Ind vs Eng: একের পর এক ম্যাচে দুরন্ত, টিকিটের চাহিদা তুঙ্গে, কী করে পাবেন

Last Updated:

Ind vs Eng: লখনউতে ভারত বনাম ইংল্যান্ড ম্যাচের জন্য ২৩ অক্টোবর সোমবার আরও টিকিট বাজারে ছেড়েছে৷

 লখনউতে ভারত বনাম ইংল্যান্ড ম্যাচের জন্য ২৩ অক্টোবর সোমবার আরও টিকিট বাজারে ছেড়েছে
লখনউতে ভারত বনাম ইংল্যান্ড ম্যাচের জন্য ২৩ অক্টোবর সোমবার আরও টিকিট বাজারে ছেড়েছে
লখনউ: আইসিসি  (ICC) পুরুষদের ওয়ানডে বিশ্বকাপ ২০২৩-এ এখনও পর্যন্ত পাঁচটি খেলায় পাঁচটি জয়ের সঙ্গে সঙ্গে দারুণ মনোবলের তুঙ্গে রয়েছে  টিম ইন্ডিয়ার৷ রবিবার পরের ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে রোহিত এন্ড কোং। লখনউয়ের বিআরএসএবিভি একানা ক্রিকেট স্টেডিয়ামে ২৯ অক্টোবর রবিবার  গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে লড়বে ভারত।
ভারতের ম্যাচে মাঠে গিয়ে দেখার জন্য দর্শকদের মধ্যে উন্মাদনা বেড়েই চলেছে৷ এরইমধ্যে দর্শকদের জন্য  বিসিসিআই (BCCI) লখনউতে ভারত বনাম ইংল্যান্ড ম্যাচের জন্য ২৩ অক্টোবর সোমবার আরও টিকিট বাজারে ছেড়েছে৷
ম্যাচের টিকিট পাওয়ার জন্য যে কজন আগ্রহী ফ্যান এখনও চেষ্টায় রয়েছেন তাদের জন্য রইল সব সুলুকসন্ধান৷  আইসিসি-র অফিসিয়াল টিকিটিং ওয়েবসাইটে  BookMyShow.com-এ লগ ইন করতে পারেন, এরই আইসিসির অফিসিয়াল টিকিট বুকিং পার্টনার। টিকিটিং পার্টনার দেওয়া তথ্য অনুযায়ি  টিকিটের দাম ১,৫০০ টাকা থেকে শুরু হয়।
advertisement
advertisement
advertisement
ICC বিশ্বকাপ 2023, IND বনাম ENG ম্যাচের টিকিট: রেজিস্ট্রেশন লিঙ্ক
আইসিসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বা নীচের লিঙ্কে ক্লিক করে টিকিট কেনার আগে রেজিস্ট্রেশন করাতে হবে৷
advertisement
ICC বিশ্বকাপ 2023, IND বনাম ENG ম্যাচের টিকিট: ভারত বনাম ইংল্যান্ড টিকিট বুকিং
ফ্যানরা IND বনাম ENG বিশ্বকাপ 2023 ম্যাচের টিকিট ICC-এর অফিসিয়াল টিকিটিং ওয়েবসাইট, Bookmyshow অ্যাপ থেকে বা নীচের লিঙ্কে ক্লিক করে কিনতে পারেন।
advertisement
ICC বিশ্বকাপ 2023, IND বনাম ENG ম্যাচের টিকিট: টিকিটের সর্বাধিক সংখ্যা
BookMyShow  নির্দেশ অনুযায়ি একজন ইন্ডিভিডুয়াল একবারে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন।
ICC বিশ্বকাপ 2023, IND বনাম ENG ম্যাচের টিকিট: টিকিটের হোম ডেলিভারি
BookMyShow  নির্দেশিকা অনুসারে, লেনদেনের সময় হোম ডেলিভারির অপশনটি চাইতে পারে। সেক্ষেত্রে টিকিটের হোম ডেলিভারির জন্য অপশন বাছতে পারেন৷
advertisement
যারা অনলাইনে টিকিট বুক করেছেন, বিদেশিরা টিকিটধারীরাও স্টেডিয়ামের নির্ধারিত বক্স অফিস থেকে তারা নিজেরা উপস্থিত থেকে সেখান থেকে টিকিট সংগ্রহ করুন৷
কখন ভারত বনাম ইংল্যান্ড বিশ্বকাপ ২০২৩ ম্যাচ খেলা হবে?
ভারত বনাম ইংল্যান্ড বিশ্বকাপ ২০২৩-র মেগা ম্যাচটি হবে  রবিবার, ২৯ অক্টোবর, ২:০০টা  খেলা হবে।
ভারতীয় দল (India Squad)- রোহিত শর্মা (Rohit Sharma), হার্দিক পান্ডিয়া (Hardik Pandya), শুভমান গিল (Shubman Gill), বিরাট কোহলি (Virat Kohli), শ্রেয়স আইয়ার (Shreyas Iyer), কেএল রাহুল (KL Rahul), রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja), শার্দুল ঠাকুর (Shardul Thakur), জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), মহম্মদ সিরাজ (Mohammed Siraj),  কুলদীপ যাদব (Kuldeep Yadav), মহম্মদ শামি (Mohammed Shami), রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin), ইশান কিষাণ (Ishan Kishan), সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)৷
advertisement
ইংল্যান্ড দল (England Squad) – জস বাটলার (Jos Buttler), মোয়েন আলি (Moeen Ali), গাস অ্যাটকিনসন্স (Gus Atkinson) জনি বেয়রেস্ত (Jonny Bairstow), স্যাম কারান (Sam Curran), লিয়াম লিভিংস্টোন (Liam Livingstone), ডেভিড মালান (Dawid Malan),  আদির রাশিদ (Adil Rashid), জো রুট  (Joe Root), হ্যারি ব্রুক (Harry Brook), বেন স্টোকস (Ben Stokes), ব্রেডন কার্স (Brydon Carse), ডেভিড উইলি (David Willey), মার্ক উড (Mark Wood),  ক্রিস ওকস (Chris Woakes)৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Ind vs Eng: একের পর এক ম্যাচে দুরন্ত, টিকিটের চাহিদা তুঙ্গে, কী করে পাবেন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement