকে বসাতে হবে। শামি গত ম্যাচে ৫ উইকেেট নিয়েছেন। তাঁকে বসানোটা সহজ হবে না। অপরদিকে ছন্দে রয়েছে সিরাজও। হার্দিক না থাকায় সেই জায়গায় খেলছেন সূর্যকুমার।
advertisement
শুক্রবার নেটে দীর্ঘসময় ব্যাটিং অনুশীলন করেছেন রবিচন্দ্রন অশ্বিন। ফলে তারকা স্পিনারের দলে ফেরার সম্ভাবনা খুব বেশি বলেই মনে করা হচ্ছে। তবে কার জায়গায় সেটাই দেখার। এখনও পর্যন্ত যা খবর তাতে ৩ স্পিনার নিয়ে ভারতের খেলার সম্ভাবনা বেশি। স্পিন অস্ত্রেই ব্রিটিশ বধ করে সেমির টিকিট পাকা করার ছক প্রস্তুত করছে টিম ইন্ডিয়া।
advertisement
এক ঝলকে দেখে নিন ইংল্যান্ডের বিরুদ্ধে কেমন হতে পারে ভারতীয় দলের প্রথম একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ / রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি।
advertisement
প্রসঙ্গত, বর্তমানে বিশ্বকাপের লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। শুক্রবার পাকিস্তানকে হারিয়ে শীর্ষ উঠে এসেছে দক্ষিণ আফ্রিকা। যদিও প্রোটিয়াদের থেকে এক ম্যাচ কম খেলেছে ভারত। ফলে রবিবার ইংল্যান্ডকে হারাতে পারলে ফের শীর্ষ স্থান দখল করবে টিম ইন্ডিয়া।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ICC World Cup 2023 India vs England: ইংল্যান্ড ম্যাচে ভারতীয় দলে বড় বদল! ফিরছেন মহাতারকা? ব্রিটিশ বধের মাস্টারপ্ল্যান তৈরি টিম ইন্ডিয়ার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement